বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

গল্পের ঝুড়িতে ২০১৮ থেকে ২০২১ পর্যন্ত আমার অবস্থা

"স্মৃতির পাতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Prachi (০ পয়েন্ট)

X আসসালামুয়ালাইকুম...কেমন আছ বন্ধুরা..আমি আজকে তোমাদের সাথে এই প্রথম একটা গল্প শেয়ার করছি কোনো ভুল হলে কিছু মনে করো না। ২০১৮ সালে যখন প্রথম গল্পের ঝুড়িতে জয়েন করেছিলাম লগ ইন করিনি আপাত একজন গেস্ট হিসেবেই পরিচয় ছিল ।???? লেখক দের গল্প পড়তাম কমেন্ট করতাম.... এভাবে চলতে চলতে পরে লগ ইন করলাম... রিয়াদুল ইসলাম রপচানের গল্পেতো কমেন্টের বনলতা বসায় দিসিলাম আর ওনিও তার জন্য বিরক্ত হতেন...আবার কমেন্ট করে ঝগড়া করার মতো মানুষ খুঁজতাম । তখন সবার সাথে যেরকম একটা আচরণ করতাম তার জন্য অনেকেই ভাবত আমি হয়ত ছেলে????এ নিয়ে কত্তবাআআআর ঝগড়া হয় ... আবার ঝগড়া করতে গিয়ে অনেকে আমার ফ্রেন্ডও হয়ে গিয়েছিল । আস্তে আস্তে পার হয় ২০১৮ । এখন আমি প্রাচি গিয়ে ঠেকলাম ২০১৯ এ। কি ফালতু একটা বছর । নতুন বছরে নতুন ফ্রেন্ড পাইলাম অথচ আগের ফ্রন্ডগুলারে হারাইলাম কেমন লাগে? আর নতুন ফ্রন্ডগুলাও জানি কেমন.. বেশি ভাব লইয়া থাকে...। তখন বেসট ফ্রেন্ড হয় ঈশিকা আর সাজু। আরও অনেকেই ছিলো কিন্তু বেশ্তি ভাব ধরত দেখে ভুইল্লা গেছি।এই বছরো চোখের পাত্তি ফেলতেই দৌড় মারসে।২০১৯ তুই বালানা কৈয়া আবার ধাপপ কৈরা পা রাখসি ২০২০ এ। এই বছর নিয়াতো কিছু কোমুইনা । মুব্বাইল ধরসি কিনা ভুইল্লা গেসি। আর এই আজকাই লগ ইন কৈরা গল্প ফালাইলাম। বালা হৈলে কমেন্ট কৈরো না হৈলেও কৈরো


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৬৯৬ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now