বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
Don't coffee
মোরশেদ আংকেলের কথায় যুক্তি আছে। গতরাতে ১০টার দিকে তুই কোথায় ছিলি?”
তানভীরের দিকে আইদাদ বিরক্তি নিয়ে তাকায়। তানভীর যুক্তি দেয়ার চেষ্টা করে,
“সন্দেহের বাইরে কেউ থাকে না, ইউ নো!”
“তাহলে তো তুইও বাদ থাকবি না।”
তানভীর দাঁত বের করে হাসে।
“আমি আসলে তোর সিরিয়াল কিলার হওয়ার সম্ভাব্যতা ক্যালকুলেট করার চেষ্টা করছি। এই যেমন, তোর নাম কিন্তু একজন সিরিয়াল কিলার হওয়ার জন্য পারফেক্ট।“
আইদাদ ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে। আইদাদের বাবা আর বাবার কাছ থেকে পাওয়া দীক্ষাই যথেষ্ট ওর জন্য।
“আমার নাম আততায়ী হওয়ার জন্য চলে। সিরিয়াল কিলার না।”
“মুহাম্মদ আইদাদ আজম। তিন শব্দের নাম। বেশিরভাগ সিরিয়াল কিলারের নামই তিন শব্দের।“
“না। বেশিরভাগ আততায়ীর নাম তিন শব্দের। লী হার্ভ অসওয়াল্ড, আততায়ীর নাম। জেমস আর্ল রে, আততায়ীর নাম।”
“ববি জো লং, সিরিয়াল কিলার।”
তানভীর আরো নাম মনে করার চেষ্টা করলো। ঠিক সময়ে কাজের কিছু মনে আসে না। যত ঝামেলা এই মাথাটার।
“এখন বল, রাতে বের হতে পারবি কি না।”
আইদাদ ব্যাগ কাঁধে নিয়ে উঠে দাঁড়ায়।
“আম্মু ঝামেলা করবে...”
“তাহলে থাক। ব্রেসলেট কই?”
টাইপ-এ হিমোফিলিয়ার কারনে তানভীরকে সবসময় একটা ব্রেসলেট পড়ে থাকার নির্দেশ আছে। হঠাৎ দুর্ঘটনা ঘটলে যতই রক্তপাত হোক, ওকে Clotting Factor VIII ঐ ব্রেসলেট ছাড়া কোন হাসপাতালই দিবে না।
“এখন একটা অ্যাক্সিডেন্ট হইলে তোর আম্মু আমাকে ছিলার আগেই মরবি তুই।”
বিভিন্ন সময় মাহবুব আজম যেই গাড়িতে করে লাশ বহন করেছে, উত্তরাধিকার সূত্রে পাওয়া সেই গাড়ি চার বছর পরে আজ আইদাদ হাকিয়ে বেড়ায়। আইদাদের পাশে বসে তানভীর মাথা ঝাকায়,
“সেইটা অবশ্য ঠিক।”
ছেলেবেলায় তানভীর কখনই মারামারিতে সুবিধা করতে পারতো না। আর রক্তপাত হলেও টের না পাওয়ায় ছোটখাটো মারামারিতেই বড়সড় আঘাত নিয়ে বাড়ি ফিরতে হত। আইদাদের সাথে ওর বন্ধুত্ব মুলতঃ এভাবেই হয়েছিল। মারমারিতে তানভীরকে সাপোর্ট দেয়া, ব্যাথা পেলে সেটা নিয়ে দৌড়াদৌড়ি সব আইদাদই করতো।
তখনও আইদাদ মাহবুব আজমের ছেলে ছিল, খুনী আজমের না। নাহলে নিঃসন্দেহে তানভীরের আম্মু সঙ্গী হিসেবে আইদাদের সাথে বাড়ি ফেরার চেয়ে রক্তপাত নিয়ে ছেলেকে একা বাড়ি ফিরতে দেখলেই বেশি খুশি হতেন।
***সংগৃহীত***
Continue reading next part..
------------------------------------------
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now