বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
অনুভবে শুধু তুমি♥
Part:7
writer:Tuba Rubaiyat
♦
নাফিসার চিতকারে সবাই উঠে গেল।।নাফিসা তো উরাধুরা পিটিয়েই যাচ্ছে লাঠি দিয়ে।।লাইট জ্বালিয়েই সবার চোখ ছানাবড়া!!! কারন চোর বলে যাকে মারছে সে আর কেউ নয় রোহান!!!ঘটনার আকস্মিকতায় বেচারা কি হলো কিছুই বুঝতে পারেনি,,,,,,!!শুধু উরাধুরা খেয়েই যাচ্ছে,,,!!
রোহান কে দেখে নাফিসা নিজেও অবাক হয়ে গেল।।আসিফ আর তীব্র এসে রোহানকে ওঠালো,,,,,,,এদিকে নাফিসার মুখে অপরাধবোধ ফুটে উঠেছে,,,, ও রোহানকে মারতে চায়নি,,,,ও আসলেই বুঝতে পারেনি যে এটা রোহান।।।
তীব্র রোহানকে সোফায় নিয়ে বসালো।।আসিফ এনে পানি দিলো।।রোহানের আঘাত বেশি একটা না লাগলেও কপালে বারি লেগেছে যার কারনে কপাল ফুলে গেছে।।
"ব্রো আর ইউ ওকে??"(আসিফ)
"ইয়াহ! আ'ম ওকে!!"(রোহান)
নাফিসা এক কোনায় জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে আছে।।ভয়ে কাপছে ও।।রোহানের সাথে দুষ্টুমি করলেও ওকে কষ্ট দিতে চায়নি কখনো।।আর রোহানের সাথে দুষ্টুমি করতে ওর খুব ভালো লাগে।।।কিন্তু আজ রোহান কে আঘাত দিয়ে ফেলল,,,,,,,,,কপাল টা ফুলে আছে।।
সবাই নাফিসাকে বকা দিলো।।।নাফিসার মা ও নাফিসাকে অনেক রাগারাগি করলো,,,,,,,,,,,
"দিনদিন বেয়াদব হয়ে যাচ্ছিস কেন??আসার পর থেকেই দেখছি তুই ছেলেটার পেছনে লেগেছিস,,,,,,,কি করেছে ও??কিভাবে মেরেছিস ওকে দেখেছিস??"(নাফিসার আম্মু)
নাফিসা ছলছল চোখে বলল,,,,
"আম্মু আমি ইচ্ছে করে করিনি,,,,,,,
"চুপ একটা কথাও বলবিনা"(নাফিসার আম্মু)
নফিসাকে এভাবে মারা তে রোহানের খুব খারাপ লাগছে।।ও বলল,,,
"আন্টি আপনি ওকে বকছেন কেন??ওর কোন দোষ নেই,,,,,ও না বুঝে করেছে,,,,,প্লিজ নাফিসাকে বকবেন না,,,,,,,,,আর আমার কিছু হয়নি আমি একদম ঠিক আছি,,,,,,"
"তাই বলে না দেখে এভাবে মারবে?? বাবা তুমি ঠিক আছো??"
"আন্টি আমি ঠিক আছি,,আর নাফিসার তো কোন দোষ নেই,,,,, ও বুঝতে পারেনি,,,,,আর এটাই স্বাভাবিক এত রাতে আমাকে চোর ভাবা টা অস্বাভাবিক নয়!! "
নাফিসার আম্মুসহ বড়রা চলে যায়।।তীব্র ফ্রিজ থেকে বরফ এনে রোহানের কপালে লাগিয়ে দেয়।। লাগিয়ে দেয়।।
তীব্র বলে উঠলো,,,,,
"দোস্ত এবার বল কাহিনী কি??কি হয়েছিলো??"
"হুম ব্রো এবার বলো কি হয়েছে???"(আসিফ)
রোহান গোমড়ামুখু বললো,,,,,
"শুয়ে ছিলাম কিন্তু ঘুম আসছিলোনা,,,,,,আর আমার ল্যাপটপ আসিফের রুমে চার্জ দিয়েছিলাম,,,,,আসিফের রুম থেকে ল্যাপটপ আনতে গিয়েছিলাম,,,,,,ঠান্ডা লেগেছিলো তাই জ্যাকেট পড়েছি,,,,আমি আস্তে আস্তে আসিফের রুমে যাচ্ছিলাম আর এর মধ্যেই মিস.মিসাইল এসে উরাধুরা দেয়া শুরু করল।।"
রোহানের কথা শুনে তীব্র হু হা করে হেসে ঊঠল।।
"বাহ!!আমার মতে মাঝেমাঝে এমন উরাধুরা খাওয়া উচিৎ।।স্বাস্থ্যের জন্য উপকারী।।।কি বলিস আসিফ??দেখনা কিভাবে ফ্রিতে এন্টারটেইনমেন্ট হয়ে গেল।।হা হা হা "(তীব্র)
"হিহিহিহি"(আসিফ)
রোহান মুখ গোমড়া করে জবাব দিলো,,,,,
"তোরা হাসছিস??আমি মাঝরাতে কষ্ট করে মার খেয়েছি আর তোরা হাসছিস আমাকে নিয়ে?? তোদের কি হিংসে হচ্ছে নাকি খেতে পারিসনি বলে??
নাফিসা আর তোহা দরজার বাইরে দাঁড়িয়ে ছিলো,,,,দুজনে ভেতরে এলো,,,,নাফিসা চুপচাপ দাঁড়িয়ে আছে।।একটু পরে তীব্র তোহা আসিফ সবাই চলে গেল।।নাফিসা এখনো দাঁড়িয়ে আছে।।সবাই চলে যেতেই ও আস্তে আস্তে রোহানের কাছে এগিয়ে গেল।।মাথা নিচু করে বলল,,,,,
"আ'ম সরি,,,আমি এটা করতে চাইনি,,,আমি বুঝিনি ওটা আপনি ছিলেন,,,,,,আমি ভেবেছিলাম চোর বা অন্য কেউ।।"
"ইট'স ওকে,,,,,,আর আমিও সরি আমার জন্য তোমাকে বকা খেতে হলো,,,,,,,,!!"
"আপনি এটার জন্য সরি বলছেন কেন??ওটা তো আমার প্রাপ্য ছিলো,,,,,,,,!"
রোহান খেয়াল করল নাফিসার মন খারাপ হয়ে যাচ্ছে।।নাফিসাকে এভাবে ভালো লাগছেনা তাই দুষ্টুমি করে বলল,,,,,,,,
"তবে যাই বলো মার টা কিন্তু সেই লেভেলের ছিল,,,,আমার তো ভীষণ সিমপ্যাথি হচ্ছে,,,,,,,,
"কার জন্য??
"চোরের জন্য,,,,,যদি কোন দিন কোন চোর আসে তাহলে তো বেচারার হাড়গোড় শেষ হয়ে যাবে।। সেটা ভেবেই আমার কস্ট লাগছে,,,,,,,হায়রে বেচারা,,,,,"
রোহানের কথা শুনে নাফিসা হেসে দিলো,,,,,,,
"যাক বাবা এইতো হেসেছে,,,,,মিস.মিসাইলকে এভাবে চুপচাপ ভালো লাগেনা,,,,"
"ওইইইই আপনি আমাকে মিসাইল বলেন কেন??আমাকে কোন দিক থেকে মিসাইল মনে হয়???"
"এইতো মিস.মিসাইল ইজ ব্যাক!!!না মানে তুমি মিসাইলের মত কখন কোথা থেকে আঘাত হান কেউ বলতে পারেনা,,,,তাই এই নামটা তোমার সাথেই মানায়,,,,,,,হে হে হে,....(দাত কেলিয়ে)
নাফিসা কিছু বলতে গিয়েও বলল না,,,,
চুপচাপ রোহানের কপালে বরফ লাগিয়ে দিলো,,,,,একটু পরে রোহানের চোখ বন্ধ দেখে ভাবলো রোহান ঘুমিয়ে গেছে তাই চলে গেল।।।নাফিসা চলে যেতেই রোহান চোখ মেলে মুচকি হাসল।।আজ যদি নাফিসার জায়গায় অন্য কেউ থাকতো তাহলে রোহান কি করতো নিজেও জানেনা,,,,,কিন্তু কোন এক অজানা করনে নাফিসার ওপর কোন রাগ লাগছেনা,,,,,বরং একটা ভালোলাগা কাজ করছে।।যখন নাফিসার মা নাফিসাকে বকছিলো তখন ও রোহানের কাছে খুব খারাপ লেগেছিলো,,,,,,,,!!
********-+++++******++++**
সকালে,,,,,,,
"""আয়ায়ায়ায়া,,,,,,,মাম্মিইইইইই!!!,,,আমার উপর ভুতে হিসু করে দিয়েছে,,,,আয়ায়ায়ায়া,,,,!
আসিফ ঘুম থেকে উঠে এসব বলে চেচাতে লাগল।।।আসল কাহিনী হলো,,,
আজ তোহার বড় দাদা মানে তোহার দাদার বড় ভাইয়ের মৃত্যুবার্ষিকী।সে উপলক্ষে আজ বাড়িতে মিলাদ পড়ানো হবে।।।তাই সাধারণত অনেক কাজ।।কিন্তু আসিফ সকাল ৮টা পর্যন্ত নাক ডেকে ঘুমাচ্ছে।।তার এক কথা কাল রাতে রোহানের কান্ডর কারনে ঘুমাতে পারেনি তাই এখন সে উঠবেনা।।অবশেষে উপায় না পেয়ে নাফিসা এক মগ পানি এনে গায়ে ঢেলে দিল।।।গায়ে পানি পড়তেই ঘুমের ঘোরে এসব উদ্ভট কথা বলতে বলতে আসিফ ধরফরিয়ে জেগে উঠলো।।।
আসিফের এমন উদ্ভট কথায় সবাই হেসে উঠলো,,,,তোহা বলল,,,,
"ভাইয়া সিরিয়াসলি?? ভুতে তোমার উপর হিসু করে দিয়েছে??আসলে ভুতের মনে হয় তোমাকে টয়লেট মনে হয়েছে,,,,, হা হা হা হা (তোহা)
রোহান হাসতে হাসতে বলল,, ,,,,,
"হেই ব্রো ভুতের আবার হিসু পটি এসব ও হয়??জানতাম না তো,,,,,,,"
"হয়েছে হয়েছে আর দাত কেলাতে হবে না,,,,,তোমার জন্যই রাতে ঘুমাতে পারিনি,,,,,এখন ও কেউ ঘুমাতে দিচ্ছেনা আমায়।।"(আসিফ)
আসিফ গোমড়ামুখু হয়ে ফ্রেশ হতে গেল।।
******----****---*----*****----
যেহেতু দুপুরে অনেক লোক খাবে সেহেতু সবাই কাজে ব্যস্ত।।তীব্র আর রোহান ও কাজ করছে।।।
কিছুক্ষন পর ছেলেরা সবাই মসজিদ থেকে নামায পড়ে এল।।তোহা ড্রয়িংরুম এ দাঁড়িয়ে ছিলো,,,,,তখন তীব্র আর রোহান এসে ঘরে ঢোকে।।তীব্র পাঞ্জাবী পড়া,,,,,,মাথায় টুপি,,,,,,।।এভাবে পাঞ্জাবী পড়া অবস্থায় খুব স্নিগ্ধ লাগছে।।হঠাৎ তোহা-তীব্র দুজনের চোখাচোখি হয়ে যায়।।তীব্রর মুখে সেই ভুবন ভোলানো বাকা হাসি,,,,,তীব্রকে এই রুপে দেখে তোহা ও ক্রাশ খেয়ে ফেলল,,,,,,,[পাঠকরা কে কে খেয়েছেন???]
মিলাদ পড়া শেষে দোয়া করা হলো।।তোহার বাবার কথা শুনে ওর মন খারাপ হয়ে গেল।।কারন তোহাদের কাল ই ফিরে যেতে হবে???তীব্ররাও কাল চলে যাবে।।।তারপর হয়তো দুজন আলাদা পথে,,,,,,,,,,,আর কি কখনো দেখা হবে তাদের??বলা হবে সেই লুকানো অনুভুতিগুলো??নাকি সময়ের সাথে সাথে সেগুলো ও হারিয়ে যাবে???
(চলবে??)
[]
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ...