বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
আনএক্সপেক্টেড ভাবে জিজের ভাই ব্রাদার বোন সিস্টারদের সাথে দেখা
X
সবাইকে পড়ার অনুরোধ করছি।আমি আপনাদের পরিচিত।
একদিন আমি ঘাসের উপর দিয়ে হাটছিলাম।আমি সচরাচর ঘাসের উপর দিয়ে হাঁটি না ।মাটির ভিতর দিয়ে কেঁচো আরও বিশ্রী পোকামাকড় যদি আমার পায়ে উঠে যায় এই ভয়ে ।যাইহোক আমি নিশ্চিন্তে হাটছিলাম কারণ এটা সত্যিকারের ছোট ছোট ঘাসওয়ালা মাঠ ছিলোনা ।এটা ছিল ইয়া বড় কৃত্রিম গ্রাস কারপেট। আমি ছোট বেলায় ভাবতাম গ্রাস কারপেট দিয়ে অনেক বড় একটা জায়গা ঢেকে দিব।যাতে আমি নো টেনশনে ঘুরতে পারি।এখন দেখছি সে রকম একটা জায়গা সত্যিই আছে!!!।যাক বাবা একটা টেনশন মাথা থেকে নামলো ।
তো আমি হাটছিলাম হাটছিলাম হাটছিলাম হাটছিলাম হাটছিলাম হাটছিলাম আর হাটছিলাম।
আমি আবার মাথা নিচু করে হাটি।সামনে খুব একটা তাকাই না।হঠাৎ মনে হল আমার সামনে তাকানো দরকার।আমি সামনে,আশেপাশে, সবদিকে তাকালাম।তারপর আমি যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না।আমি দেখলাম আমার চারপাশে আরও অনেক লোক আছে ।কিছুক্ষণ পর বুঝতে পারলাম।আরে এরা তো আমার জিজের ভাই ব্রাদার বোন সিস্টেররা!!!।
প্রথমে চোখ পরলো সাইম ভাইয়ের দিকে।হলুদ রঙের পকেটওয়ালা পাঞ্জাবী পরা।ইনাকে আমি উল্টা হিমু বলি।কিন্তু মনে মনে ।তার হাতে ইয়া বড় একটা মোটা বই।ভাল করে খেয়াল করে দেখি উনি বাংলার প্রথম সাহিত্য চর্যাপদ পড়ছেন ।এটাকেও ছাড়লো না!!!তার পাশে পরে আছে বিখ্যাত/কুখ্যাত/অখ্যাত অটিস্টিক নাস্তিক স্টিফেন হকিং এর লেখা "A Brief History of Time"গ্রন্থটি!হয়ত ওটা শেষ করে ওটা শুরু করেছেন,নয়ত এটা সেষ করে অটা পড়া শুরু করবেন।
ওদিকে দেখলাম তানিম ভাই তার প্রোফাইলের সাদা কিউট কুত্তা না না কুকুরের সাথে কথা বলছে!তানিম ভাই বলল,
-তোমার গার্লফ্রেন্ড আছে?
কুত্তা রিপ্লাই এ বলল,
-ঘেউ।
তানিম ভাই বলল,
-আরে বলো।আমি তোমার আম্মুকে বলব না ।
কুত্তা রিপ্লাই এ বলল,
-ঘেউ।
তানিম ভাই বলল,
-কী?তোমার গার্লফ্রেন্ড নাই?কেনো নাই?কীসের জন্য নাই?কোন কারনে নাই?তুমি কি আসলেই ছেলে?নাকি উভলিঙ্গ নাকি ক্লীবলিঙ্গ? কোনটা?
কুত্তাতো তানিম ভাইয়ের কথা শুইনা বেহুঁশ!! তানিম ভাই এখন কুত্তার মুখে পেপসি ছিটিয়ে তার জ্ঞান ফিরানোর চেষ্টা করছে।
কিছুক্ষণ পর আমি,"তুই ফকিন্নির মা""তুই রহিমের বাপ""তুই টুনির মা"এসব আওয়াজ শুনতে পেলাম।পিছে তাকিয়ে দেখি হামারা ছোট ভাই পুষিক্যাট কে আর পুষিক্যাট মফিকে এসব বলছে।
এগুলা দেখে আমি হাটতে থাকলাম।হাটতে থাকলাম আর হাটতে থাকলাম।তারপর দেখি মেহেরাজ ভাই বেঞ্চে বসে ফোন টিপছে।আমি তার পিছে যেয়ে দেখি,উনি জিজের গল্প গুলোতে উনার বিখ্যাত কমেন্ট, "হুম সুন্দর হলো ""ভালই হলো""সুন্দর হলো গল্পটি"...এই জাতীয় আজিব আজিব কমেন্ট করছেন।সাথে ()এই ইমুজিটা কিন্তু আছেই।উনি আবার ওই ইমুজিটা ছাড়া চলতে পারেন না।
আমি গ্যারান্টি দিয়ে বলছি,মেহেরাজ ভাই আমার গল্প পড়ে কমেন্ট করলে এই ইমুজিটা must be দিবে।যদি না দেয় তাহলে আমি জিতে গেলাম।দিলেও আমি জিতে গেলাম।আর কমেন্ট না করলেও আমি জিতে গেলাম
চলবে...
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ...