বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
৯. আনিছুর রহমান লিখন ঃ উনি সব ধরনের গল্প লেখায়, উনাকে ভালো লাগত। তারপর একদিন তার একটা গল্পে হুট করে বলি, 'কেমন আছেন?' তখন তিনি জিজেতেই ছিলেন।অবশেষে তার সাথে আড্ডায় মেতে উঠে তার পরিচয় লাভ করি।উনি নাকি নতুন চাকরি পেয়েছেন।তাই উনার জন্য শুভ কামনা রইলো। ছিয়াম: একদিন ঘুম বিলাসী লিখন ভাই সবাইকে একত্রে পেয়ে, সবার নিজের পরিচয় তুলে ধরতে একটা ফরম পূরণ করতে বলে।বেশ কয়েকজন ফরম পূরণ করে তার অন্তিম ইচ্ছা অনুযায়ী, একান্ত বার্তায় নিজের সম্পর্কে তথ্য পাঠায়। একদিন তিনি 'জিজেসদের পরিচয়' শিরোনামে উক্ত ব্যক্তিগণের পরিচয় তুলে ধরেন।আমি পড়তে পড়তে দেখি, ছিয়ামের পরিচয়ও দেয়া! যেহেতু তার সম্পর্কে জানি না, সেহেতু আগ্রহের সাথে তার আত্মজীবনি পড়েছি।ওখানে তার সম্পূর্ণ নাম, শ্রেণি, জেলা, মনোভাব, জীবনের লক্ষ্য, প্রিয় উক্তিসহ ইত্যাদি ইত্যাদি তথ্য ছিল। প্রথম দিকে নবম শ্রেণিতে পড়ে বলে, ভাইয়া ডাকতাম।কিন্তু পরে জানি, ও আমার সমবয়সী। ১১. মুজাক্কির ভাই, একদিন তার সাথে কথা বলার মঝে বলি-"আপনার ফেসবুক আইডি লিংকটা দেন"।তারপর উনি তা দিলে ফেসবুকের মেসেঞ্জারেই তার পরিচয় লাভ করি।বর্তমানে তাকে জিজেতে না দেখতে পাওয়ায়, ফিরে আসতে বলছি। (চলবে)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now