বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বুক রিভিউ ঃঃ صلاة ركعتي

"বুক রিভিউ " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মফিজুল (০ পয়েন্ট)

X আমরা কি সত্যি সালাত আদায় করি নাকি শুধু উঠাবসা করি ? ইবাদাত করি না শরীর চর্চা করি?? প্রশ্ন দিয়ে বই শুরু। আমাদের জীবনের যাবতীয় কার্যকলাপ ও‌ আমাদের সালাতের চিত্র এঁকেছেন। আমার সালাত কি প্রাণবন্ত খুশু-খুজুর সহ? আমার সালাত কেন পাপ থেকে রক্ষা করে না? আমার সালাত কেন সালিহীনের পথে চালায় না? কেন ফিরি সবে কাবার দিকে? পাথুরে মূর্তি ভেবে? স্রষ্টা ভেবে? না, কখনও না, বরং সকল মুসলিম— কাছে হোক দূরে— সবাই একমুখী হয় শুধু এবং শুধু আল্লাহর আদেশ পালনার্থে। হোক সে পূর্বে, হোক সে পশ্চিমে, হোক সে উত্তরে, হোক সে দক্ষিণে আসমান-যমিনের সৃষ্টিকর্তার অভিমুখী হয়। { إني وجهت وجهي للذي فطر السماوات والارض} সকল কিছু তুচ্ছ জ্ঞান করে তাঁর দাসত্বের মহিমা স্বীকার করে— তাঁর বড়ত্বের ঘোষণা দিয়ে الله أكبر আত্মিক পবিত্রতা দৈহিক পরিচ্ছন্নতা অর্জন করে আমার রবের সামনে দাঁড়াচ্ছি। শুরুতে পবিত্রতা বর্ণনা করি, মানসপটে মানবীয় কোনো রূপে অঙ্কিত হওয়া থেকে— দেহবাদ আকিদা থেকে। سبحانك اللهم و بحمدك তারপর পানাহ চেয়ে সকল অনিষ্টতা থেকে বলি, اعوذ بالله من الشيطان الرجيم . আল্লাহর নামে শুরু কুরআনের প্রথম সুরা ফাতিহা। একটু অর্থ বর্ণনা ভিন্নভাবে তাদাব্বুর-তাআম্মুলের সাথে। নে'য়ামত-দয়া উপলব্ধি করিয়ে তারগিব-তারহিবের ছোঁয়া দিয়ে। আরো কত কিছু নিয়ে ছোট্ট বইটি। তারপর একটি ছোট্ট সুরা —الماعون। তিন স্তরের মানুষের ইঙ্গিত রয়েছে সুরাতে। কুরআনের মাধুর্য নিজ উপলব্ধি থেকে বলেছেন। স্বীকারোক্তি দিয়েছেন ভুল হতে পারে— তবে ক্ষমা প্রার্থী। শুদ্ধ হলে তাঁর মেহেরবানী। তারপর রুকু-সিজদাহ আমাদের নামাজে খুশু-খুজু চলে আবার আল্লাহর রড়ত্ব ঘোষণা দিয়ে নিজেকে স্মরন করিয়ে দেই, الله أكبر সিজদাহর মাধ্যমে পূর্ণ দাসত্ব প্রকাশ ও সর্বোচ্চ নৈকট্য অর্জন। বড়ত্ব বর্ণনা করে ওঠে আবার ফাতিহা। তারপর আরেকটি ছোট্ট সুরা— العصر। ছোট্ট ছোট্ট কয়েকটি আলোচনা। প্রথম দুটি পরে তিনটি শেষে ধৈর্য্য নিয়ে চারটি। . এত সুন্দর কীভাবে লেখে আল্লাহ জানে! তানতাবি তো তানতাবি হরফে হরফে সাহিত্য ফুল্কি। ইলমের ঝলকানি। ঐতিহ্যের হাতছানি। আল্লাহ তাঁর প্রতি রহম করুন। _____________________________________________ বই: صلاة ركعتين লেখক: আলী তানতাবি রাহি. সংগ্রহ: পিডিএফ পাঠপতিক্রিয়া: মুহাম্মাদ ইবনু ত্বয়্যিব তারিখ: ৩০-০৬-২০খ্রি. ০২:৫৫ দুপুর


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৪৫০ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now