বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
অচেনা মেয়েটি -
তিনমাস হয়ে গেছে।মেয়েটির দেখা আর পাইনি অরুনাভো। কাজের চাপে মেয়েটার কথা মন-মাথা থেকে বেড়িয়েও গেছে।কোয়েনার রোজকার ঝামেলা আর সহ্য করতে পারছেনা অরুনাভো।রোজ রাত্রে ঝগড়া তার মধ্যে ওর বাবা সম্বন্ধ দেখতে শুরু করে দিয়েছে এখন কারণ সে নাকি অরুনাভোকে আর বিশ্বাস করতে পারছেনা।আগেও তিনি অরুনাভোকে পছন্দ করতেন না সেনা কোয়েনা অরুনাভো দুজনে এখন জীবনে দাঁড়িয়েছে আর কোয়েনার মায়ের চাপে এ কটা দিন বসেছিলেন তবে মেয়ের বয়স বেড়ে যাচ্ছে আর দেরি করলে কী জানি মেয়েকে একাই ফেলে চলে যেতে হয়।তাই তিনি মেয়ের বিয়ের জন্য উঠে পরে লেগেছেন।মনে মনে তিনি অবশ্য খুশিও অরুনাভোর উদাসীনতায়।কিন্তু এদিকে বিয়ে নিয়ে একদিকে কোয়েনা চাপ দিচ্ছে আর অন্যদিকে অরুনাভোর পরিবার।কোয়েনাকে
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ...