বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
একদেশে ছিল এক পাঠক তাকে পাঠক বললে ভুল হবে সে কারণ তিনি এখন আর পাঠ করে না পাঠ করায় তাই পাঠকের জন্য পান্ডুলিপি তৈরি করে পাঠ লেখকের প্রথমে যাওয়া যাক সে কোনো রুপকথা নয় এ এক ডাহা সত্যি কথা একদিন পাঠক আরেক পাঠকে বলল এমন কোনো গল্পের দুনিয়া আছে কি যেখানে অনলাইন অফলাইন দুই লাইনেইইই গল্প পড়া যায় অন্য পাঠক তার বুক পকেটে থেকে ফোন বের করে ফ্রি বেসিক বের করে গল্পের ঝুড়ির পৃষ্ঠায় নিয়ে গেলো তা পাঠকের ভালো লাগলো সেই পাঠকের আবার ওমন মোবাইল ছিল না এখন সে কি করবে ভেবে পায় না তাই যে পাঠক ওকে গল্পের ঝুড়ির সন্ধান দিয়েছিলো ওকে বিভিন্ন শ্রেনীর গল্প লিখে পাঠাতো আর ঐ পাঠক গল্পের ঝুড়ির পৃষ্ঠায় লিখে দিতো একটা সময় গল্পের ঝুড়ির যারা প্রধান কর্মকর্তা ছিলো তাদের ভালো লেগে গোলো এবং যোগাযোগ করে তার সাথে দেখা সাক্ষাৎ করে তার লেখক হবার পথচলা সুন্দর করে দিতে তারা ভালো ফোন উপহার দিলো এখন সেই পাঠক আর কেউ নন তা হলো আমি নিজে কাওছার
(গল্পটা কাল্পনিক কেউ সিরিয়াসলি নিবেন না প্লীজ)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ...