বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
হ্যারি পটার সিরিজ বাদ দিলে উইজার্ডিং ওয়াল্ড এর আমাদের অন্যতম প্রিয় সিরিজ হচ্ছে ফ্যান্টাস্টিক বিস্টস সিরিজ। কিন্তু এত জনপ্রিয় আর ভালো লাগার পরেও এই সিরিজ এর ভিতরে থেকে গিয়েছে বেশ কিছু প্লটহোল এবং মিস্টেক। আজ এমনি কয়েকটি প্লটহোল অথবা মিস্টেক নিয়ে আলোচনা করব৷
১। Accio Niffler ? ????
আমরা সবাই চার্ম এর বেসিক রুলস গুলো জানি কি? না জানলে আমার নিজেরই বিশাল একটা ব্লগ রয়েছে এ সম্পর্কে, চাইলে গ্রুপ থেকে পড়ে নিতে পারেন। তো, চার্ম এর বেসিক রুলস হচ্ছে এটা কোনো জীবন্ত প্রাণীর উপরে কাজ করেনা। কিন্তু ফ্যান্টাস্টিক বিস্টস এ আমরা দেখি Newt scamander চার্ম এর বেসিক রুলস ভুলে Accio চার্ম এর মাধ্যমে Niffler কে কাছে টেনে নেয়৷ কিন্তু কিভাবে?
২। Blood pact !!!
Fantastic beasts and crimes of grindelwald মুভিটি দেখার সময়ে ঘুরেফিরে একটা কথাই সবার মাথায় আসছিলো, কেন ডাম্বলডোর ফাইট করছে না গ্রিন্ডেলওয়ান্ড এর সঙ্গে? কেন কেন কেন? অবশেষে মুভির একদম শেষে সবাই জানতে পারে, কারণটি ছিল Blood pact।
এখন আমার প্রশ্ন হচ্ছে ঠিক কবে বনানো হয়েছিল এই Blood pact, যখন তারা দুজনে বন্ধু ছিলেন? কিন্তু সেটা তো কোনো ভাবেই সম্ভব নয়, কারণ আমরা সবাই জানি 1899 সালে ডাম্বলডোর এবং গ্রিন্ডেলওয়াল্ড এর মাঝে একটা ডুয়েল হয় এবং সেই ডুয়েল এ ই ডাম্বলডোর এর বোন এরিয়ানা মারা যায়। এর ফলে দুই বন্ধুর মাঝে বন্ধুত্বের ইতি ঘটে আর শুরু হয় শত্রুতা৷
এখন যদি, blood pact 1899 সালের আগেই বানানো হয়ে থাকে, তবে কিভাবে তারা ডুয়েল লড়তে সক্ষম হলেন? আর এটাও তো পসিবল না যে তাদের মাঝে শত্রুতা তৈরি হবার পরে তারা আবার blood pact তৈরি করলেন। ????
৩। Defence Against the Dark Arts Teacher!!!
ফ্যান্টাস্টিক বিস্টস মুভি সিরিজ এ আমরা দেখতে পাই ডাম্বলডোরকে ডিফেন্স এগেইন্টস ডার্ক আর্টস এর টিচার হিসেবে। কিন্তু কম বেশি আমরা সবাই জানি এবং আগের সব সোর্স, ডকুমেন্টস অনুযায়ী তিনি হেডমাস্টার হওয়ার আগ পর্যন্ত Transfiguration এর টিচার ছিলেন। তাহলে কেন তাকে এখন আবার ডার্ক আর্টস এর টিচার দেখানো হচ্ছে?
৪। অধ্যাপক ম্যাকগোনাগল এর বয়স ????
অর্ডার অফ দ্য ফিনিক্স অনুয়ায়ী, প্রফেসর ম্যাকগোনাগল ৩৯ বছর যাবত হগওয়ার্টসে শিক্ষকতা করছেন। অর্ডার অফ দ্য ফিনিক্স এর চলমান সাল তখন ১৯৯৫। তাহলে হিসাব অনুযায়ী ৩৯ বছর আগে সাল ছিল ১৯৫৬। তারপর আরো অনেক সোর্স অনুয়ায়ী এই তথ্যও সামনে আসে যে হগওয়ার্টস থেকে পড়াশুনো শেষ করার ঠিক সাথে সাথেই ম্যাকগোনাগল মিনিস্ট্রি জইন করেন এবং ওখানে দুবছর কাজ করে হগওয়ার্টস এ শিক্ষিকা হিসেবে ফিরে আসেন৷ তাহলে সময় আরো দুবছর পিছিয়ে ১৯৫৪ হল৷ হগওয়ার্টসে পড়াশুনো শেষ করতে সময় প্রয়োজন ৭ বছর। এই সাত বিয়োগ করলে থাকে ১৯৪৭। অর্থাৎ ম্যাকগোনাগল ১৯৪৭ সালে হগওয়ার্টসে ভর্তি হয় পড়াশুনোর জন্য। আর এটা আমরা সবাই ই জানি যে ১১ বছর বয়সে হগওয়ার্টসে ভর্তি হতে হয়। তাহলে এখন কি দাড়াচ্ছে, প্রফেসর এর জন্মসাল কত? ১৯৩৬ সাল।
কিন্তু ম্যাকগোনাগল কে ফ্যান্টাস্টিক বিস্টস মুভিতে হগওয়ার্টসে পড়তে কিংবা পড়াতে দেখা যায়, এখং খুব স্পষ্ট ভাবেই দুবার। তখন টাইমলাইন ছিল ১৯২৭ সালের। অনেকে বলতে পারেন ওটা ম্যাকগোনাগল এর দাদি হতে পারেন, কিন্তু সেটাও পসিবল নয়। কারণ ম্যাকগোনাগল হাফ ব্লাড ছিলেন, যেখানে তার বাবা মাগল ছিলেন৷ আর এটা স্বাভাবিক যে Surname পিতার থেকেই আসে। তাহলে জন্ম হওয়ার আগে আমাদের প্রফেসর হগওয়ার্টসে কি করছিলেন :3
আজকের মত তাহলে এটুকুই থাক৷ পরে আবার হবে, টাটা ^^
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now