বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

হিরোসিমা ও নাগাসাকি

"যুদ্ধের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান শিমুল (০ পয়েন্ট)

X এই ঘটনাটা খুবই মর্মান্তিক ঘটনা।এটি পৃথিবীর সবথেকে বড় হত্যাকাণ্ড।অ্যামেরিকা তখন জাপানের হিরোসিমা আর নাগাসাকি তে দুইটি তেজস্ক্রিয় বোমা হামলা করে।প্রথম বোমাটি ছিল একটি পরিশুদ্ধ ইউরেনিয়াম-235 দ্বারা তৈরি তেজস্ক্রিয় বোমা।অ্যামেরিকা থেকে একটি বোমযান উড়ে গিয়ে আকাশের 1200 ফুট উপরে ফেটে যায় এবং সাথে সাথেই 250000 মানুষ মারা যায়।ইউরেনিয়াম এর চেইন রিঅ্যাকশন শুরু হয় আর তেজস্ক্রিয়তার।ফলে অনেক মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়।এই বোমার নাম ছিল লিটল বয়।এরপরে অ্যামেরিকা আরেকটি বোমা আবিষ্কার করে যা হিরোসিমা বোমার থেকে বেশি শক্তিশালী।সেই বোমার নাম ছিল ফ্যাট ম্যান।বোমাটি তৈরি ছিল পরিশুদ্ধ প্লোটেনিয়াম-238 দ্বারা।সেই বোমা জাপানের টৌকিয় শহরে ফেলবে কিনতু প্রতিকূল আবহাওয়ার জন্য নাগাসাকির দিকে ঘুরে যায়।কিন্ত ভৌগলিক অবস্থার কারনে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি তবুও সাথে সাথে 70000 মানুষের মৃত্যু হয়।এই বোমার ক্ষয়ক্ষতির থেকে ভয়ংকর ছিল অ্যামেরিকান দের চুপ থাকা।তারা বলেছিল এটা একটা সাধারণ এটম বোমা যার কারনে আরও মানুষ মৃত্যুর কবলে পড়েন।পরে সোভিয়েত ইউনিয়ন তাদের থেকে শক্তিশালী বোমা বানাতে সক্ষম হয়।বর্তমানে পৃথিবীতে এত পরিমান বোমা আছে যা পৃথিবীকে 13 বার ধংস করতে পারে।তাই আমাদের সকল বোমা নিষ্ক্রিয় করে ফেলা উচিত যাতে পৃথিবী একটি শান্তির জায়গা হয়ে উঠতে পারে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৭৯২ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now