বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
অ আমরা পৃথিবীতে বাস করি তবু আমরা পৃথিবীর অনেক তথ্য জানি না। চলুন আজ জেনে নেই পৃথিবী সমপর্কে কিছু তথ্য:---[১] পৃথিবী যদিও নিজ অক্ষে ১০০০ মাইল বেগে ঘোরে। কিন্তু সুপার গতিতে প্রায় ৬৭০০০ হাজার মাইল বেগে এগিয়ে চলে। ২-- পৃথিবীতে বছরে প্রায় ১০০০০০০ বার ভূমিকম্প হয়। এবং প্রতি সেকেন্ডে প্রায় ১০০ বজ্রপাত পৃথিবীতে হয়। ৩-- বজ্রপাতে প্রতি বছর প্রায় ১০০০ লোক মারা যায়। ৪-- এযাবত কালের সবচেয়ে বড় গাছটি হল একটি অস্ট্রেলিয়ান ইউক্যালিপটাস গাছ যার উচ্চতা প্রায় ৪৩৫ ফুটের মতো। Electric ইল মাছ প্রায় ৬৫০ ভোল্টের শক দিতে পারে। ৫-- ১৯৬২ সালে প্রথম টেলিফোন ও টিভি সিগন্যাল রিলেতে সক্ষম উপগ্রহ টেলস্টার উৎক্ষেপন করা হয়। ৬-- কুকুরের গন্ধ শোকার ক্ষমতা মানুষের চাইতে এক হাজার গুন বেশি। ৭-- মধ্যাকর্ষন শক্তি থেকে বের হতে একটি রকেটকে সেকেন্ড সাত মাইল গতিতে চলতে হয়। ৮-- কিছু বাঁশের প্রজাতি দিনে তিন ফুট করে বাড়ে। ৯- পৃথিবীর কেন্দ্রের তাপমাত্রা ধরা হয় ৫৬০০ ডিগ্রি সেলসিয়াস। ১০- প্রথম বাইসাইকেল তৈরি হয় ১৮১৭ সালে। মানব হার্টে দিনে প্রায় এক লক্ষ বার সপ্নদিত হয়। ১১- মাথা ছাড়া তেলাপোকা নয় দিন বাচতে পারে। ১২-- প্রথম অ্যালার্ম ঘড়ি তৈরি হয় সাড়ে তিন হাজার বছর আগে মিশরে। ১৪-- একটি রাবার অনুতে প্রায় ৬৫০০০ হাজার পরমাণু থাকে। ১৫-- একটি জিরাফ দিনে বিশ মিনিট ঘুমায়। এরা দুই ঘন্টাও ঘুমায় কিন্তু তা খুব বিরল। ১৫- সারা শরীর ঘুরে আসতে একটি রক্ত কোষের এক মিনিট সময় লাগে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ...