বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

জিজের নায়ক-নায়িকার দার্জিলিং ভ্রমণ (পর্ব - ৪)

"ভ্রমণ কাহিনী" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মোঃ আনিছুর রহমান লিখন (০ পয়েন্ট)

X শিলিগুড়ি থেকে দার্জিলিং দিকে রওনা দেওয়ার সময় থেকেই পাহাড় গুলো দেখা যাচ্ছিল। যেন পাহাড় গুলো আমাদের ডাকছে। পাহাড় গুলোর উপরেই দার্জিলিং। অনেক উপরে। নিচ থেকে যে পাহাড়টি দেখি, ঐ পাহাড়টির চূঁড়ায় উঠলে নতুন পাহাড়ের চূঁড়া দেখা যায়। তারপর ঐটার উপর ও উঠি, তারপর আরেকটা চূঁড়া।এভাবেই উপরের দিকে উঠতে থাকি। শিলিগুড়ি থেকে আঁকাবাকা পাহাড়ি রাস্তায় চলতে থাকে বাসটি। পাহাড়ি রাস্তা গুলোর মোড় গুলো কেমন ভয়ঙ্কর। পাশে তাকালেই পাহাড়ের পাদদেশ। কোন ভাবে পড়লে নিজেকে খুঁজে পাওয়া যাবে না। কেউ মনে হয় খুঁজতেও আসবে না। শিলিগুড়ি থেকে আট ঘন্টার দীর্ঘ ভ্রমণ শেষে আমরা দার্জিলিং এসে পৌঁছায়। এখন রাত সোয়া আটটার মতো। পর্যটন কেন্দ্রগুলোতে ভীড় কমেছে। তবে দার্জিলিং কে যেন এক মায়াবতী রূপসী মনে হচ্ছে। আমাদের জন্য একটি হোটেল বরাদ্দ করা হয়েছিল আগে থেকেই। এর সমস্ত কিছুই ঠিক করে রেখেছিল আমাদের সাইমন জাফরি ভাইয়া। সিঁড়ি বেয়ে উপরে উঠে এলাম। তাহিরা হোটেলের সব কিছুর দিক নির্দেশনা দিচ্ছে। আমরা রুমে চলে যাই সবাই। হাউস কিপিং এসে বলে গেল যে কোন সমস্যা হলে তাকে যেন আমরা ডাকি। দার্জিলিং বিশেষত একটা ঠান্ডা জায়গা। এখানে সবাই আঁচ করতে পারল। শীতে সবাই জড়োসড়ো হয়ে আছে। হৃদয় রুমে ডুকেই বাথরুমে চলে গেল। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিবে সে। হৃদয়ঃ ও আল্লাগে আমি শেষ! কি ঠান্ডা পানি গো আল্লাহ! রনিঃ হৃদয় ভাই কি হয়েছে আপনার? হৃদয়ঃ রনি ভাই পানি যে বরফের মতো ঠান্ডা তা জানা ছিল না। আমিঃ Don’t worry, হৃদয়। এখানে গরম পানিরও ব্যবস্থা আছে। পাশের ঐ বাটন চেপে গরম পানির ট্যাপ অন করে দাও। ব্যাস, গরম পানি হাজির। হৃদয়ঃ ধন্যবাদ আনিছ ভাই। না হলে তো জমেই যেতাম। দার্জিলিং এ প্রচুর ঠান্ডা হয়। কখনো কখনো তুষারপাতও হয়। কেউ বাইরে যেতে চাইলে গরম কাপড় সাথে রাখতে হবে। রনিঃ ভাই হোটেলে থাকতে ইচ্ছে করছে না। চলুন না একটু ঘুরে আসি কাছাকাছি কোথাও থেকে। আমিঃ এখন না বের হওয়ায় উত্তম। আমরা দীর্ঘ একটা জার্নি করে এসেছি, আমাদের উচিত রেস্ট করা। চলো বারান্দায় বসে সময় কাটাই। হৃদয়ঃ আনিছ ভাই যা বলছে ঠিকই। রনি চলো ফ্রি ফায়ার খেলি। শুরু হলো আমাদের যুদ্ধ। শুধু গোলাগুলির শব্দ। প্রায় ঘন্টা তিনেক পর পরিবেশ শান্ত হলো। আসলে ফ্রি ফায়ার গেইম বের হলাম তাই!!! হায় রে একি হলো!! যুদ্ধ জয়ের পর প্রিয়তমার মুখ ভেসে উঠল। কি আর করব? যুদ্ধ জয়ের পর প্রেমিক পুরুষ আরো উত্তাল নায়ক হয়ে গেলাম আমরা তিন। আমি, মফি ও ইমরান। চলবে....


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ১৩০৩ জন


এ জাতীয় গল্প

→ জিজের নায়ক-নায়িকার দার্জিলিং ভ্রমণ (শেষ পর্ব)
→ জিজের নায়ক-নায়িকার দার্জিলিং ভ্রমণ (পর্ব - ৭)
→ জিজের নায়ক-নায়িকার দার্জিলিং ভ্রমণ (পর্ব - ৬)
→ জিজের নায়ক-নায়িকার দার্জিলিং ভ্রমণ (পর্ব -৫)
→ জিজের নায়ক-নায়িকার দার্জিলিং ভ্রমণ ( পর্ব - ৩)
→ জিজের নায়ক-নায়িকার দার্জিলিং ভ্রমণ ( পর্ব - ২)
→ জিজের নায়ক-নায়িকার দার্জিলিং ভ্রমণ (পর্ব - ১)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now
  • ★★Samir★★
    User ৩ বছর, ১২ মাস পুর্বে
    সু-স্বাগতম ভাইয়াgjgjgj

  • মোঃ আনিছুর রহমান লিখন
    Golpobuzz ৩ বছর, ১২ মাস পুর্বে
    ধন্যবাদ @ সামির gj

  • ★★Samir★★
    User ৩ বছর, ১২ মাস পুর্বে
    wowwowwow... ....... Niceeeeeegj

  • মোহাম্মদ মফিজুল হোসেন
    Golpobuzz ৩ বছর, ১২ মাস পুর্বে
    gjgjgjwowwowwow আল্লাহরকি মহিমা wow

  • মোহাম্মদ মফিজুল হোসেন
    Golpobuzz ৩ বছর, ১২ মাস পুর্বে
    আলহামদুলিল্লাহআমার সমস্যাঠিকহইছে যখনই বলছি জুটি বাদ দিব তখনই ঠিকহইছে wow

  • মোহাম্মদ মফিজুল হোসেন
    Golpobuzz ৩ বছর, ১২ মাস পুর্বে
    ঠিক আনিছ ভাইgjআচ্ছা

  • মোঃ আনিছুর রহমান লিখন
    Golpobuzz ৩ বছর, ১২ মাস পুর্বে
    গেস্ট গল্পেে যাও।

  • Md.sAiM aRaFAt
    User ৩ বছর, ১২ মাস পুর্বে
    Thanks and bye....@আনিছুর ভাই

  • মোঃ আনিছুর রহমান লিখন
    Golpobuzz ৩ বছর, ১২ মাস পুর্বে
    গল্প শেষ হয়ে যাবে। মানে শেষ করে দিব। আর জিজের এসব নিয়ে লিখব না। @ মফি।

  • Tuba Rubaiyat
    User ৩ বছর, ১২ মাস পুর্বে
    গেস্ট গল্পে চল এটা ইউজার গল্প

  • গুন্ডা-মাস্তান[মফিজুল]
    Golpobuzz ৩ বছর, ১২ মাস পুর্বে
    হুম ঠিক আনিছুর রহমান ভাই gj gj gj

  • মোঃ আনিছুর রহমান লিখন
    Golpobuzz ৩ বছর, ১২ মাস পুর্বে
    ভাই আমি আপনাকে প্রেমের ফাঁদে ফেলি নি। @ সাইম।

  • গুন্ডা-মাস্তান[মফিজুল]
    Golpobuzz ৩ বছর, ১২ মাস পুর্বে
    আচ্ছা আনিছুর রহমান

  • গুন্ডা-মাস্তান[মফিজুল]
    Golpobuzz ৩ বছর, ১২ মাস পুর্বে
    আচ্ছা আনিছুর রহমান ভাই এটা ঠিক আচ্ছা রমজান কেটে গেলে প্রেম ভালোবাসার জুটি দিলে কেমন হয়gj

  • মোঃ আনিছুর রহমান লিখন
    Golpobuzz ৩ বছর, ১২ মাস পুর্বে
    আমি শুধু সাইমকে বই পড়ুয়া হিসেবে দিছি। আর কোন কথা না। আর কোন চরিত্র নাই। এখন শুধু দার্জিলিং এর বর্ণনা থাকবে।

  • Md.sAiM aRaFAt
    User ৩ বছর, ১২ মাস পুর্বে
    That's good....বই যেখানে থাকবে সেখানে আমি যাই হয়ে যাক থাকবই তবে ভাই,প্লীজ আমাকে এসব প্রেমের ফাঁদে ফেলবেন না।আমি এসব একদম পছন্দ করি না। বই দিয়ে যা ইচ্ছা তাই করুনgj@আনিছ ভাই

  • মোঃ আনিছুর রহমান লিখন
    Golpobuzz ৩ বছর, ১২ মাস পুর্বে
    রমজান মাস কোন চরিত্র থাকবে না। @ মফি। থাকলে নো ভালবাসা, নো প্রেম।

  • M.H.H.RONI
    Golpobuzz ৩ বছর, ১২ মাস পুর্বে
    না আরাফাত ভাইকেই এসব কেরেক্টার দিতে হবেgj

  • মোঃ আনিছুর রহমান লিখন
    Golpobuzz ৩ বছর, ১২ মাস পুর্বে
    তুমিও আছো তবে আরিফ আজাদ এর সমস্ত বই তোমাক দিছি। তুমি পড়তেছো। আর আমাকে বলছো। বই গুলো ভাল ছিল। এতটুকুই তোমারে দিছি।@ সাইম।

  • sushmita
    User ৩ বছর, ১২ মাস পুর্বে
    হ‍্যা আপনি জায়গার বর্ননাই দেন

  • গুন্ডা-মাস্তান[মফিজুল]
    Golpobuzz ৩ বছর, ১২ মাস পুর্বে
    ইসরাত আপু আর ইমরান ভাই কে নিয়েন gj #আনিছ ভাই

  • মোঃ আনিছুর রহমান লিখন
    Golpobuzz ৩ বছর, ১২ মাস পুর্বে
    আজকের পার্টের চরিত্র আছে। আগামী পার্ট এ থাকবে না। আমার, তাহিরা, সাইমন জাফরি ভাইয়া চরিত্র থাকবে শুধু।

  • Md.sAiM aRaFAt
    User ৩ বছর, ১২ মাস পুর্বে
    ভাই, যাই করেন না করেন,,,আমাকে এসব কেরেক্টারে ভুলেও নিয়েন না@আনিছ ভাই....gj

  • গুন্ডা-মাস্তান[মফিজুল]
    Golpobuzz ৩ বছর, ১২ মাস পুর্বে
    তোকে কই বিপদ এ ফেললাম তোর মিংগেল হওয়ার এত শখ থাকলে অন্য কাউকে ধর আর আনিছ ভাই আমি বাদ যাব তাতে কি হয়েছে অন্যরা তো আছে তাদের নিয়ে চালিয়ে যান

  • গুন্ডা-মাস্তান[মফিজুল]
    Golpobuzz ৩ বছর, ১২ মাস পুর্বে
    রাজি ছিলাম তবে এখন রাজি নাই gj আরকি মোবাইলসহ অন্যান্য পেরেশানিতে আর ভালো লাগছেনা এসব। আগে কি জানতাম এমন হবে@সুস্মিতা

  • মোঃ আনিছুর রহমান লিখন
    Golpobuzz ৩ বছর, ১২ মাস পুর্বে
    ভাই কারো মন খারাপ করা দরকার নাই। আমি আর চরিত্র নিয়ে লিখব না। আগামী পার্ট শুধু জায়গার বর্ণনা থাকবে। @ মফি @ সুস্মিতা। আমার কথা কি ঠিক আছে?

  • sushmita
    User ৩ বছর, ১২ মাস পুর্বে
    মাঝে এসে আমাকে বিপদে ফেললি কেন

  • গুন্ডা-মাস্তান[মফিজুল]
    Golpobuzz ৩ বছর, ১২ মাস পুর্বে
    আচ্ছা আমি গেলাম আমার ভালো লাগছেনা বাই বাই ✋ ✈

  • sushmita
    User ৩ বছর, ১২ মাস পুর্বে
    তুই রাজি না আগে থেকেই বলতে পারতি

  • গুন্ডা-মাস্তান[মফিজুল]
    Golpobuzz ৩ বছর, ১২ মাস পুর্বে
    সুস্মিতা অন্য কাউকে ধর তুই যদি সিঙ্গেল হতে না চাস তাহলে অন্য কাউকে ধর আমি জুটি থেকে বাদ যাব

  • গুন্ডা-মাস্তান[মফিজুল]
    Golpobuzz ৩ বছর, ১২ মাস পুর্বে
    হুম দেখান সমস্যা কি আমি ওইসব নায়ক নায়িকাতে নাই ওইসময় রাজী হয়েছিলাম সুস্মিতার দুঃখ দেখে পরে ও বলছিল যে মফিজুল যদি রাজি হতে না চায় তাহলক তাকে নেওয়ার দরকার নাই তখন আমি ইকটু আপসেট হয়েছিলাম কিন্তু এখন ভালো লাগেনা এসব আমাকে সিঙ্গেল পার্ট দেন আর এমনেতেই মন মেজাজ ভালো না

  • sushmita
    User ৩ বছর, ১২ মাস পুর্বে
    আমি কি তাহলে সিঙ্গেল হয়ে যাব?

  • মোঃ আনিছুর রহমান লিখন
    Golpobuzz ৩ বছর, ১২ মাস পুর্বে
    আগেই বলেছিলাম। কিছু একটা করো মফি। এখনতো আমি কি করব? সুস্মিতা কি বলে? গল্পে কি ব্রাকআপ দেখাব?

  • sushmita
    User ৩ বছর, ১২ মাস পুর্বে
    কেন রে মফি

  • গুন্ডা-মাস্তান[মফিজুল]
    Golpobuzz ৩ বছর, ১২ মাস পুর্বে
    HHmm একই সিয়াম ভাই তবে মাঝেমাঝে রনি ভাই ওই আইডিতে যায় কারণ আমিই বলি যেতে আমার সমস্যার জন্য সে ওইখানে যেয়ে দেখে যে কি সমস্যা হয়েছে

  • গুন্ডা-মাস্তান[মফিজুল]
    Golpobuzz ৩ বছর, ১২ মাস পুর্বে
    ভাই আমার না আর এই দার্জিলিং ভ্রমণ এ সুস্মিতার সাথে আমার জুটি ভালো লাগছেনাweepweep

  • SIAM
    User ৩ বছর, ১২ মাস পুর্বে
    অ আচ্ছা এই মফিজুল হোসেন আর গুন্ডা মফিজুল কি এক????

  • মোঃ আনিছুর রহমান লিখন
    Golpobuzz ৩ বছর, ১২ মাস পুর্বে
    আমি না কিছু বুঝতেছি না মফিজুল।

  • sushmita
    User ৩ বছর, ১২ মাস পুর্বে
    ও আচ্ছা

  • মোঃ আনিছুর রহমান লিখন
    Golpobuzz ৩ বছর, ১২ মাস পুর্বে
    দিয়েছি তো সুস্মিতা। মনে হয় বিকেলে পাবলিশ হবে।@ সুস্মিতা।

  • গুন্ডা-মাস্তান[মফিজুল]
    Golpobuzz ৩ বছর, ১২ মাস পুর্বে
    সরি ভাই নেটের জনএআবার একই কমেন্ট দুইবার হইছে

  • [মোহাম্মদ মফিজুল হোসেন ]
    Golpobuzz ৩ বছর, ১২ মাস পুর্বে
    প্লিজ আনিছ ভাই এই উপকারটা করেন gj

  • মোঃ আনিছুর রহমান লিখন
    Golpobuzz ৩ বছর, ১২ মাস পুর্বে
    তাহলে মফি আর আমি বুঝতে পারছি না কি বলব তোমায়?

  • sushmita
    User ৩ বছর, ১২ মাস পুর্বে
    ভাইয়া পরের পর্ব কবে দিবেন?

  • মোহাম্মদ মফিজুল হোসেন
    Golpobuzz ৩ বছর, ১২ মাস পুর্বে
    কই ভাইকিছুই তো হয় নাই

  • মোঃ আনিছুর রহমান লিখন
    Golpobuzz ৩ বছর, ১২ মাস পুর্বে
    শুনো মফি দেখো স্ক্রিনে বাম পাশে একটা গোল আইকন আছে। যেখানে নোটিফিকেশনের সংখ্যা দেখা যায়। ওখানে ক্লি করো। দেখবে M N O R লেখা আছে। তুমি M এ ক্লিক করো। এটা অ্যাপ থেকে করো।

  • গুন্ডা-মাস্তান[মফিজুল]
    Golpobuzz ৩ বছর, ১২ মাস পুর্বে
    আছে কিন্তু ওইটা দিয়েও হয়নাgj

  • মোঃ আনিছুর রহমান লিখন
    Golpobuzz ৩ বছর, ১২ মাস পুর্বে
    আচ্ছা। ফ্রী ব্যসিক অ্যাপ তো আছে।

  • গুন্ডা-মাস্তান[মফিজুল]
    Golpobuzz ৩ বছর, ১২ মাস পুর্বে
    না গো ভাই ওইটা থাকলে তো ভালোই হইত আর সেটিং এর মাধ্যমে এ নাকি আানা যায় কিন্তু আমার মোবাইল এর সেটিং ভালো না

  • মোঃ আনিছুর রহমান লিখন
    Golpobuzz ৩ বছর, ১২ মাস পুর্বে
    তোমার কি ক্রোম ব্রাউজার আছে?

  • মোহাম্মদ মফিজুল হোসেন
    Golpobuzz ৩ বছর, ১২ মাস পুর্বে
    সমস্যা অনেক এখন কারো নামেরওপরক্লিককরতে পারিনা আর ক্লিককরতেনা পারলে মেসেজ দিব কিভাবে দুইদিনপর পর আমার মোবাইলএ সমস্যাহয়weepweep

  • মোঃ আনিছুর রহমান লিখন
    Golpobuzz ৩ বছর, ১২ মাস পুর্বে
    মফি কি সমস্যা?

  • গুন্ডা-মাস্তান[মফিজুল]
    Golpobuzz ৩ বছর, ১২ মাস পুর্বে
    না ভাই আরকি নেটের সমস্যার জন্য ওই কমেন্ট দুইবার হইছে

  • মোঃ আনিছুর রহমান লিখন
    Golpobuzz ৩ বছর, ১২ মাস পুর্বে
    কি উপকার @ মফিজুল

  • গুন্ডা-মাস্তান[মফিজুল]
    Golpobuzz ৩ বছর, ১২ মাস পুর্বে
    ইয়ে মানে আপু আমার মোবাইল এ প্রচুর সমস্যা ফ্রী বেসিক ওয়েবসাইট, ফ্রী বেসিক, গল্প এর ঝুড়ি এ্যপ কিছু দিয়েই সমস্যা সমাধান হচ্ছে না এমনকি ব্রাউজার দিয়েও না আমি কারো নামের ওপর ক্লিক করতে পারিনা আর নামের ওপর ক্লিক করতে না পারলে বার্তা দিব কিভাবে রিপোর্ট করছি দেখি কি হয় আমার ফোনেই কেন এত সমস্যা weepweep