বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
{শার্লক হোমস}
{১}
আমার নোট বই বলছে ঘটনাটা ১৮৯২ সালের। মার্চ মাসের শেষের দিকের ঠান্ডা একদিন। লাঞ্চে বসে ছিলাম আমি আর হোমস। এমন সময় একটা তার এলো বন্ধুর
কাছে। সে ওটা পড়ে ঝটপট একটা জবাব লিখে দিল। এর পর আর ব্যাপারটা টুঁ শব্দ
ও করেনি। তবে খাওয়ার পর ফায়ার প্লেসে
বসে পাইপ টানতে টানতে চিন্তায় মগ্ন হয়ে গেল ধোয়ার ফাকে ফাকে দেখছে তারবার্তা টা
হঠাৎ আমার দিকে ফিরল ও চোখে দুস্টুমির
ঝিলিক। মিটিমিটি হাসতে হাসতে বলল
"ওয়াটসন তুমিতো জ্ঞানী লোক। বলোতো
Grotesque শব্দ টার মানে কী ?"
"অদ্ভুত , চমকপ্রদ" বললাম আমি।
সজ্ঞা টা পছন্দ হলো না বন্ধুর। মাথা নেড়ে
বলল "উহু ঠিক জুত সই জবাব হলো না বন্ধু
এই শব্দ টার অর্থ এত সাদাসিধে না। শব্দ
টা এর চাইতেও ভয়ানক গম্ভীর আর ট্র্যাজিক
একটা ভাব বহন করে। "টেলিগ্রামে আছে নাকি শব্দ টা ?" জানতে চাইলাম আমি।
টেলি গ্রামটি পড়ে শোনাল ও
"এই মাত্র অবিশ্বাস্য ও উদ্ভট [Grotesque] একটা অভিজ্ঞতা হয়েছে।
আপনার পরামর্শ পেতে পারি"
-স্কট একলস , পোস্ট অফিস , চ্যারিং
ক্রস।
"পুরুষ না মহিলা " জানতে চাইলাম আমি।
"পুরুষ। মহিলারা কোন সময় রিপ্লাই পেইড
টেলিগ্রাম পাঠায় না ভাই তারা নিজে চলে
আসে।
"দেখা করবে।"
"ওয়াটসন জানই তো কর্নেল ক্যারাথার্সকে
চোদ্দ শিকে পোরার পর থেকে আর কোনো
কেস পাই নি। নিষ্কর্মা শুয়ে বসে থাকতে আর ভাল্লাগেনা ভাই। সেজন্য লোকটাকে আসতে
বলে দিয়েছি। ওই শোন চলেই এসেছে বোধহয়।
[ বাকিটা ২ পর্বে ...........]
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now