বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
রাতে আমি এবং আমার বন্ধু হাটছি। দুই জন গল্প করছি।
বন্ধুঃআরে প্রেম কি জিনিস জিবনে দেখলাম না। আমার জিবনে সব করছি। কিন্তু প্রেমটা করতে পারি নি।
আমিঃ আরে আপেক্ষা কর পাইবি।সবুরে মেওয়া ফলে।
বন্ধুঃআমার কপালে মেওয়া আর মেয়ে কিছুই জুটবে না
আমিঃকপালে জুটবে কি করে।তুই তো ভালো মানুষ ।
বন্ধুঃ এতো দিনে বুঝতে পারছিস। আরে জ্ঞানি লোক দেখতে পাচ্ছু না।
আমিঃ ও আমি তো ভুলেয় গেয়েছিলাম তুই তো মহা জ্ঞানি।
বন্ধুঃথাক আর পাম দিতে হবে না। আমি অলরেডি ফুলে গেছি।
আমিঃপাম কেন আইননিস্টাইন তো তার থিওরি অফ রিলেটিভিটি বের করতে তোর বুদ্ধি নিয়েছিল।
বন্ধুঃআর নিউটন কে বাদ ফালালি কেন।
আমিঃও সরি।আর হকিং তো তোর কাছে গিয়েছিল
বন্ধুঃআরে আমি তখন ঘুমাচ্ছিলাম তখন বলল এই উঠ আমি হকিং। আমার তো চোখ কপালে উঠে ছিল
আমিঃতখন তুই জন্ম নিস নি তো
বন্ধুঃআরে আমার মায়ের পেটে থাকা কালিন।
আমিঃ তোর মাও তো হয় নি
বন্ধুঃএগুলা বাদ দে। এগুলা বলতে গেলে দিন হয়ে যাবে
আমি আগে আগে জাচ্ছিলাম
বন্ধুঃআগে গেলে বাঘে খায় পিছে গেলে সোনা পায়
আমিঃতুই তো জ্ঞানি তাই পেতেও পারিস
বন্ধুঃএই থাম
আমি কি হলো
বন্ধুঃ আমি পেয়েছি
আমিঃকি?
বন্ধুঃএই একটা বাক্সের উপর পা পরেছে। সাথে একটা ব্যাগ।
আমিঃ ওগুলো ময়লা আবর্জনা হতে পারে
বন্ধুঃযেখানে দেখিবে ছাই। কুরিয়ে লয়িবে তাই। পাইলেও পাইতে পার অমুল্য রতন
আমিঃআমি দারিয়ে আছি।তুই যা করিস কর
বন্ধুঃসে বাক্সে হাত দিল তার পর বাক্স খুলল বন্ধু রে কেক রে কেক
আমিঃ কি সত্যিইইইইই :অ
বন্ধুঃ বিশ্বাস হলো না।
আমিঃঃ খেয়ে দেখ।
বন্ধুঃ দ্বারা গন্ধ টা দেখি আগে।( নখ দিয়ে নিয়ে নাকে দিল) ই ই কি বিশ্রি গন্ধ।
আমিঃঃ কিসের গন্ধ রে।
বন্ধুঃ কাউকে বলবি না তো।
আমিঃঃ না রে
বন্ধুঃঃ গু গু গু
আমিঃ
বন্ধুঃ এখন আমি কি করবো
আমিঃবাড়িত যেয়ে ধুবি।তোর নাকে হাতে হাহাহা
বন্ধুঃ বেশি হাসিস নে।
আমিঃহাসবো না তো কাদবো।
এই কথা বলতে না বলতেই আমি একটা কলার খোসাই স্লিপ করে গেছি।
আমরা হাসতে হাসতে বাড়ি পৌঁছালাম।
ভুল ত্রুটি ক্ষমা করবেন।
গল্পটা পড়ার জন্য ধন্যবাদ
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ...