বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

Super-Villain

"যুদ্ধের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান উন্নাসিক (০ পয়েন্ট)

X Part-1 নিঃস্তব্ধ দুপুর।বাসা পুরো ফাঁকা।অবশ্য পুরো ফাঁকা না,বাসায় আমি আছে।বাড়িতে থাকে আরও একজন,সে আমার বড় ভাই।এখানেই চাকরি করে,আমি এখানকার স্কুলে পড়ি।মা-বাবা অনেক আগেই পরলোক গমন করেছেন।আমার নাম হোসেন আর ভাই এর নাম হাসান।দুই জনের নামই রেখেছে আম্মা।আমার থেকে ও ১১ বছরের বড়।আমার বয়স ১৫,ওর ২৬।সে বাসায় এসেছিল,আবার চলে গেছে।আজ ওদের অফিসে নাকি কি কাজ আছে,তাই চলে গেলো।আমার ভালোই হলো, বাসায় একা থাকতে আমার খুব ভালো লাগে। ঘটল এক বিপত্তি।বড় না ছোট,পায়ে একটা পিপড়া কামড় দিল। সামান্য ব্যাথা পেলাম,কিন্তু বেশি গুরুত্ব দিলাম না।কিন্তু সমস্যা শুরু হলো একটু পর থেকে।পায়ে প্রচন্ড ব্যাথা হতে লাগলো। ব্যাথা আরও বাড়ল।প্রচন্ড মাথা ব্যাথা করতে লাগল।কিন্তু,ব্যাথা বেশিক্ষন থাকল না। রাতে ভাই আসল।আগেই খাবার রান্না করা ছিলো। ও খেয়ে ঘুমিয়ে পড়ল।আমিও ঘুমিয়ে পড়লাম,বেশি ভালো লাগতেছিল না।ঘুম প্রায় এসে গেছে,এমন সময় মনে হলো কেও দাকতেছে, "হাসান....হাসা-ন..." উঠে বসলাম,পাশেই ভাইয়া ঘুমুচ্ছিলো।কিন ্তু কাউকে পেলাম না।খাট থেকে উঠে রান্নাঘরে গেলাম পানি খেতে।পানি খাওয়ার পর শরীরটা কেমন জেনো লাগা শুরু করলো।হাতের চারিগুলা বড় হতে লাগলো। নিজের শরীরের উপর কেমন জেনো সব নিয়ন্ত্রণ হারিয়ে ফেল্লাম।শরীরের আকার আকৃতি বড় হতে লাগল।মনে হচ্ছিলো আমার শরীর অন্য কেও নিয়ন্ত্রণ করছে।দরজা খুলে সাদে চলে গেলাম। নিজের চিন্তা শক্তি আস্তে আস্তে হারিয়ে ফেলছি।মুখ দিয়ে একপ্রকার পশুর মতো শব্দ বের হচ্ছে।সাদ থেকে এক লাফে নিচে নেমে গেলাম।৬ তালা বিল্ডিং, এত উপর থেকে কেও পড়লে বাঁঁচবে কিনা সন্দেহ।কিন্তু আমার কিছু হলো না।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৪২৩ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now