বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

শহুরে

"মজার অভিজ্ঞতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান শান্তনু মজুমদার (০ পয়েন্ট)

X ক্লাস ফাইভের সমাপনী পরীক্ষা শেষে শহরে চলে আসলাম পড়াশোনার জন্য।তখন শহরের ছেলে-মেয়েদের সম্পর্কে আমার ধারণা ছিল---তারা প্রত্যেকেই মাল্টিট্যালেন্ট,স্মার্ট আর নিতান্তই ভদ্র। কিন্তু পদে পদে আমার ভুল ভাঙতে থাকে।একদিন টিউশন ক্লাস থেকে স্কুলে যাওয়ার পথে আমরা কয়েকজন ক্লাসমেট একসাথে হাঁটছিলাম।তখন কয়েকজন মেয়ে আমাদের সামনে দিয়েই হেঁটে যাচ্ছিল।তক্ষুনি আমাদের একজন গলা হাঁকিয়ে বলে উঠল --দোস্ত্,কোনডা রে বেশি সুন্দর?আমিতো চুপপ!তখন মেয়েগুলা সব আমাদের দিকে তাকালো(রাগী মুডে)।সেই ছেলেটা তখন কথা ঘুরিয়ে বললো -তোর ঘড়িডা নাকি আমার ঘড়িডা? এ কাহিনী দেখেতো আমার পুরা "আয় হায়" অবস্থা।বাপরে বাপ! শহরের পোলাপাইন এত চালাক! হায়রে আমার ভুল ধারনা! এভাবেই শহরের ছেলেদের প্রতি আমার যে মোহ ছিল,তা ধীরে ধীরে কেটে যেতে লাগলো।আর নিজে নিজে বলতে লাগলাম-"ধরনী দ্বিধা হও!এই দুনিয়াতে বোধহয় আমিই একমাত্র রসবিহীন আবাল মানব।ওদের সংস্পর্শে এসে আমিও না আবার তথাকথিত চালাক(অভদ্র) হয়ে যাই। বি:দ্র:সবাই কিন্তু একরকম নয়


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ১১২৫ জন


এ জাতীয় গল্প

→ শহুরে রোমান্টিক বউ ৬ ( শেষ পর্ব)
→ শহুরে রোমান্টিক বউ ৫
→ শহুরে রোমান্টিক বউ ৪
→ শহুরে রোমান্টিক বউ
→ শহুরে রোমান্টিক বউ ৩
→ শহুরে রোমান্টিক বউ
→ শহুরে রোমান্টিক বউ ১
→ মঠো ইঁদুর ও শহুরে ইঁদুর
→ মেঠো ইঁদুর ও শহুরে ইঁদুর
→ মেঠো ইঁদুর ও শহুরে ইঁদুর
→ গেঁয়ো ইঁদুর ও শহুরে ইঁদুর
→ গেঁয়ো ইদুর ও শহুরে ইদুর
→ মেঠো ইঁদুর ও শহুরে ইঁদুর

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now
  • বকুল রায়
    Golpobuzz ৩ বছর, ৩ মাস পুর্বে
    হায়! হায়!! হায়!!! আমি তো মনে হয় তথাকথিত চালাক(অভদ্র) হয়ে গেছি !!!

  • রেহনুমা আহমেদ
    Golpobuzz ৩ বছর, ৫ মাস পুর্বে
    তথাকথিত চালাক না হইলেই ভালো।

  • হৃদয়
    GJ Writer ৩ বছর, ৮ মাস পুর্বে
    ভালো বন্ধু বের করা সবার দায়িত্ব।কী আর বলব,জেনারেশন সম্পর্কে আমি এখনও তেমন জানি না,তবে জানব

  • Lutfun Nahar (Sabira)
    User ৩ বছর, ৮ মাস পুর্বে
    ও মানে আপনি কি এখন অভদ্র হয়ে গেছেনgj... সবাই তো আর খারাপ হয়না অনেক ভালো মানুষও আছে cool....তবে গল্পটা ঠিক সত্যি কথাgjgj

  • তুষার কবির
    User ৪ বছর, ১ মাস পুর্বে
    কথায় এটাও আছে, সৎ সঙ্গে সর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ ।

  • মোহাম্মদ মফিজুল হোসেন।।
    Golpobuzz ৪ বছর, ১ মাস পুর্বে
    আপনি এক কজ করেন লেখকে বলেন আপনার প্রশ্ন টা???আজবাজে বন্ধু দের থেকে দূরে থকাই ভালো।ওই আজেবাজে বন্ধু টা কখন যে ভালো বন্ধু টারে খারাপ বানিৈ ফেলে তা টেরও পাওয়া যায় না। আর খারাপ হলে তো সুধরাত সময় লাগে

  • মোহাম্মদ মফিজুল হোসেন।।
    Golpobuzz ৪ বছর, ১ মাস পুর্বে
    কথায় আছে সঙ্গ দোষে লোহা বাসে।আর এখানে ইছকানদার ভাই তার শহরের কথা বলেছেন সব শহরের ছেলেরা এক না।আর একটা ভালে ছেলে খারাপ এর সাথে মিশে খারাপ হয় আর একটা খারাপ ছেলে ভালোর সাথে মিশে ভালো হয় না কেন?এইটা আপনার প্রশ্ন।একটা খারাপ ছেলের ধৈর্য কম থাকে।একটি ভালো ছেলে যদি চায় তার খারাপ বন্ধু কে ভালো বানাবে তবে তার ধৈর্য ধারণ করতে হবে।অনেক বাধা বিপত্তি পার হতপ হবে।অবশেষে সেই খারাপ বন্ধু টা ভালো হবে।কিন্তু আমি তো এইটা বলিনি।আজকাল টিভি তে খবরে নিউজ দেয় বন্ধুদের পাল্লায় পড়ে অনেক এ মাদক গ্রহণ করে।সব বন্ধু তো আর এক না।যদি কোন ছেলে সে যখনই জানুক না কেন তাট বন্ধু টি খারাপ তাকে অবশ্যই তার সঙ্গ ত্যাগ করতেহবে।কারণ খারাপ দের সাথে শয়তান ঘুরে।এখন শয়তান এর সাথে যুদ্ধ করা অর্থাৎ ওই খারাপ বন্ধু টাকে ভালে বানাতে হলে অনেক টাইম লাগবে ।।সমবয়সীরা সবসময় বন্ধুদের দলের সাথে থাকে তারা দলের সবকিছু মানতে রাজি থাকে।হয়তবা এখন সেই দলের কোন বন্ধু যদি কোন অন্য বন্ধু কে বলে যে মাদক নিতপ তা না নিলে দলথেকক বের করে দেওয়া হবে।তাহলে সে নিবেই কারণ সে ভালো আর তাই মাদক তো সে চোখেও দেখিনি আর ছুইওনি।সে এটা নিয়ে ট্রাই করবে তারপর তার নেশা ধরে যাবে।খারাপদের ভালো বানাতে হলে টাইম লাগপ আর ওই টাইমের মধ্যে খারাপ বন্ধু টা ভালো বন্ধু কে খারাপ বানিয়ে দেয়।। আর অনপক পরিবার তার বাচ্চা দের প্রতি খেয়াল রাখেনা।। সে কোথায় যায় কি করে ইত্যাদি ইত্যাদি। আচ্ছা আমরা এসব বলছি কেন গল্প টা জেনারেসন নিয়ে আর আজকার জেনারেসন এমন।তিনি তার শহরে যেমন জেনারেসন দেখেছেন তেমন বলেছেন আর সব শহর অঞ্চল এলাকাতে তো আর সমান ছপলে নাই খারাপ ভালো মিলিয়ে।।। আমি ভালো করে বলতে পারিনি আপনি আরও কিছু শুনতে চাইলে বড়দের কাছে যান বা এই লেখকে জিজ্ঞাসা করুন

  • তুষার কবির
    User ৪ বছর, ১ মাস পুর্বে
    আর, তুমি আজেবাজে বন্ধুদের এড়িয়ে যেতে বললে ।আসলে এটা ঠিক না, তুমি যদি আজেবাজে ছেলেদের সাথে না চল, তাহলে তারা বন্ধু কিভাবে হবে? তুমি আরো বলেছ, বন্ধুদের পাল্লায় পড়ে অনেকে অনৈতিক কাজ করে ।যে যুবক ভাইয়েরা মাদক গ্রহণ করে তাদের বেশিরভাগই বন্ধুদের পাল্লায় পড়ে ।এখন আমার প্রশ্ন হচ্ছে, একটা ভালো ছেলে খারাপ ছেলেদের সাথে মিশে খারাপ হতে পারে, কিন্তু একটা খারাপ ছেলে একটা ভালো ছেলের সাথে মিশে ভালো হতে পারে না কেন?

  • তুষার কবির
    User ৪ বছর, ১ মাস পুর্বে
    মফিজল এটা ঠিক না, ওনি গল্পের শুরুতে প্রত্যেকের কথা বলেছেন আবার শেষে সবাই কে বলেননি সেটাও বলেছেন ।আমি যদি সবাই কে একটা অশ্লীল গালি দিয়ে আবার এটাও বলি, সবাই কে বলিনি ।এটা ঠিক মানায় না ।

  • ARFA
    User ৪ বছর, ১ মাস পুর্বে
    Thik gj

  • Farhan…
    User ৪ বছর, ১ মাস পুর্বে
    laugh হা হা

  • মোহাম্মদ মফিজুল হোসেন।।
    Golpobuzz ৪ বছর, ১ মাস পুর্বে
    সত্যি কথা বলতে আমি নিজেই ক্লাস সেভেনে পড়িgj

  • মোহাম্মদ মফিজুল হোসেন।।
    Golpobuzz ৪ বছর, ১ মাস পুর্বে
    Hmm ভাই

  • শান্তনু মজুমদার
    User ৪ বছর, ১ মাস পুর্বে
    ধন্যবাদ আপনাকে মফিজুল।আসলেই আজকালকার ক্লাশ ফাইভের বাচ্চাদের দেখলেও অবাক হতে হয়।

  • Mofizul [Megabyte]
    Golpobuzz ৪ বছর, ১ মাস পুর্বে
    এই জেনারেশন গল্প টা পড়ে আমার রবীন্দ্রনাথ ঠাকুর এর একটি বাক্য মনে পড়ল,তিনি বলেছিলেন,,"কাল যাহা পন্ডিতের অগম্য ছিল আজ তাহা অর্বাচীন বালকের কাছেও নূতন নহে""" মানে বড়দের কাছে যা কঠিন ত আজকাল ছেলেমেয়েদের কাছে খুবই সোজা।।।।।গল্প টা ভালো লাগল gj

  • Mofizul [Megabyte]
    Golpobuzz ৪ বছর, ১ মাস পুর্বে
    আর ইছকানদার ভাই ওনি গল্প এর নিচে লিখে রাখছেন সবাই কে বলিনি তারমানে সবাই এক নাgj

  • Mofizul [Megabyte]
    Golpobuzz ৪ বছর, ১ মাস পুর্বে
    হুম এরকম বন্ধদের পাল্লায় পড়ে অনেক এ অনৈতিক কাজ করে।। যে যুবকরা মাদকগ্রহণ করেছে তাদের বেশিরভাগ ই বন্ধুদের পাল্লায় পড়ে।আর আজকের জেনারেশন বলতে ক্লাস ফাইভে পড়া ছেলের হাতেও মোবাইল থাকে এবং সে ফেসবুক টুইটার ইত্যাদি নানা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে।যদিও সব ছেলে মেয়েরা এমন না।তাই সাবধানে থাকতে হবে কখন যে কোন বন্ধুর পাল্লায় পড়ে কি করে বসা যায় কে জানে

  • M.H.H.RONI
    Golpobuzz ৪ বছর, ১ মাস পুর্বে
    হুম রাইট।।তাই যথাসম্ভব সব আজেবাজে বন্ধুদের পরিহার করে চলা উচিৎ।নাহলে এমন বিব্রতকর পরিস্হিতিতে পরতে হয়।

  • M.H.H.RONI
    Golpobuzz ৪ বছর, ১ মাস পুর্বে
    হুম রাইট।।তাই যথাসম্ভব সব আজেবাজে বন্ধুদের পরিহার করে চলা উচিৎ।নাহলে এমন বিব্রতকর পরিস্হিতিতে পরতে হয়।

  • PUSPITA
    User ৪ বছর, ১ মাস পুর্বে
    হুম

  • ইস্কান্দার আলী খান
    User ৪ বছর, ১ মাস পুর্বে
    শহরের সব ছেলে এরকম নয় ras