বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
অসমাপ্ত ভালোবাসা
লেখক : আসিফ
ছেলে: ভালো আছিস??????
মেয়ে: ফোন কেন দিয়েছিস????????
ছেলে: ভালো আছিস??????
মেয়ে:আমি জানতে চেয়েছি যে,,,ফোন কেন দিয়েছিস??????
ছেলে: আগে বল,তুই কেমন আছিস????!!!
মেয়ে: অনেক,অনেক,অনেক ভালো আছি????। এখন বল,ফোন কেন দিয়েছিস??????
ছেলে: আমাকে জিজ্ঞেস করলি না,আমি কেমন আছি??????
মেয়ে: অবশ্যই অনেক বেশিই ভালো আছিস????।
ছেলে: কে বললো???????
মেয়ে: হাহা????...সবই কি আর বলতে হয় নাকি?????? ভালো থাকবি বলেই তো আমাকে একা রেখে চলে গিয়েছিলি????????।
ছেলে: নাহ্????আমি ভালো নেই রে????।
মেয়ে: এই কথাটা যদি আমাকে বিশ্বাস করতে বলিস????...then I'm so SORRY????।
ছেলে: আমি সত্যিই বলছি রে????।
মেয়ে: হাহাহাহাহাহাহা????।
ছেলে: হাসছিস কেন?????? আমার কষ্টে তোর মজা লাগছে?????? তুই না আমার BESTFRIEND????!!
মেয়ে: Bestfriend...???? Ohh come on ???? এই শব্দটা অন্তত তোর মুখে মানায় নাহ্????????।
ছেলে: Please,বিশ্বাস কর????।
মেয়ে: কি বিশ্বাস করবো,????হুম,,কিইই???????? যে,তুই খারাপ আছিস,কষ্টে আছিস,তোর আমাকে দরকার,,এইগুলো???????
ছেলে: হুম,,সত্যিই????।
মেয়ে: হাহা????। এক সময় তো করতামই বিশ্বাস,????সবার চেয়ে বেশি????। সত্যি,মিথ্যা-যাচাই না করেই,অন্ধের মতো বিশ্বাস করতাম????আর তাই,আজ আমার অবস্থান এখানে????। আজ আমি সবার চোখে খারাপ????।
ছেলে: Please,এমন করিস নাহ্????।
মেয়ে: কেমন করলাম????শুধু বললাম????। কোনোদিনও তো আমাকে তোর দরকার ছিল না,তাহলে,আজকে কেন হলো???????
ছেলে: আমি সব আবার আগের মতো করতে চাই????।
মেয়ে: বাহ্,বাহ্????????????। তুই একটা কাচেঁর গ্লাস ভেঙ্গে,তাকে আবার জোড়া লাগতে বললেই কি সে আগের মতো হয়ে যাবে??????????
ছেলে: নাহ্????।
মেয়ে: তাহলে আমি কিভাবে হবো??????
ছেলে: Please ????????????।
মেয়ে: আমার অপরাধ কি ছিল?? যে আমি তোকে নিজের থেকেও বেশি ভালোবাসতাম????আর তুই আমার বান্ধবির খবর নেওয়ার জন্য আমাকে ব্যবহার করতি????। কোনোদিনও তোর সাথে রিলেশনে যাইনি,শুধু তোকে হারিয়ে ফেলার ভয়ে,বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয়ে????। আর তুই,তোর ২ দিন এর GF,Ohh,sry???? তোর বউ,ওর বলা বানানো মিথ্যা কথা বিশ্বাস করে আমায় ভুলে গেলি????বন্ধুত্ব শেষ করে দিলি????????।
ছেলে: আমি সব কিছুর জন্য মাফ চাইছি????please ????।
মেয়ে: কেন,আজকে তোর সেই বউ কোথায়????...ওহ্,তোর তো আবার বউ একটা নাহ্,৪-৫ টা????তো,তারা কোথায়????????
ছেলে: নেই????। Please,আমার কথাটা শুন????।
মেয়ে: কেন শুনবো,কেন??????????? যখন আমি তোকে বলেছিলাম,আমায় ছেড়ে যাস নাহ্,যখন আমি পাগলের মতো তোকে ফোন করতাম,সারাদিন তোর জন্য কান্না করতাম,তোর জন্য নিজের পরিবারের কাছে অপমানিত হতাম,নিজের বন্ধবি,নিজের কলিজাদের হারিয়েছিলাম????তখন তুই কোথায় ছিলি?????? তখন কি তুই শুনেছিলি????!! তো আজ আমি কেন তোর কথা শুনবো?????? তোর তো শুধু GF হারিয়েছে,আর আমার তো সব????????????।
ছেলে: আমার সত্যই তোকে খুব দরকার,সত্যিই????।
মেয়ে: কিন্তু,আমার তোকে কোনো দরকার নেই????। তুই আমার আত্তা ছিলিস,আছিস,ইনশাল্লাহ্,সারা জীবনই থাকবি????কিন্তু আমার জীবনে তোর আর কোনো জায়গা নেই????।
ছেলে: Please,বিল্লি ???? এমন করিস নাহ্,please ????????।
মেয়ে: তুই আমাকে আর বিল্লি বলবি নাহ্????।
ছেলে: নাহ্, আমি বলবোই,এইটা আমার দেওয়া নাম???? please ????কথাটা শুন আমার,একবার,please????????????,বিল্লি????!!!!
মেয়ে: তুই তো কোনোদিনও আমায় ভালোবাসতি নাহ্,এমনকি,তুই তো জানতি ও নাহ্ তোর বন্ধু তোকে না বললে যে,আমি তোকে ভালোবাসি???? তাহলে তোর এত কি সমস্যা ছিল আমাকে নিয়ে??????
ছেলে: বললাম তো আমি সব ঠিক করে দিবো,তুই শুধু ফিরে আয়????
মেয়ে: আজকের পর,ভুলেও আর কোনোদিন,আমাকে ফোন দিবি নাহ্।????
ছেলে: Please,please,please...ফোন কাটিস নাহ্????????
মেয়ে: টাটা????।
ছেলে: বিল্লি,শুন????....... টুট..টুট..টুট
ফোন কেটে গেল????
মেয়েটি আজও তাকেই ভালোবাসে????কিন্তু সে আর তাকে জোড় করে ফিরে পেতে চায় না????। কারন,সে জানে যে,তাকে ফিরিয়ে আনলে,সে আবারো তাকে ভেঙ্গে দিয়ে চলে যাবে????
★ তখনি খারাপ লাগে যখন পোস্ট পড়ে চলে যান। আপনার অনুভূতি টা জানাতে ভুলবেন না যেন। লেখার ভূল ক্ষমার চোখে দেখবেন ★
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ...