বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
#শেষ পর্ব #
বুলবুল তাই কাটার উপর বুক জোরে চেপে ধরল আর কাটা তার হৃদপিন্ডে যেয়ে ঠেকল।সারাশরিরে যন্ত্রণা ছড়িয়ে পড়ল।তার কন্ঠ তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হচ্ছিল।সে তখন ভালবাসার গান গাইছিল যে ভালবাসাতে মৃত্যুতে পূর্ণতা পায়, মৃত্যুর পরেও মরে না।
অপরূপ গোলাপ তখন লাল টুকটুক হয়ে উঠেছে, তার হৃদয় চুনির মতো রাঙা। কিন্তু বুলবুলের গলা ক্ষীণ হয়ে আসছিল। কয়েকবার পাখা ঝাপ্টাল,চোখের উপর পর্দার মতো কিছু এক্টা নামল।তখন শেষ বারের মতো আরেকবার সে সুর তুলল।রুপালি সাদা চাঁদ সে গান শুনে থমকে দাড়াল,ভোরের কথা ভুলে গেল। লাল গোলাপ এই গান শুনল, আনন্দে সে তার পাপড়ি মেলে ধরল।
গোলাপ গাছ বলে উঠল,দেখ দেখ ফুল ফোটা শেষ হয়েছে।বুলবুলি কোন জবাব দিল না। ঘাসের উপর মৃত পরে আছে,তার বুকের মধ্যে কাটা বেধা।
বেলা হলে ছাত্রটি ঘুম থেকে উঠল আর আনন্দে চেচিয়ে উঠল, ইস? আমার কি ভাগ্য, একটি গোলাপ ফুটেছে। এরকম গোলাপ আমি কখনো দেখি নি। আমার নিশ্চিত ধারণা এর একটি বড় লাটিন নাম আছে "।সে জানালা দিয়ে গোলাপ্টি নিল আর অধ্যাপকের বাড়িতে গেল।অধ্যাপকের মেয়ে তখন দরজার কাছে বসে আছে।ছেলেটি তাকে দেখে বলল,এই দেখো পৃথিবীর সেরা গোলাপ নিয়ে এসেছি।আজ তুমি আমার সাথে নাচবে "। মেয়েটি ভ্রু কুচকে বলল,আমার মনে হচ্ছে আমার পোশাকের সাথে এটা মানাবে না, তাছাড়া চেম্বারলেনের ভাইপো আমাকে কয়েক্টা খাটি মনিমুক্তা পাঠিয়েছে। সবাই জানে ফুলের চেয়ে মনিমুক্তা কত দামি। "
ছেলেটি বলল"তুমি একটা বেঈমান"।তারপর সে ফুলটা রাস্তায় ছুড়ে ফেলল তারপর একটা গাড়ির চাকা তার উপর দিয়ে চলে গেল।
মেয়েটি বলে উঠল,"তুমি একটা অকৃতজ্ঞ, আর তুমি এমন কে এসেছ,মোটে তো একজন ছাত্র,আর আমার তো মনে হয় চেম্বারলেনের ভাইপোর জুতোয় যি রূপার আংটা রয়েছে, তাও তোমার নেই। "
ছাত্রটি ফিরে এল সে বলল, ★"ভালবাসা ব্যাপারটা কি বোকামি, যুক্তিবিদ্যার কোন উপকারই করতে পারে না,তাছাড়া যেসব ব্যাপার ঘটবে না ভালবাসা কেবল সেইসব কথা বলে,যা তোমার বিশ্বাস করার কথা নয়,ভালবাসা তাই তোমাকে বিশ্বাস করাবে। আসলে ভালবাসা কোন কাজে লাগে না,আজকাল জিনিসের উপযোগিতাই বেশি। দর্শন। আর অধিবিদ্যায় এখন থেকে চর্চা করব"★
তারপর ছাত্রটি ঘরে যেয়ে ধুলোভর্তি বিরাট বই বের করে পড়া শুরু করল।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now