বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ছেলেটি মনে মনে বলছে আর তার চোখ দিয়ে পানি পড়ছে "যদি আমি একটি লাল গোলাপ এনে দিতে পারি মেয়েটি আমার সাথে নাচবে কিন্তু আফসোস সারা বাগানে একটি গোলাপ নেই "। ওক গাছের উপরে বুলবুলির বাসা সে ছেলেটির সব কথা শুনতে পেল আর আপন মনে বলে উঠল " এতদিন আমি একজন খাটি প্রেমিকের সাক্ষাত পেলাম। যদিও আমি একে চিনতাম না তবে আমি রাতের পর রাত এর কথাই গেয়ে গেয়ে বলেছি তারাদের সাথে গল্প করেছি। হায়াসিন্থের ফুলের মতো তার চুল আর ঠোঁট গোলাপের মতোই রক্তিম। কিন্তু ভালবাসার মানুষকে হারানোর ভয়ে তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে।"
তরুণ ছেলেটি তখনও কাদছিল আর বলছিল, "রাজকুমারী আগামীকাল রাত্রে বলনাচের অনুষ্ঠান করবে। মেয়েটা ও আসবে আর তাকে একটি লাল গোলাপ দিলে সে আমার সাথে নাচবে। সে বাগানের ঘাসের উপর বসে কেদে যাচ্ছিল কারণ তার বাগানে কোন গোলাপ নেই। " পাশ দিয়ে সবুজ গিরগিটি আর প্রজাপতি যাচ্ছিল তারা জিজ্ঞাসা করলো কি হয়েছে। বুলবুল বলল,একটি লাল গোলাপের জন্য। বুলবুলি ছেলেটির মনের কথা বুঝতে পেরেছিল। সে বাগানের এদিক সেদিক উড়ে একটি গোলাপ গাছকে বলল,আমি আমার সবচেয়ে সুন্দর গান তোমাকে শোনাব, আমাকে একটি লাল গোলাপ দাও।গোলাপ গাছটি বলে উঠল, "আমার গোলাপ পাহাড়ের বরফ আর সমুদ্রের ফেনার চাইতেও সাদা,তুমি আমার ভাইয়ের কাছে যাও। " সে উড়ে অন্য গোলাপ গাছে গেল আর বলল,"আমাকে একটি লাল গোলাপ দাও না, আমি আমার সবচেয়ে ভাল গান শোনাব"। গোলাপ গাছটি বলল" কিন্তু আমার গোলাপ যে হলুদ রঙে, সমুদ্রের মৎস্যকন্যার হলুদ চুল বা ড্যাফোডিলের ফুলকেও হার মানায়। তুমি বরং আমার ওই ভাইয়ের কাছে যাও যে ছেলেটির জানালার নিচে থাকে"।বুলবুলিটি আবার উড়ে গেল আর গোলাপ গাছটিকে বলল"একটি লাল গোলাপের বিনিময়ে আমি আমার সবচেয়ে ভাল গান শোনাব। "
গোলাপ গাছটি বলল" আমার গোলাপ লাল,পায়রার পায়ের মত লাল,সমুদ্রের প্রবালের থেকেও বেশি লাল। কিন্তু শীতে আমার শিরা উপশিরা জমে গেছে,তুষার আমার কুড়িগুলো মেরে ফেলেছে। এ বছর একটি গোলাপ ও ফোটেনি "।বুলবুলিটি অনুনয় করে বলল শুধু একটা গোলাপ দরকার আমার,কোন কি উপায় নেই?" গোলাপ গাছটি বলল, উপায় একটা আছে কিন্তু তা এত ভীষণ কষ্ট যে তোমাকে বলতেই ভয় লাগছে। ”"না বল, আমি ভয় পাবোনা, বলল বুলবুলিটি।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now