সবাইকে প্রথমে সালাম জানাই। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাকে হয়তো অনেকে চিনতে পারবে না। আবার অনেকে চিনবে।কারন আমি এখানে পুরানো ইউজার। তাই নতুনেরা চিনবে না। আমি আজ থেকে একবছর আগে জিজে থেকে চলে গিয়েছিলাম। অনেকে নাকি আমাকে মিস করে।অনেকে আমাকে জিজেতে আসতে বলে। সময় হয় না তাই আমি তাদের কথা রাখতে পারি না।আমি এখন থেকে জিজেতে নিয়মিত আসতে চেষ্টা করব। আমি জানি না এখানে পুরানো সব ইউজার আছে কিনা। যদি থেকে থাকো আমাকে প্লিস জানাবে। আমি সবাই মিস করি। তাদের নাম গুলা মনে নাই। জিজের অবস্থা কেমন তা আমি জানি না। এখানে আগে অনেক ভালো দিন কাটাইতাম। আর আশা করি আমি আগের মতো নতুন নতুন গল্প দিব জিজেতে। সবাই ভালো থাকবেন বাই। অনেক দিন পর লিখলাম তো তাই গোছালো করে দিতে পারলাম না। কেও কিছু মনে করবেন না। খোদা হাফেজ
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ...