বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এক কুকুর মাংশের এক অংশ মুখে করিয়া নদী পার হইতেছিল। নদীর নিমল জলে তাহার যে ছায়া পরেছিল সেই ছায়াকে আরেকটি কুকুর ভাবিলো,কুকুরটি মনে মনে বিবেচনা করিল,ঐ কুকুরের মুখে যে মাংশ আছে ওইটা যদি আমি কারিয়া লই তবে আমি আরেকটি মাংশের অংশ পাবো। এইরুপ লোভে পরিয়া পানিতে যে তার ছায়া পরছে ওইটা ধরতে গেল,অমনি তাহার মুখে যে অংশো ছিল সেইটাও পানিতে পরিয়া গেল। পানিতে ভেসে চইলা গেল। কুকুরটি কপাল চাপরাতে চাপরাতে নদীর ওই পার চইলা গেল। মূলভাব: যাহার লোভে পরিয়া লাভের আশায় থাকে তাহাদের এই পরিনতিই হয়।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ...