বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

রংহেডেড শিয়াল

"ছোটদের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Raihan Kabir (০ পয়েন্ট)

X এক বনে এক হামবড়া, মিথ্যাবাদী শেয়াল বাস করত। নিজেকে সে সবার চেয়ে সেরা ভাবত, এমনকি বনের রাজা বাঘও তার কথার আক্রমণ হতে রক্ষা পেত না। সব সময় বাঘের শিকারের অবশিষ্ট খেয়ে বেঁচে থাকলেও জোর গলায় দাবী করত, সে একাই আস্ত বুনো মহিষ মেরে ফেলতে পারবে। এসব শুনে বনের রাজা বিরক্ত হয়ে শেয়ালকে ডেকে পাঠিয়ে বলল- আমার শিকার খেয়ে বেঁচে থাকিস আবার বড় বড় কথা বলিস, আজ থেকে তুই আর কোন খাবারের ভাগ পাবিনা।শুনে শিয়াল বলে- তাহলে তো না খেয়ে মারা পড়ব মহারাজ, দয়া করুন। এরপর নাকে খত দিয়ে বাঘের কাছে ভুল স্বীকার করে বিদায় নিল ধূর্ত শিয়াল। কিন্তু ফিরে গিয়ে সারা বনে প্রচার করতে লাগল, বাঘ শিয়ালের কাছে হার মেনে আধিপত্য স্বীকার করে নিয়েছে আর এখন থেকে বাঘের শিকারের অর্ধেক অংশ শিয়ালকে দেওয়া হবে।এ কথা বাঘের কানে পৌঁছালে, রাগে ছুটে গিয়ে এক থাবার আঘাতে শিয়ালকে হত্যা করল।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৬৫৮ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now