বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আজ আমাদের কোচিং এ পিকনিক। তো কোচিং এর চাবি আমারর কাছে।আমি সকাল ৬:০০ টায় ঘুম থেকে উঠলাম।উঠে গোসল করতে গিয়ে দেখি জেলে রা মাছ ধরছে।আমাকে অন্য দিকে নেমে গোসল করতে বললো।আমি তা করলাম।গোসল শেষে দেখি আমার এক বন্ধু আসছে।তার সাথে গল্প করতে করতে আমার বাসায়য় চলে এলাম।সে কাজে চলে গেলো।আমি যখন কোচিং এ পৌছালাম তখন ৬:৩০ বাজল।দরজা খুলে বসলাম।স্যার ফোন দিয়ে বললো বাবুর্চি আসছে তুমি তাকে কোচিং এ নিয়ে আসো।ফোন কেটে দিল।আমি তাকে কোচিং এ নিয়ে আসলাম।কিছুখন পর আমার বন্ধু লালন আসলো।তার পর রাজিব স্যার এভাবে অনেক জন আসলো।এবার রান্না সুরু হবে।খড়ির দরকার আমি গিয়ে নিয়ে এলাম।এসে দেখি পাগলি টা এসেছে।(যাকে আমি ভালোবাসি) তাকে দেখতে একটা রানির মতো লাগছে।আমি আবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি।অনেক মানুষ আছে তাই আর তাকালাম না।বৃষ্টি হচ্ছে বৃষ্টি তে ভিজে আমি কাজ করছে।আমি ও আমার বন্ধু দুজনেই কাজ করছিলাম তাই উভয়েই খুব ভিজে গেছি। এভাবে ব্যস্ততার মধ্যে দিয়ে সারা দিন কাটল।বিকালে আমি দেখি সে একা আছে।আমি তাকে ডাকলাম।
আমি:আজ তোমাকে ভীষন সুন্দর দেখা।
পাগলি:হুুমমমম।
আমি:সত্যি আজ তোমাকে পাগলি পাগলি লাগছে।
পাগলি:চুপ করো।
আমি চুপে গেলাম আর কষ্ট পেলাম।তবু শান্তি পেলাম তাকে আমার মনের কথা বলে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ...