বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

রাজকন্যা মণিমালা(পর্ব ০৭)

"রূপকথা " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মোয়ানা(guest) (০ পয়েন্ট)

X সে কুড়মুড়ির করা প্রত্যেকটা অত্যাচারের বদলা নেবে।একদিন সুযোগ বুঝ সে প্রবেশ করল রূপনগর রাজ্যে।এখানে এসে সে নাচ গান করে কুড়মুড়ির মন জয় করে নিল।বিভিন্ন কাজ করে সে কুড়মুড়ির প্রিয়পাত্র হয়ে উঠতে চায়ল।তার কাজকর্মের ধরন দেখে কুড়মুড়ি তাকে তার খাস জারিয়া নিযুক্ত করলো।মণিমালা তো এরকম কিছু একটাই চায়ছিলো।সে একদিন কুড়মুড়িকে বললো,"রানি মা ওই বুড়ো রাজা রানিকে আর কতদিন বন্দি করে রাখবেন।আপনি ওদের মুক্তি দিন।ওই পাহাড়ি ঝর্ণার ধারে ওদের ফেলে দিয়ে আসুন।এতে আপনার বিপদ কমবে।"কুড়মুড়ি ভাবল তাই তো।সে তাদের সেখানে ফেলে আসার আদেশ দিলো।এদিকে মণিমালার পূর্ব পরিকল্পনা মতো পরী তার বাবা মাকে নিরাপদ স্থানে সরিয়ে আনলো।তাদের বললো যে তাদের মেয়ে বেঁচে আছে।এটা শুনে তারা খুব খুশি হলেন।রাজাকে বশ করে রাখায় এবং রানিকে বন্দী করে রাখায় এতোদিন তারা কেউই ভালো করে খায়নি।তাই পরী তাদের ভালো ভালো খাবার খেতে দিল।মণিমালা এবার পরীর কাছ থেকে রাক্ষস নিধন করার উপায় জানতে চায়লো।পরী বললো এ ব্যাপারে সে কিছুই জানেনা।তবে উত্তরের জঙ্গলে এর হদিস পাওয়া যাবে।....


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৭৬৭ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now