বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

পুলিশিনী-(পর্বঃ৩)

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান সঞ্জয় গোস্বামী জ্যোর্তিময় (০ পয়েন্ট)

X ঐ হাদারাম, ভুল হচ্ছে তাই না? মনে করে দেখ, ১০ দিন আগে একটা বোরখা পরা মেয়ের সাথে কি করেছিস। কথাটি শোনার সাথে সাথেই আমি কাশি দিয়ে উঠলাম। তখনি ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেলো। কেমন যেনো ঘামতে শুরু করলাম। বললাম.. - পা - পানি হবে? হাত বাড়িয়ে পানির গ্লাস এগিয়ে দিলো। এক চুমুকেই শেষ করে দিলাম। ঠিক তখনি মনে পড়লো ১০ দিন আগের কথা। . - কী ব্যাপার পাড়ায় নতুন নাকি? (রাফি) রাস্তার পাশে একটি বোরখা পরা মেয়ের দিকে তাকিয়ে আমার বন্ধু কথাটি বললো। আসলে আগে এনাকে এখানে কোনোদিন দেখিনি তো তাই। তবে মেয়েটির কোনো কিছুই দেখা যাচ্ছে না। শুধু মাত্র চোখদুটি ছাড়া। আর ঐ চোখে লেগেছিলো হাজারগুন মায়া। - দোস্ত চল (আমি) - আরে বেটা দাড়া,,জিগাস করি নাম ধাম,,বাসা কই? এখানে কি করে,,তারপর যাবো। (রাফি) - আরে চলনা ইয়ার। - এই যে বোরখাওয়ালী নাম কি আপনার? আর এই রাস্তায় কী হুমম? (রাফি) আসলে রাস্তাটি হল অপরাধী জগতের একটি চোরা চালানকারীদের বিশেষ রাস্তা। যার কারনে এখানে তেমন লোকজন থাকে না। তবে আমরা মাঝে মাঝে এখানে আসি। কারন জায়গাটা বিশেষ রকম সুন্দর,আর এখানে রাস্তার ঘাসের পাশে বসে ক্লাশ অফ ক্লান খেলতেও মজা লাগে। নিরিবিলি আর কি। - কি হল মিস কথা বলছেন না কেনো?(রাফি) এইবার দেখলাম মেয়েটি রাগান্বিত চোখে আমাদের দিকে তাকিয়ে আছে। আর আমি মেয়েটির সেই চোখের দিকে তাকিয়ে রইলাম। কি অপরুপ তার চোখ। দেখলেই বুকের মধ্যে কেমন যেন কাঁপুনি দিয়ে তোলে। রাগান্বিত চোখেও যে এত মায়া থাকে জানতাম না তো। - দোস্ত চল (আমি) টানতে টানতে রাফিকে বাড়িতে নিয়ে আসলাম। কিন্তু সেই চোখের মায়া আমি কাটাতে পারলাম না। তাই ভাবলাম কাল আমি একাই যাবো। চলবে...


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৬৬৫ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now