বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমি রাসেল। ছোট বেলা থেকেই সহজ সরল। কারো সাথে অথটা কথা বলি না। ক্লাস সেভেন থেকেই আমি স্মার্টফোন ব্যবহার করতাম।
বর্তমানে ক্লাস ১০ এ পড়াশোনা করি।
একদিন মোবাইলে টাকা দিয়ে অনেক মিনিট কিনি।
কিন্তু সমস্যা হলো এতো কথা কার সাথে বলবো?
তখন মাথায় একটা বুদ্ধি এলো।
রং নাম্বারে কল দিব।
পরে অনেক নাম্বার এ কল দিলাম কিন্তু সবাই ছেলে আর যদি মেয়ে হয়ে তাও আবার বেশি বয়সের অনুমান করলাম।
একটু পর আবার ও আরেকটা নাম্বারে কল দিলাম।
কল রিসিভ করার পরে????????
দেখলাম ও মেয়ে।
আমি তো অনেক খুশি।
আমিঃ হেলো,,,,আসসালামু আলাইকুম
মেয়েঃ ওয়ালাইকুম আসসালামু
আমিঃ কেমন আছেন?
মেয়েঃ তার আগে বলেন আপনি কে?
আমিঃ আমি রাসেল।
মেয়েঃ কোন রাসেল?
আমিঃ আমায় চিনবেন না....
মেয়েঃ তাইলে রাখি আমি অপরিচিত কারো সাথে কথা বলি না!
আমিঃ সমস্যা কি কথা বলেন। আপনার বাড়ি কোথায়?
মেয়েঃ বাড়ি কোথায় সেটা যেনে কি করবেন?
আমিঃ আপনার কন্ঠ টাকা তো অনেক Sweet নাম কি আপনার?
মেয়েঃ আমার নাম আফরিনা।
আমিঃ কিসে পড়েন?
মেয়েঃ ক্লাস এইটে পড়ি
আমিঃ Oh Good আমিও ক্লাস এইটে পড়ি।
তারপর কলটা ও কেটে দেয়।
পরে আমি নাম্বার টা সেভ করি।
সেভ করার পর ওপর ইমু একাউন্ট আসলো আইডির নাম Afrina Akter Riya
আমি মেসেজ করলাম Hi
আফরিনাঃ hlw
আমিঃ কেমন আছো তুমি?
আফরিনাঃ কে আপনি?
আমিঃ ঐ যে আজ কল দিলাম
আফরিনাঃ ও আপনি
আমিঃ আপনি কেনো বলছো তুমি করে বলো।
আফরিনাঃ আচ্ছা ঠিক আছে তুমি করে বলবো
আমিঃ তোমার বাড়ি কই বললে না তো?
আফরিনাঃ ফরিদপুর,,,, তোমার?
আমিঃ কুমিল্লা
আফরিনাঃ আচ্ছা কয়েকদিন পরে তো JSC পরিক্ষা
আমিঃ হুম তো কি হয়েছে?
আফরিনাঃ প্রস্তুতি কেমন?
আমিঃ আলহামদুলিল্লাহ অনেক ভালো তোমার?
আফরিনাঃ মোটামুটি ????????
আমিঃ আচ্ছা তোমাকে দেখতে পারি?
আফরিনাঃ কেনো দেখে কি করবা?
আমিঃ না দেখার ইচ্ছে হলো তাই বললাম!
আফরিনাঃ আচ্ছা ঠিক আছে একটু পরে দেবো।
আমিঃ আচ্ছা দিও
আফরিনাঃ এখন যাই পরে কথা হবে
কিছুক্ষণ পরে......
নেট চালু করার পর দেখি ৫-৬ টা ছবি পাঠিয়েছে।
ছবি দেখে তো আমি পুরাই অবাক????
এতো সুন্দর দেখতে ওরে।
তারপর পরে গেলাম ওর প্রেমে
তারপর মেসেজ করলাম????????
আমিঃ তুমি তো অনেক সুন্দর
আফরিনাঃ মজা করো নাকি?
আমিঃ মজা করবো কেন? সত্যিসত্যিই তুমি অনেক সুন্দর।
আফরিনাঃ তাই নাকি? আমার কাছে তো আমাকে ভালো লাগেনা....
আমিঃ কি বলছে এইসব? তুমি অনেক সুন্দর। নিজের কাছে নিজেকে অনেকেরি ভালো লাগেনা কিন্তু অন্যজনের কাছে ঐ সবথেকে সুন্দর।
আফরিনাঃ Thanks
এভাবে কথা চলতে থাকে অনেকদিন।
জেএসসি পরিক্ষা শেষ। তারপর যাই ভাইয়ের বাসায় বেড়াতে।
ঐ খানে ওয়াই ফাই আছে তাই সবসময় একটিভ থাকা হয়।
ওর সাথে অনেক কথা বলতাম দিনে রাতে।
একদিনের কথা ????????????
আমিঃ আচ্ছা একটা বলি?
আফরিনাঃ হুম বলতে পারো
আমিঃ কিছু মনে করবে না তো?
আফরিনাঃ মনে করার মতো কথা হলে মনে তো করবই তাই না!
আমিঃ আচ্ছা পরে বলি...
আফরিনাঃ কি কথা বলবে যে পরে বলতে হবে? এখন বলো প্লিজ
আমিঃ আমাকে তোমার অনেক ভালো লাগে।
আফরিনাঃ ও তাই ভালো লাগাটাই স্বাভাবিক।
এভাবে কথা চলে অনেকদিন।
একদিন মনে মনে ভাবলাম যেভাবেই হোক ওরে যে আমি ভালোবাসি এটা বলবো।
যে কথা ঐ কাজ
রাত্র ১১ টাকা বাজে কথা বলার এক মুহুর্তে আমি ওরে বলি
আজ একটা কথা বলবো।
আফরিনাঃ কি বলো?
আমিঃ আমি একজনকে করে ভালোবাসি।
আফরিনাঃ সত্যি.... করে সেই?
আমিঃ আছে একজন।
আফরিনাঃ কে বলো না প্লিজ™
আমিঃ তুমি।
আফরিনাঃ সত্যি?
আমিঃ হুম I Love You
আফরিনাঃ আবার বলো
আমিঃ I Love You....
আফরিনাঃ I Love You 2
এভাবেই আমাদের ভালোবাসার পর্ব শুরু হয়ে।
অনেক ভালোবাসতাম ওরে।
আমি গান গাইতে পাড়তাম অনেক গান শুনাইতাম ওরে।
এভাবেই চলতে থাকে অনেক দিন।
ক্লাস নাইনে থাকা অবস্থায় ফেব্রুয়ারি মাসে ও হঠাৎ কল দেয়।
কল দিয়ে বলে তুমি আর আমাকে কল দিও না।
আমি বললাম কেনো কি হয়েছে? আমি তো তোমাকে ভালোবাসি আর তুমিও আমায় ভালোবাসো তাহলে এ কথা বলছো কেনো?
ও বললো আমি যে তোমার সাথে কথা বলি তার আমার মাঝে এবং আমার বোন যেনে গেছে পরিবার থেকে অনেক চাপ দিয়েছে যে আমি যেন আর মোবাইল ব্যবহার না করি।
মোবাইল নিয়ে নিবে আজকে।
তারপর আমি কিছু বলার আগেই ফোনটা কেটে দেয়।
নাম্বার টাও পরে ব্লক করে দেয়।
অনেক চেষ্টা করেছি ওর সাথে যোগাযোগ করার জন্য কিন্তু পারিনি।
এখন ওর স্মৃতি শুধু ওপর ছবি গুলো।
এখনো ওরে অনেক মিস করি।
মানুষ ঠিকি বলে প্রথম ভালোবাসা কখনো ভুলা যায়না।
বর্তমানে আমি ক্লাস ১০ এ পড়াশোনা করছি।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ...