বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
এক শিকারীর আত্মত্যাগ
"রূপকথা " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Nowshin (০ পয়েন্ট)
X
একদা এক গ্রামে একজন সৎ,সাহসী,দয়াবান শিকারী বসবাস করতো।লোকটি পশু শিকার করে তার মাংস গ্রামের লোকদের বিলিয়ে দিত তাই সবাই তাকে খুব ভালোবাসত।একদিন সে গভীর বনে শিকার করতে গেলে দেখতে পেল একটি সাপ ঘুমাচ্ছে যেহেতু সে সাপ শিকার করে না তাই সে অন্যদিকে চলে গেল।সে হঠাৎ দেখল একটি চিল সেই সাপটিকে নিয়ে চলে যাচ্ছে।তার সাপটির প্রতি মায়া হলো তাই সে সাপটিকে উদ্ধার করে সুস্থ্য করে তুলল।সাপটি সুস্থ্য হয়ে চলে গেল!অন্যদিন শিকারি আবার বনে শিকার করতে গেলে দেখল যে প্রচুর সাপ।তার মধ্যে থেকে সেই সাপটি বলল আমি নাগরাজের ছেল এবং সে শিকারিকে তার রাজ্যে নিয়ে গেল।শিকারীর অনেক অপ্যায়ন করা হলো !নাগরাজ বলল তাকে একটি বর দিল যে তুমি সব পশুপাখির কথা শুনতে পারবে কিন্তু তুমি এই বরটার কথা কাউকে বললে তুমি মুর্তি হয়ে যাবে।শিকারি একদিন শিকারে গেলে সেখানে পশু পাখি বলাবলি করছিল যে গ্রামে অনেক বড় ঝড় হবে এবং সব কিছু ধ্বংশ হয়ে যাবে।লোকটি গ্রামে সবাইকে বলল যে ঝড় হবে কিন্তু কেউ তার কথা বিশ্বাস করলো না। সে তারপর সেই বরের কথা সবাইকে বলার সাথে সাথে মুর্তি হয়ে গেল।তারপর সত্যিই ঝড় হলো এবং সবকিছু ধ্বংশ হয়ে গেল।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now