বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
অলক ও যিসা দুজন খুব ভালো বন্ধু।তারা ছোট বেলা থেকেই একসাথে বড় হয়েছে।তারা এখন পড়াশোনা প্রায় শেষ করবে।তারা একটা খুব ভালো সম্পর্কের ভিতর আছে।অলক যিশাকে অনেক ভালবাসে।তারা একে অপরকে তুই বলে ডাকে।সে যিশাকে কথাটা বলতে চায়।কিন্তু পারে না।সে একদিন ঠিক করল সে তাকে বলবে তার মনের কথাটা তাই সে একটি আংটি কিনল তাকে পরিয়ে দিয়ে প্রোপোজ করবে।তার সামনে গেল কিন্তু বলতে পারছে না।সাত দিন চেষ্টা করল কিন্তু বলতে পারল না।সে তার একটা পোষা বেড়াল ছিল তাকে কাছে নিয়ে আংটি দেখিয়ে তার কথাগুলো তাকে বলতেছে ।এমন সময় যিশা এসে তাকে ডাক দিল অলক চুমকে গেলে এবং তার আংটিটি মুখের ভিতর লুকুয়ে ফেলল।যিশা বলল কি লুকালি ।অলক কিছু বলল না ।সে কায়দায় আংটিটি বের করে তার সাথে কথা বলল।যিশা বলল তোর ভাবসাব তো খুব খারাপ প্রেম করতেছিস নাকি।অলক বলল ছি এগুলো কি বলিস।যিশা বলল আমাকে বল আমি তোকে হেল্প করব ।অলক বলল সর তো আমার একটু কাজ আছে।এই বলে অলক চলে গেল ।তার পরদিন ছিল পহেলা বৈশাখ তারা সেদিন অনেক মজা করল ।অলক তাকে তার ভালবাসার কথাবলার চেষ্টা করল কিন্তুপারলো না। তারা প্রায়ইএকসাথে ঘুরতে যায়।তো তারা আজ ঘুড়ি ওড়াতে গেল।সেখানেও সে বলার চেষ্টা করল কিন্তু সে বলতে পারল না।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now