বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বউ ও বাঘ

"রূপকথা " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মোছা:আমেনা আক্তার নিরা(guest) (০ পয়েন্ট)

X একছিল একটা গ্রাম.গ্রামের নাম চুরুলিয়া. সেই গ্রামে একটা মেয়ে ছিল যার নাম ময়না..সে ছোট বেলা থেকেই অনেক দুষ্টু ছিল...সে দুষ্টু হলেও তাকে সবাই অনেক ভালোবাসত.সেও সবাইকে অনেক ভালোবাসতো.তার বাবা ছিল খুব দরিদ্র.যার কারনে তাকে তার বাবা বেশিদুর পড়ালেখা না করিয়ে অল্প বয়সে বিয়ে দেয়.কিন্তু তার বিয়েতে যৌতুক না দেয়াতে তাকে তার পরিবার সহ তার স্বামী তাকে অনেক মারধর করে.কিন্তু যা তার পরিবার কে জানাতে পারে না সে.কিন্তু একদিন ময়নাকে তার শশুর বাড়ি থেকেও বের করে দেয়.তার পর সে হাটতে হাটতে পৌছে যায় এক জঙ্গলে.হঠ্যাৎ তার সামনে এসে পরে এক বাঘ.তাকে বাঘটি তুলে নিয়ে যায় তার আস্তানায়..কিন্তু তাকে খায় না.কারন,ময়নাকে যখনই খেতে আসে বাঘটা তখনই সে তাকে দাদা বলে তাকে নানা অজুহাতে মায়া রাখে.তখন সে তার দাদার বন্ধনে জরিয়ে তাকে নানা রকম খাবার,নানা রকম পোশাক ও গয়না দিয়ে তাকে রানির মতো করে রাখে.কিছুদিন পর তার দুঃখের কথা শুনে তাকে তার শশুড় বাড়িতে দিয়ে আসতে তার বাড়ি যায়.তার শাশুড়ি এবং তার স্বামী দেখে বেহুশ হয়ে যাবার পর তার পরিবারের বাকি লোকদের বলে আসে তাকে যেন আর কষ্ট না দেয়.সেই থেকে শুরু হয় তার সুখের সংসার. বানান ভুলহলে ক্ষমা করেন.ভালো হলে জানাবেন


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ১৪৮৪ জন


এ জাতীয় গল্প

→ বাঘ মামা আর শিয়াল ভাগ্নে
→ বাঘখেকো শিয়াল ছানা
→ গরু ও বাঘ এর একটি শিক্ষনীয় গল্প
→ বাঘ মামার বিয়ে
→ বাঘ ও দয়ালু ব্রাহ্মণ ২
→ বাঘ ও দয়ালু ব্রাহ্মণ ১
→ আইন জালুত - এক চিতাবাঘের গর্জন
→ বাঘ মামার বিয়ে
→ মিথ্যাবাদি বাঘ
→ বোকা বাঘ
→ মামু বাঘ মামু
→ বিভ্রান্তিকর জীবজন্তু (লেপার্ড ও চিতাবাঘ)
→ বাঘাবাড়ি ভ্রমন
→ বাঘাবাড়ি ভ্রমন

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now