বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
সাদ ও নিশানের গল্প পর্ব - ৪
শেষ বিকেল!
ধুরে দিগন্তে অকপটে চেয়ে আছে সাদ..
আহা! কি সুন্দর আকাশ!
দূরে পাখির ঝাক! উড়তে উড়তে ঠিক মাথার উপর দিয়ে চলে গেলো..
আহা! যদি পাখির মত উড়তে পারতাম!
ভাবলো সাদ!
বড় একটা ঢিল নিয়ে আকাশে ছুড়লো সাদ!
নাহ! পাখির গায় লাগানো গেলোনা!
কেনো যেনো সুন্দর কিছুও ভালো লাগছেনা আজ..
ভাই কেমন আছেন?
অহ নিশান? হ্যা ভালো আছি! কেমন আছিস তুই?
হাতে কি তোর?
আরে ভাইয়া মুড়ি মাখা.. এই নেন আপনার টা!
ভালো করেছিস!
মন খারাপ ভাই??
নাহ মন খারাপ না!!.. মন বিক্ষিপ্ত!
অহ আচ্ছা ভাই!! ভাই একটা কবিতা শুনান.
শুনবি?? আচ্ছা শোন..
স্বপ্নের কালো ক্যানভাস
~~~~~~~~~~~~~
সাদ আহমেদ
````````````````
আমি চেয়েছিলাম দূর অজানায় একাকিত্বে হাটতে
অজানার কোন সবুজ মেলায় কষ্ট গুলো বাটতে
নাম না জানা পাখির সুরে দু:ক্ষ গুলো ভুলতে
সবুজ ঘেরা চরণ বিলে কষ্ট গুলো দলতে
হারিয়ে যেতে হেথায় যেথায় পাখির বসে মেলা
জানবে না কেউ বলবে না কেউ আমার একার চলা
জীবনে নামক গহিন বনে বাইবো নিজের ভেলা
করবো কি ভাই? দেখছি সবই ডুবছে কিন্তু বেলা
এমন একটা রাজ্য চাই হেথায় শুধু আমি
সবুজ ঘাসের নরম চাদর চাচ্ছি পায়ে চুমি
এ যেন এক সপ্নভুমি আমার চরনভুমি
সবাই হেথায় স্বপ্ন দেশে জানো কি ভাই তুমি?
হেথায় যেথায় বলবে কোকিল তুমিও কি ভাই একা?
হ্যা রে ভাই ঠিক ধরেছ! বুদ্ধি তোমার পাকা!
গিয়ার নেই ধুকছি আমি চলছে আমার চাকা!
বুলি তুমি অনেকই পাবে কিন্তু শেষে ফাকা!
জীবন নামক কারাগারে পিশবে তুমি কত?
পাট কলেতে , চালের মিলে পিশে যেমন যত?
জীবন স্রোতে ভাসব না ভাই স্রোত বেড়েছে তত
হাল ছেরেছি, বেশ করেছি, শির করেছি নত
আমার যত কান্নাগুলো কালের খেয়ায় মিশে
তাতে কি রে ভাই? কার কি তাতে যায় কি কিছু আসে?
একলা জীবন একলা বোঝা থাকবে না কেউ পাশে
ডুবব আমি অথৈ জলে ফাঁসবো দড়ির ফাঁসে..
কাদবে আমি, জ্বলবো আমি জল শুকাবে চোখে
জীবন সেতো জীবন নহে ঘুরছি ঘুর্নিপাকে
পথ হারিয়ে,মাঠ ছাড়িয়ে অমানিশার বাকে
কথা গুলো গুমরে কাদে অযথাই ডাকে
দূর দিগন্তে, পথের শেষে তাকিয়ে দেখি হায়!
স্বপ্নগুলো যাচ্ছে ভেসে জল ঠেকানো দায়
মন যেন এক পাগলা গারদ মানতে নাহি চায়
যুদ্ধ যুদ্ধ খেলবো আমি মানব না আর রায়
মনের সাথে যুদ্ধে আমি কাহিল নাকাল সেতো
আমিও তো মানুষ রে ভাই সইব আমি কত?
একাই আমি থাকছি বেশ থাকছি নিজের মত
তোমাদের এই জগতটাকে সালাম লক্ষশত
আঁকছি জীবন ক্যানভাসেতে রঙ গুলো সব কালো
জানি, বুঝি মানি রে ভাই সবাই অনেক ভালো
হয়ত আমি যোগ্য নহে তাইতো এলোমেলো
সময় তো শেষ হয়েই যাবে নিভবে যত আলো
সুধুই আমি হয়ত ভবে যোগ্য ছিলাম নয়
খোদাই জানে তিনি আমার কেমন কিযে চায়
ডুবছে একটি একটি করে উঠছি যত নায়
ডুবছি আমি সাগর তলে পাচ্ছিনা ঠাই হায়
আমার চোখের নিরব ফোটা জানি তুমি দেখো
জানি তুমি ভালই চাও ফিরাও তুমি নাকো
তবুও খোদা জীবন যুদ্ধে কেন এত ঝাকো?
দাওনা মুঠো বাতাস আমায় বাচার পথের সাঁকো
ভাবছি আমি তখন যখন থাকবোনা এই ভবে
যখন আমার স্মৃতি গুলো মুছবে যাবে উবে
যুগান্তরের রঙিন পটে ভুলবে আমায় সবে
আমার আমি হারিয়ে যাব জানো কি ভাই কবে?
আমার এই দুনিয়াতে থাকব আমি একা
মানুষ বলতে একাই আমি বাকি সবই ফাকা
এই দুনিয়ায় তাহাই আছে যাহাই আমার আকা
লাগবে না মান, লাগবেনা টান, পকেট ভর্তি টাকা
আমার যত ছন্নছাড়া শুনবে আরো বলো?
পূব আকশে মেঘ জমেছে নিকষ কঠিন কালো
তাইতো বাপু দরকার নেই থাকুক সবাই ভালো
থাকি আমি নিজের মত জীবন তো প্রায় গেল
ছোট্ট এই কবিতাটি পড়বেনা কেউ হয়
কিন্তু এটিই আমার জীবন অন্য কিছু নয়
লিখতে আরো চেয়েছিলাম মনটা ভেঙে ক্ষয়
বেচে থাকলে লিখেব হয়ত হায়াত যদি রয়
চল ভালো লাগছেনা.. চল নিশান.. আরেকটা মুড়ি কিনে নিয়ে আয়..
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now