বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সাগরের নিচে

"রূপকথা " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মুন্না (০ পয়েন্ট)

X আমার ছোট বেলা থেকেই ইচ্ছা সাগরের নিচে কি আছে সেটা নিজের চোখে দেখা। এক দিন আমার বাবার চাকরির জন্য কক্স বাজার গেল। আমিও তার সাথে গেলাম। সেখানে কত সুন্দর বাতাস আর কি সুন্দর সৈকত। একটু ঘুরতে ঘরতে হঠাৎ একটা দোকান চোখে পরলো। সেই দোকানে আছে ডুবুরিদের জামা আর অক্সিজেন সিলিন্ডার। আমার যে কি আনন্দই না হলো তখন। আমি দোকান থেকে সেগুলো কিনলাম। আর সেগুলো পরে পানিতে নাবলাম। কত মাছ রং বে রংয়ের। হাঙ্গর তিমি আরো কত মাছ। অনেক গভিরে চলে গেলাম। চারিদিকে অন্ধকার। হঠাৎ সামনে একটা আলো চোখে পড়লো। আরে এটা তো জলপরি। উল্ট দিক হয়ে দাড়িয়ে আছে। কত সুন্দর দেখতে। তার মুখটা না জানি কত সুন্দর। জলপরিকে বললাম, জলপরি একটু এদিকে ঘুরে তাকাও না। যেই ঘুরে তাকিয়েছে ওমনি মুন্না স্কুলে যেতে হবে তারাতারি ওঠো। মেজাজটা কি ভালো থাকে। কত সুন্দর একটা জলপরিকে দেখতে যাচ্ছিলা তার মুখটাই দেখা হলো না।।। ।।।সমাপ্ত।।।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৮৪৭ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now