বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
শাহেল চায় এমন একজনকে সে বিবাহ করবে যার অনেক টাকা ।তা আবার তার বাবার নয় তার নিজের টাকা।একদিন শাহেলের বাবা তাকে বলল চলো তোমার এক আন্টির বাড়ি যাবো তার মেয়ে কে দেখেও আসব ।শাহেলে বাবা অনেক বুঝানোর পর সে যেতে চায়। অন্যদিকে তার আন্টির মেয়ে মৌ ও তাই চায়।শাহেল ও তার আসার মৌ এর সাথে দেখা হয়।শাহেলের বাবা বলল তোমরা আলাদা কথা বলে আসো।তো প্রথমে মৌ তার হাতে একটা কাগজ দেয়।শাহেল বলে এই লাভ লেটার দিয়ে কাজ হবে না কারন আমি আপনাকে বিয়ে করতেছি না।মৌ বলে আপনাকে বিয়ে করব না তাই মুখে না বলে কাগজে লিখে দিয়েছি ।শাহেলকে তখন সবকথা বলে তখন শাহেল ও বলে পে তার ও এক অবস্থা ।তার 2দিন কথা বলে তাদের একই ঘটক ।তিনি তাদের 2জনকে 2জনের সাথে দেখা করাইবেন ।তো তারা দেখা করে কিন্তু কারো পছন্দ হয় না।এরকম আরো 3জনের সাথে দেখা করে কিন্তু সৈই একই ঘটনা পছন্দ হয় না ।পরে তারা বুঝতে পারে টাকা না ভালবাসা বড়।পরে তারা একে অন্যকে ভালবেশে ফেলে।পরে তারা বিয়ে করে ফেলে।।।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now