বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

**লোভে পাপ পাপে মৃত্য**

"রূপকথা " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Md Shayekh Hanaye Maruf (০ পয়েন্ট)

X একদেশে ছিল এক জেলে।সে প্রতিদিন মাছ ধরে জিবিকা নির্বাহ করতো।যেদিন না উঠত মাছ সেদিন তার পরিবার না খেয়ে থাকতে হতো তাদের।প্রতিদিনের মতো আজও সে নদীতে মাছ ধরতে গেছে।অনেক বার জাল ফেলার পরও ভাছ পেল না সে ।সে বলল এটাই শেষবার।তখন তার জাল ভারি ভারি লাগে।ষে তুলতে অনেক কষ্ট হয়।তোলার পর দেখে একটা বাক্স তখন সে সেটা খুলে। খুলে দেখে একটা ছোট মাছ তখন মাছটি বলে আমাকে ছেড়ে দাও ।তুমি যা চাইবে আমি তাই তোমাকে দেব।তার মনে দয়া হয়।তখন সে মাছটিকে ছেড়ে দেয়।তখন মাছটি বলে তুমি আমার বন্ধু।আমাকে বন্ধু বলে ডাকলে আমি আসবো।সে বাড়ি ফিরে যায়।তার বউ লোভী ছিল।কথাগুলো তার বউ শুনে বলে তুমি এত বড় সুযোগ হাত ছাড়া করলে।তখন তার বউ বল তুমি কালকে যেয়ে তাকে বলবে যে আমাদের যেন একটা বিরাট বড় বাড়ি হয়ে যায় এবং তুমি প্রতিদিন যেন অনেক মাছ পাও।তার পর তাই হলো।তার বউ এর লোভ আরো বাড়লে সে বল সে যা ধরবে তা যেন সোনা হয়ে যায়।তাই হলো তারপর কিছুক্ষন পর তা দেখে সে আনন্দে তার বউকে জড়িয়ে ধরল।অমনি সে সোনা হয়ে গেল।তার বউ তার ভুল বুঝতে পারলো ।পরে তার স্বামীকে বলে সব যেন স্বাভাবিক হয়ে যায়।তাই হলো ।।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ১৮৬৭ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now