বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
সাজিদ এবার কলেজে উঠল। ১মাস কেটে গেল।তার নতুন বন্ধুবান্ধুবী হলো।এ পর্যন্ত সে কোনো দিন কারো প্রেমে পড়ে নাই।হঠাৎ একদিন তাদের ক্লাসে একটা মেয়ে ভর্তি হয়।তাকে দেখে সে ফিদা হয়ে যায়।তার নাম আখি।কিছুদিন কেটে যায় সাজিদ তার সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু পারে না।একদিন সাহস করে সে তার সাথে কথা কথা বলে।কথা বলে বুঝতে পারে মেয়েটি অনেক ভাল।কিছুদিনে মধ্যে আখির বন্ধুবান্ধব তৈরী হয়।তার মধ্যে সাজিদ তার বেস্ট ফেন্ড ছিল।তাকে একদিন একজন অপমান করে ছিল। সেদিন আখি অনেক কেদে ছিল।পরে তা সাজিদ জানতে পেরে যে অপমান করে ছিল তাকে মেরেছিল এবং তাকে সরি বলতে বলছিল। দেখতে দেখতে 2বছর কেটে যায়।এবার তাদের বিদায়ের পালা এরমধ্যে সাজিদ তার ভালবাসার কথা বলতে চেয়ে বলতে পারে নাই।সবাই কলেজ থেকে বিদায় নেয়।অনেক বছর কেটে যায়।সাজিদের পড়াশোনা শেষ হয়ে যায়।সে এক চাকুরির ইন্টারভিই দিতে যায়।এবং দেখে তার ইন্টারভিও নিচ্ছে আখি।সে অবাক হয়ে যায়। চাকুরিতে টিকে যায়।তার কিছুদিন পর আখিকে বলে তোমার বিয়ে হইছে সে বল না।তখন সাজিদ তার মনের কথা বল দেয়।তখন আখি বলে এত দিন আমি তোমার অপেক্ষায় ছিলাম।।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now