বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

***মায়াবি মুখটা***

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Md Shayekh Hanaye Maruf (০ পয়েন্ট)

X একদিন রাহিরাস্তা দিয়ে হাটছিল ঠিক সেই রাস্তা দিয়ে একটা মেয়ে আসছিল।তাকে দেখে রাহি যেন অবাক হয়ে গেল।তার সাথে দেখা হবার পর রাহি শুধু তার কথা চিন্তা করে।পরের দিন তার বন্ধুর বিয়ের দাওয়াত ছিল।সে তার বন্ধুর বিয়েতে যায়।তার বন্ধুর শশুর বাড়ি পৌছানোর পর খাওয়া দাওয়া সেরে যখন উঠছিল ঠিক তখন রাহি সেই মেয়েটিকে দেখতে পায়।সে দেখা তার বন্ধু বউ এর বান্ধুবি।কিছুক্ষন পর তাদের পরিচয় হয়।সে মেয়েটির নাম জানতে পারে ।তার নাম দিপ্তী।ভালই কথাবার্তা হয় তাদের মধ্যে।বাড়ি আসার ২দিন পর তার বন্ধুকে সবখুলে বলে।পরে তার বন্ধু তার বউ এর কাছ থেকে তার নাম্বার জোগাড় করে দেয়।রাহি ফোন দেয় সেদিন সে অনেক কথা বলেছিল।এরকম তাদের কথাবার্তা হয় আবার দেখা সাক্ষাত হয়। এরকম করে চলতে থাকে অনেক দিন।তাদের সম্পর্ক হয়ে যায়।হঠাৎ একদিন দিপ্তী একটা মেয়ের সাথে রাহিকে ঘুরতে থাকে রাহি ও দিপ্তীকে দেখেছিল কিন্তু চলে যায়। দিপ্তী তখন তাকে ফোন করে কিন্তু ফোনে পায় না ।সে একটু দুঃখ পায় এবং রাহিকে ফোন দিলে ফোন ধরেনা ধরলেও কথা বলে না।রাহি বুজতে পারে তাকে সেই মেয়েটির সাথেদেখে এমন করতেছে।তখন তার সাথে দেখা করায় ওবলে সে তার চাচাতো বোন।সে বলে ছি আমি কি মনে করেছি তখন তার অভিমান ভেঙ্গে যায়।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৭৫২ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now