বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
রাতে বউয়ের সাথে তুমুল ঝগড়া করেছি,
ওকে বলেছি " তুমি যদি মানুষের বাচ্চা হও, তাহলে আমার সাথে কথা বলবে না । ব্যাস কাজ হয়েছে
আর কথা বলে না । খালি রাগে ফোলে । সারারাত
নাক টেনে কান্না
করছে ,,,,,,,,,,,,,,,,,, না নিজে ঘুমাচ্ছে, না আমাকে ঘুমাতে দিচ্ছে।
সকালে খেতে বসে দেখি আজব কান্ড, আমার
খাওয়ার পাশে খাতা কলম রাখা।
বললাম এগুলা কি,,,,,,,,,,,,,,,,,,,,,,?
বউ খাতায় কি জানি লেখলো । তারপর আমাকে
দেখালো, আমি পড়লাম । লেখা আছে,,,,,,,,,,,,,,,"আমি
মানুষের বাচ্চা , তাই কোনো কথা নাই"। আজব
কাহিনী যাই হোক,,,,,,,,,,,,,সে নিজে আমাকে মাংস দিলো
৩ পিস। আমি খাতায় লিখলাম " ২ পিস দাও "খাওয়ার মাঝে লিখলাম পানি দাও।
রাতে ঘুমানোর আগে আমি সুয়ে আছি,
সে গুন গুন করে গান গাইছে, আর চুল
আঁচড়াচ্ছে। কি চমৎকার দৃশ্য,
আমি খাতায় খস খস করে লিখলাম " প্রিয় জানু "
আগামিকাল সকাল ৮ টায়
আমার অফিসে একটা জুরুরি মিটিং আছে।
প্লিস সকাল ৭ টায় ডেকে দিও। চিঠিটা
বউয়ের হাতে দিয়ে আমি ঘুমিয়ে গেলাম। ঘুম
থেকে উঠে দেখি ৯ টা ৩৫ ।
চিৎকার দিয়ে উঠে বসছি। এইটা কি,,,,,,,,,,,,,,?
পাশ ফিরে দেখি বউ নাই।
বউয়ের এর জায়গায় একটা চিঠি । তড়িঘড়ি
করে খুলে দেখি,
একটা লেখা,,,,,,,,,," ওগো শুনছো
সাড়ে
৭টা বাজে উঠো তোমার দেরি হয়ে যাচ্ছে!!!
এখন কেমনডা লাগে ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ...