বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

""জিজের সংস্পর্শে আসা ০১""লেখক:Jahid hasan (অপরাধী)

"স্মৃতির পাতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Blank Id (০ পয়েন্ট)

X ""জিজের সংস্পর্শে আসা ০১""লেখক:Jahid hasan (অপরাধী) (????উৎসর্গঃ আমার সবচেয়ে প্রিয় মানুষটিকে ও আমার মামুনি ইভা ও বাবাই ইভান কে) [[জিজেতে আমি সদস্য হয়েছি মাত্র দুই মাস হলো। আর এই দুই মাসে জিজে আমাকে অনেক টা আপন করে নিয়েছে, নিজের পরিবারের মতো। আর জিজের সকল সদস্য আমাকে তাদের ছোট ভাই /বড় ভাই হিসেবে স্নেহ, মমতা, আদর ভালবাসা ও সম্মান দিয়েছে। তাই আজকের গল্পটা জিজের সকল সদস্য কে সম্মান জানানোর জন্য লিখছি। তবে আপনাদের সম্মান জানাতে গিয়ে যদি কখন‌ও কার‌ও মনে কষ্ট দিয়ে থাকি তাহলে দয়া করে এই ছোট /বড় ভাইটাকে নিজগুনে ক্ষমা করে দিবেন। ]] আজ সকাল থেকে আমি খুব ব্যস্ত। আজ অনেক কাজ আছে। কিন্তু শরীর টা খুব একটা ভালো লাগছে না। তাই প্রতিদিনের মতো আজ‌ও জিজেতে আসলাম। আমার পান্থ সাহরিয়া ভাইয়ের গল্প পড়তে খুব ভালো লাগে। কিন্তু উনি এখন আর আসে না।ধন্যবাদ শাহরিয়া ভাইয়া,আপনার সকল মিষ্টি মিষ্টি গল্পের জন্য। শুয়ে শুয়ে গল্প‌ই পড়ছিলাম। হঠাৎ সাজিব বাবু ভাইয়ার নারকেল পাতার নাকফুল গল্পটা দেখতে পেলাম। গল্পটা পড়ে বুঝতে পারলাম উনি কত বড় মাপের একজন লেখক। ওই গল্পের ছয়টি পর্ব‌ই আমি খুব মনোযোগ সহকারে পড়লাম। উনার লিখনশৈলী আর বাক্য যোজনা আমার কাছে খুব ভালো লেগেছিল। গল্পটির প্রথম থেকে শেষ পর্যন্তই ছিল আকর্ষণ। একজন পাঠকের মন কিভাবে গল্পের মধ্যে নিবিষ্ট করে রাখা যায় তা সাজিব বাবু ভাইয়া খুব ভালো জানেন। আমি তো গেস্ট, তাই এত বড় লেখকের গল্পে কমেন্ট করতে সাহস পেলাম না।ধন্যবাদ সাজিব বাবু ভাইয়া,এই রকম অনেক অনেক গল্প আমাদের মতো পাঠকদের উপহার দেওয়ার জন্য।আশা করি আপনি দীর্ঘজীবী জিজের সাথে থেকে এই রকম আর‌ও অনেক গল্প লিখে জিজেকে আর‌ও সমৃদ্ধ করবেন। এরপর রানা জোজো ভাইয়ার গল্প পড়লাম। এই গল্পটি মূলত শিক্ষণীয়। উনি আমাদের সবসময় শিক্ষণীয় গল্প উপহার দেন যা থেকে আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখি। ধন্যবাদ ভাইয়া আপনার সকল শিক্ষণীয় গল্প গুলোর জন্য। আর আমি খুব দুঃখিত ভাইয়া, আমার জন্য আপনাকে অপমানিত হতে হয়েছে। আমি তো আপনাদের ছোট ভাই, তাই ছোট ভাইয়ের এই অপরাধ টুকু ক্ষমা করে দিবেন। আসলে জিজেতে আমি কতদিন থাকতে পারবো জানি না। তাই আপনাদের সকলের কাছে আমি আমার ভুল ত্রুটির জন্য ক্ষমা চাইছি। হয় তো এই সুযোগ আর কখন‌ও আমি পাবো না। এই পৃথিবী হয়তো আমার কাছ থেকে এই সুযোগ চিরদিনের জন্য কেড়ে নিবে। আর আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন এটা ছোট ভাই হিসেবে আমার আবদার। আশা করি, রানা আপনি আপনার শিক্ষণীয় গল্প জিজেতে সাবমিট করে জিজেকে আর‌ও সমৃদ্ধশালী করে তুলবেন। এরপর ওলিভার কুইন শুভ ভাইয়ার গল্প পড়ছিলাম। আমি যেদিন উনার প্রথম গল্প পড়ি,আমি তো উনার গল্পের উপর ক্রাস খাই। এত সুন্দর করে কেউ যে গল্প লিখতে পারে তা জানা ছিল না। তাই আমি উনার উপর ফিদা হয়ে যায়। সত্যি বলছি, আমি যদি মেয়ে হতাম, তাহলে উনার সাথে প্রেম করতাম। ভাইয়া দোয়া করি, আপনি যেন এভাবেই গল্প লিখে যেতে পারেন আর আমার মতো পাঠকবৃন্দকে আপনার গল্পের উপর ক্রাস খাওয়াতে পারেন এই শুভ কামনায় করি। আর একটা কথা, আমি যেহেতু,অপু তানভীর ভাইয়ার গল্প প্রথম পড়ি তাই উনি আমার সবচেয়ে প্রিয় একজন লেখক। ভাইয়ার জন্যেও অসংখ্য শুভ কামনা রইলো। এরপর ভাবলাম, অনেক তো গেস্ট হিসেবে র‌‌ইলাম। এবার একটা একাউন্ট খুলেই ফেলি। আর একাউন্ট খোলা মাত্র‌ই দেখলাম জিভের পরিবার কত বড়, কত বিশাল এদের মন। কি সানন্দেই না আমাকে গ্রহণ করা হলো। আমাকে একটা নতুন উপাধি দেওয়া হলো। আমি সেই উপাধি পেয়ে সত্যি আবেগে আপ্লুত হয়ে গেছি। এতটাই ভালো লেগেছে যে আমি খুশিতে আমার fb Id 'র নাম‌ও রেখেছি জাহিদ হাসান (অপরাধী)। এছাড়াও হোয়াটস্অ্যাপ ,ইমো, Instagram, শেয়ারচ্যাট, tiktok এর একাউন্টেও আমি এই নাম ইউজ করি। এমনকি SherEit এও আমি এই নাম ইউজ করি। সত্যি আমি খুব ভাগ্যবান যে আমি এমন একটা উপাধি লাভ করেছি। আসলে কেউ আমাকে জোর করে এই উপাধি চাপিয়ে দেই নি। বরং আমি নিজেই এটা নিজের উপর চাপিয়ে নিয়েছি। তাই কার‌ও কিছু ভাবার দরকার নেই। এটা আমাকে ভালো লাগে তাই আমি এটা ইউজ করি। আইডি খোলার পরেই দেখতে পাই সাজু ভাইয়ের রোমান্টিক ধরণার গল্প ভাবনার গহীনে। এই গল্পটি ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারেই অসাধারণ। এক কথায়, এক্সট্রা ওরডিনারি। কেউ এটাকে ওরডিনারি গল্প বলবে কি না জানি না। তবে আমার কাছে কখন‌ই ওরডিনারি গল্প ন‌ই। এটা আমার কাছে এক্সট্রা ওরডিনারি একটা গল্প। অবশ্যই সাজু ভাই এবং গল্পের লেখিকা আপুকে অসংখ্য ধন্যবাদ। আর সাজু ভাইয়ের অন্যান্য গল্পগুলোর জন্যেও উনাকে অসংখ্য ধন্যবাদ। আর আশা করি সাজু ভাইয়া সবসময় এই রকম গল্প লিখবেন এবং সাবমিট করবেন।এবং সেই সাথে জিজেকে সমৃদ্ধশালী করে তুলবেন। আর ভাইয়া আমি জানি আমি অনেক ভুল করেছি জিজেতে এসে। আমার জন্য জিজের পরিবেশ নষ্ট হয়েছে। হয়তো আমার উপর অনেকেই রেগে আছে এই কারনে। আমার উচিত ছিল জিজের নিয়ম কানুন মেনে চলে জিজের পরিবেশ টা আর‌ও সুন্দর ও শান্তি পূর্ণ করে তোলা। কিন্তু তা আমি পারি নি। তাই আজ আমি জিজের কাছে ও জিজের সকল সদস্যদের কাছে করজোড়ে ক্ষমা চাইছি। পারলে এই ছোট ভাইয়ের অপরাধ টাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।আর সাজু ভাইয়া আমি যদি জেনে বুঝে অথবা না বুঝেই কখন‌ও কষ্ট দিয়ে থাকি তবে দয়া করে ক্ষমা করে দিবেন। এরপর‌ই আমি আমার প্রথম গল্প লিখি এবং সেটা প্রকাশ ও হয়। সেইদিন এক বড় ভাইয়া আমাকে বলেছিল যে ভাইয়া তুমি যখন গল্প লিখছো তখন শিক্ষণীয় গল্প লিখবে। ভাইয়া ওইদিন আপনার কাছে কতটুকু কৃতজ্ঞতা প্রকাশ করতে পেরেছি জানি না। আজ যখন আবার সুযোগ পেয়েছি তখন আপনাকে আপনার উপদেশের জন্য জানাই আন্তরিক ভালবাসা। কিন্ত........ To be continued (আসলে জিজের যত সদস্য আছে ওদের বর্ণনা একে একে দেওয়া সম্ভব না। তারপর আমি আমার পক্ষ থেকে জিভের সকল সদস্য কে সম্মান জানানো। আর কার‌ও যদি সমস্যা থাকে তাহলে আমাকে বারণ করতে পারেন। আর জিভের কাছে অনুরোধ থাকবে গল্পটা যেন পাবলিস করে। ভুল ত্রুটি মার্জনীয়।)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২০৯৫৭ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now