বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

""বাস্তবতা""

"সত্য ঘটনা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Prince (০ পয়েন্ট)

X বাস্তব দৃষ্টিকোন থেকে নেওয়াঃ ২ মিনিট ১টু পড়ুন।। আপনে ৬ মাস প্রেম করেছেন, এখন প্রেমিকার কাছে আবদার করছেন শারীরিক সম্পর্ক করতে, সে রাজি হলো না, আপনে জুর করছেন, এখন সে নিরুপায় হয়ে, আপনার আবদার রাখতে গিয়ে রাজি হলো।। এখন তার চরিত্রে দাগ পড়লো, কে চরিত্রে দাগ দিলো, কেন হলো,??? ভাবুন, সম্পর্কের নাম যাই হোক, দেহ ভোগ করার নাম প্রেম নয়, আপনে তাকে বিয়ের স্বপ্ন দেখালেন, পরে ফুলের মধু খেয়ে তাকে বাদ দিয়ে দিলেন, আপনার মত অনেকে নারীদের কে বিয়ের আগে এভাবে নষ্ট করে দিচ্চে, এর পর থেকে এই নারী বুজে যে পুরুষ জাতি কেমন। আর আপনারা বিয়ের সময় বলেন, ভালো মেয়ে কোথায় পাবো,,বিয়ের জন্য। নারীরা বড় বোকা, নষ্ট হওয়ার পরে তাদের বুদ্ধি আসে, নারীরা বোকা না হলে কোন ধর্ষকের বউ থাকতো না । নারীরা বোকা না হলে কোন ইফটিজারের বউ থাকতো না। নারীরা বোকা না হলে কোন সন্তান তার মা, কে বৃদ্ধাশ্রমে রাখতে পারতো না, , আমরাই এক সময় এই নারীদের কে, বউ করি, মা ডাকি, বোন ডাকি , কলিজার টুকরা কন্যা ডাকি, ছি, ছি, ছি, কি করে আমরা পারি বিয়ের লোভ দেখিয়ে, প্রেমের নামে তার দেহ ভোগ করতে ? সব নারীরা কিন্তু এক না, সবাই দোয়া তুলুসি পাতাও না, # মেয়েদের_বলছিঃ আধুনিক যুগে মন দিয়েছো বুঝলাম,, একবার ভেবে দেখো তোমাকে বিয়ে করতে একটা ছেলের চাকরি জোগাড়, পরিবারকে রাজি করানো, মোহরানা, বিয়ের খরচ ইত্যাদি কত ঝামেলা আর টাকার ব্যাপার,, এর পর সে তোমাকে পাবে, ↓ এখন তুমি যদি তার আগেই তাকে সব দিয়ে দাও আর এত ঝামেলা করতে কি তার মন চাইবে??? বিয়ে না করে ২টা মিষ্টি কথায় সব হলে পাগলেও বিয়ে করবে না তোমাকে!! ↓↓ ★ বোন গো,, নিজেকে সস্তা করো না!! বোন,, তুমি নিজেও জানোনা যে, তুমি তোমার মা-বাবার কত দামী আর কত কষ্টের অর্জিত মূল্যবান সম্পদ!! !! !! # ছেলেদের_বলছিঃ যে মেয়েটার ক্ষতি করছো,, করো!! একবার ভাবো, তোমার আদরের লক্ষি বোনটাকে যে কিনা আজ আবদার ধরেছে ভাইয়া আমার জন্য চটপটি আনিস,, আর তুমিও তাকে অনেক ভালোবাস!! ↓ অনেক কষ্ট করে খুজে একটি ভাল পাত্র জোগার করলে তাকে সুখি দেখতে চাও!! এখন সে এসে বললো ভাইয়া নেটে আমার ভিডিও আসছে!! ★ও ভাই,, কেমন লাগবে তোমার ভিতরটায়??? ..... তাই বলি, আসো সময় থাকতে সাবধান হই। আজ আপনি পাল্টান, কাল আপনার পরিবারের সবাই, এর পরে একটা সমাজ পাল্টাবে , এভাবে একটা দেশ নয় গোটা দুনিয়া পাল্টে যাবে, যদি আপনি কোরআনের ছায়াতলে আসেন,


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ১০৫৪ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now