বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

রক্তিম খেলা ঘর - পর্ব ৭(শেষের আগে)

"রোমাঞ্চকর গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান সাদ আহমেদ (০ পয়েন্ট)

X রক্তিম খেলাঘর লেখা - সাদ আহমেদ --------------------------- সিধুর বাহিনি পুরোটাই কোণঠাসা হয়ে পরেছিলো আসিলে অই ছোট চর টার ভিতরে... কিছুটা সংকিত দেখা যাচ্ছিলো সিধুকে.. দ্রুত মোবাইল বের করে কাকে যেন ফোন দিলো সিধু. ততক্ষনে গ্রামের সবাই নদীর পারে চলে আসছিলো.. সবদিক দিয়ে ফেসে গিয়েছিলো আসলে তারা.. নিশ্চিন্ত মনে বসে ছিলো সিধু.. রকি আর জলিল কিছু ছোট বোমা বের করে রেখেছিলো.. কেউ দ্বীপের কাছে আসতে গেলে বোমা এবং ফায়ার করছিলো তারা.. এমন সময় নদীতে একটা সেনাবাহিনীর শীপ দেখা গেলো, শীপ থেকে মাইকে সারেন্ডার করার কথা বলা হচ্ছিলো.. মুচকি মুচকি হাসছিলো সিধু.. এর পরে দারিয়ে একটা কাপড় নাড়া দিলো... অল্প কিছুক্ষন পরে একটা শীপ দীপের গায়ে ভিরলো, অল্প কয়েকজন কমান্ডার নামলো তারা ফায়ার করতে করতে দীপের ভিতরে প্রবেশ করলো.. দ্বীপের গভীরে গাছ গাছালির ভিতরে সিধুর দল বসা ছিলো.. সেখানে গিয়ে পৌছালো কমান্ডার, এসে সিধুর সাথে হাত মেলালো কমান্ডার মুখের মাক্স খুললো কমান্ডার কেমন আছেন কমান্ডার আফজাল সাহেব? জিজ্ঞেস করলো সিধু.. কেমন আর থাকবো বলো!! কাগজে কলমে তো আমাকে মেরেই ফেলেছো তুমি!! হেসে জবাব দিলো আফজাল সাহেব!! হ্যা তা বটে! তবে এই মিশনে আপনি অনেক সাহায্য করেছেন বললো সিধু আর হ্যা মিশন কম্পলিট!! অনেক বড় অন্যায় এবং অরাজকতার সমাপ্তি হলো আজ!! হ্যা কিছুটা আমি জানি বটে! তবে অনেকটাই কিন্তু জানিনা!! এখন আমাকে দায়ীত্ব দেওয়া হয়েছে তোমার দলকে সেফলি এখান থেকে নিয়ে যাওয়ার জন্য এবং কিছু নাটক রচনা করার জন্য.. বলে হাসলেন আফজাল সাহেব! আচ্ছা এখন এখানে কিছু গোলাগুলি হবে এবং তোমাদের শরিল রক্তাক্ত করে নিয়ে শীপে রাখা হবে মানুষ জানবে যে এদের ক্রস ফায়ার দেওয়া হয়েছে.. নাও সময় কম!! শুয়ে পর.. মিশনের রিপোর্ট পরে শুনবো... এর পরে সিধুদের কিছু রক্তাক্ত মেকাপ করা হল এবং গোলাগুলির নাটক করা হলো এবং জাহাজে নিয়ে গিয়ে উঠানো হলো... অল্পকিছুক্ষন পরে পরিস্থিতি হালকা হয়ে আসলো.. গ্রামের মানুষের সব জল্পনা কল্পনার অবসান হল.. (আগামী পর্বে সমাপ্প)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৬৬৪ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now