বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সাফল্যের ইতিকথি

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মোঃ আল-মামুন আলম আরজু (০ পয়েন্ট)

X জীবনে বড় হতে চাও? স্বপ্ন পুরন করতে চাও? তবে আমি বলব...আজই ফ্যান্টাসীর জীবন থেকে বেরিয়ে আস... - ও বেবী আই মিস ইউ,লাভ ইউ... এই শব্দগুলো জীবন থেকে বাদ দাও... জীবনকে একটু অন্যভাবে দেখ... তোমার নিম্ন মধ্যবিত্ত বাবার চোখের দিকে তাকাও... দেখবে তোমাকে নিয়ে সাজানো হাজারো স্বপ্ন তোমার বাবার পরনের জামা বা জুতোর দিকে একবার ভালো করে তাকাও... দেখতে পাবে শুধু তোমার দিকে তাকিয়েই সে ছিড়ে যাওয়া জামা বা ক্ষয়ে যাওয়া জুতো জোড়া ফেলতে পারেনি... সে ভাবছে এই টাকা গুলো বাচিয়ে তোমার জন্য নতুন একটা জামা কিনবে... , ভয়ানক পেটে ব্যাথা নিয়েও তোমার মা দাঁতে দাঁত চেপে সেটা সহ্য করে যাচ্ছে। কেননা তার অপারেশনের এই টাকা বাচিয়ে তোমার পরবর্তী সেমিস্টার ফি দেবে.. - তারা সব কস্টগুলো চোখমুখ বন্ধ করে সহ্য করে নিচ্ছে আর বুকের মাঝে সপ্ন বুনছে.... এইতো আর একটু ....... আমার সন্তানটা গ্রাজুয়েশন শেষ করলো বলে...এরপর ভালো চাকরি করবে।আমাদের ঘর থেকে দুঃখ পালিয়ে সুখে ভরে যাবে। তোমার কাছ থেকে মায়ের চাওয়াটা খুবই কম। শুধু সে চায় তুমি মানুষ হবে ...... সে তোমাকে নিয়ে গর্ব করতে পারবে... এটুকুই তার চাওয়া.... একটু আশেপাশে তাকাও ..... দেখো তোমার বয়সী এক তরুণ বা তরুণীর জীবনে টিকে থাকার সংগ্রাম।তুমি হয়তো কাঁদো প্রেমিক বা প্রেমিকার জন্য ,আইফোনের জন্য,নতুন বাইক এর জন্য - আর সে কাঁদে তার পরিবার এর জন্য... সে সংগ্রাম করে যাচ্ছে। অবিরত তার পরিবারকে টিকিয়ে রাখার... -কি নেই তোমার .... হাত, পা শক্তি? সবই তো আছে... তবে নেমে পড়ছো না কেনো??? কেন তুমি জীবনকে দেখছো ফ্যান্টাসীর দৃষ্টিতে?? তোমার কাছে জীবন মানেই প্রেম, জীবন মানেই গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের মন জয়ের লড়াই??? , -একবারও কি ভেবে দেখেছো - তোমার জন্মদাতা পিতাকে একজোড়া জুতো আর একটা পান্জাবী কিনে দেয়া উচিত ? একবারও কি ভেবে দেখেছো - তোমার মায়ের শাড়িটা পুরোনো হয়ে গেছে? একবারও কি বলেছো - ' বাবা ! আমি সামনের মাসে তোমার থেকে আর হাত খরচ নেবো না, টিউশনি করাবো , নিজের সেমিস্টার ফি নিজেই জোগাড় করবো l তুমি দুশ্চিন্তা করো না বাবা... একবার ও বলেছো ? কেনো বলোনি ? তুমি তো বড় হয়েছো... জন্মদাতার কষ্ট ই যদি না বোঝো ....... কার কষ্ট বুঝবে তুমি? আবারো বলছি... ফ্যান্টাসীর জগত বাদ দাও .......... মায়ের মুখে একটু হাসি ফোঁটাও ....... পড়াশোনা করো ........... বাবা মায়ের সপ্ন পুরনে কঠোর সাধনায় নামো... ....আর সেই সপ্ন জয় করে বাবা মায়ের সামনে এসে দাড়াও...দেখতে পাবে সুখে তাদের চোখে পানি ঝরছে... বিশ্বাস করো সেই চোখের পানিই তোমাকে পৃথিবীর সব থেকে সুখি মানুষ বানিয়ে দেবে....সেই সাথে অনেক বড়মানুষ । জিবনের উদ্দেশ্য কখনো প্রেম ভালবাসানা, এগুলো প্রাপ্ত বয়স্ক হলে একদিন ঠিকই পাবে। এসব করতে গিয়ে নিজের জিবনটাকে ধ্বংস করো না, মুল্যবান সময়টাকে কাজে লাগাও সাফল্য একদিন অবশ্যই আসবে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৭০৪ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now