বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

" স্টুপিড ও মায়াবতির গল্প" A Romantic Musical Story of Love-

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান MD.ABDULLAH ALL MAMUN (০ পয়েন্ট)

X " স্টুপিড ও মায়াবতির গল্প" A Romantic Musical Story of Love- ব্যস্ততার এই শহরের কিছু মানুষের ভালোবাসার গল্প। “করুণা নয় সত্যিকারের প্রেম” ​আজ মীমের বিয়ে । শহরের নামকরা একজন ডাক্তারের সাথে । মীম দেখতে তেমন আহমরি সুন্দরী নয় আবার তেমন ধনী পরিবারের মেয়েও নয় । তাই মীম কিছুতেই বুঝতে পারছে না যে , এতো বড় ডাক্তার কেন মীমকে বিয়ে করছে ? . মীমের আজ যার সাথে বিয়ে হচ্ছে তার নাম হাবিব আদনান । শহরের সবাই এক নামে চেনে বা জানে । কারণ ডাক্তারি হিসাবে হাবিব যে সব বিষয়ে স্পেশালিস্ট । মেডিকেল বিশ্ববিদ্যালযে পড়ার সময় কত মেয়ে যে হাবিবকে প্রেমের প্রস্তাব দিযেছে তার হিসাব নাই । কিন্তু হাবিব কারো ভালোবাসাই গ্রহন করে নি । সেই হাবিব কিনা আজ মীমের মত এক সাধারণ মেয়েকে বিয়ে করছে । সত্যিই এক বড় রহস্য ! . দরজা লাগানোর শব্দে মীম দরজার দিকে তাকায় । দেখে , হাবিব দরজা দিযে মীমের দিকে আসতেছে । খাটের কাছে আসতেই মীম খাট হতে নেমে সালাম করতে যাবে এমন সময় হাবিব মীমের পা ধরে বলে উঠলো মীম আমাকে ক্ষমা করে দাও । মীম অবাক হযে দুইপা পিছনে গিযে বললো , কি করতেছেন ? আপনি আমার স্বামী । আর আপনি আমার কি ক্ষতি করছেন , যে ক্ষমা চাইতে হবে? . হাবিব মীমকে নিয়ে বারান্দায় গিযে বসে । তারপর মীমকে জিজ্ঞেস করে । -মীম , তোমার কি ১২ ই ফেব্রুয়ারি কথা মনে আছে । -হ্যা । থাকবে না কেন ? ওই দিন আমার এক বেয়াকুবের সাথে ধাক্কা লেগে ফলে ফ্লাই-ওভার হতে নিচে পড়ে যাই । কিন্তু এটা জিজ্ঞেস করার কারণ কি ? -ওই দিন তোমার অপারেশন কে করছিল মনে আছে ? -থাকবে না কেন ? আপনে করছিলেন । -হুম । তুমি কি জানো ? তুমি আর কখনই মা হতে পারবে না । -মানে কি ? কেন ? কি বলছেন এ সব ? -যা বলছি । সত্য বলছি , মীম । তুমি আর মা হতে পারবে না । কিন্তু কেন ? -কারণ আমি । আমি সেদিন তোমার অপারেশন করছিলাম । ঝড়বৃষ্টির হচ্ছিল তাই হাসপাতালে তেমন কোনো নার্স ছিল না । তাই বাধ্য হয়ে আমি একাই আপনার অপারেশন করছিলাম । কিন্তু তখন ১২.০০ টা বেজে গিয়েছিল । তাই নিত্য দিনের অভ্যাস মত আমি আমার গার্ল ফ্রেন্ডকে মেসেজ করতে গিয়ে মোবাইল হাত থেকে পড়ে যায় এবং সরাসরি আপনার ফলিপিয়ান টিউবের উপর পড়ে । ফলে আপনার ফলিপিয়ান টিউব ছিঁড়ে যায় । তাই আপনি আর মা হতে পারবেন না (….বলতে বলতে হাবিবের চোখ থেকে দুই তিন ফোটা জ্বল গড়িযে পড়ে….) । -তা আপনি সেদিন বলেন নি কেন ? -আমি সেদিন বলতে পারি নাই । -ওহ । সেই জন্য বুঝি করুণা করে আমায় বিয়ে করলেন এতো বড় ডাক্তার হয়েও , তাই না ? -না । করুণা হবে কেন ? আমার দোষে ঘটেছে । তাই আপনাকে আমিই বিয়ে করলাম । তাছাড়া অন্যের বাবা হওয়ার স্বপ্ন কি ভাবে ভেঙ্গে দেই ? -তা না হয় ঠিক আছে । কিন্তু আমি মা হবো কি ভাবে ? আমার মা হবার স্বপ্ন , আপনি ভাঙ্গেন নি ? -সরি…………. -শুনেন । সরি বললেই সব হয় না । আর করুণা করতে হবে না । কাল আমাকে ডিভোর্স দিয়ে দিবেন । আমি অন্যের করুণাতে বেঁচে থাকতে চাই না । -করুণা হবে কেন ? মনে করেন এটা আমি ভালোবেসে করেছি । -হা হা হা…………… -হাসার কি হল ? আমি হাসার কিছু বলেছি ? -দাঁড়ান হেসে নেই । আপনি প্রেমিকার সাথে মেসেজ করতেন আর আমাকে বলতেছেন আমায় ভালোবেসে বিয়ে করছেন । এর চেয়ে মজার কোনো কথা হতে পারে মি. ডাঃ হাবিব ? জানেন,“ আমি সারাজীবন প্রেম করি নি কারণ স্বামীর বিশুদ্ধ ভালোবাসা পেতে চাইছিলাম কিন্তু ভাগ্য খারাপ বলেই হয়ত ভালোবাসার বদলে করুণা পেলাম ”(……….বলেই মীম কান্না করতে লাগল………..) -মীম , আমায় বলতে দিন । আর এই ভাবে কান্না করবেন না । বাবা-মা শুনলে খারাপ ভাববে । -আর কি বলবেন ? বলেন । . . -“ মীম আমি যাকে মেসেজ করছিলাম সে আমায় ভালোবাসে না । শুধু আমি তাকে ভালোবাসতাম । আর সে কোনো দিন আমায় মেসেজ করে নি । আর আমার কোনো খবর নেয় নি কোনো দিন ” -তাহলে তাকে ভালোবাসতেন কেন ? -কারণ অনেক ছোট । তবে এটাকে অনুশোচনা বলা যেতে পারে । -অনুশোচনা কেন ? আপনি কি ভুলের অস্তাদ । -না । শুনেন আগে । পরে বলেন যা বলার । “আমি তখন মেডিকেল প্রথম বর্ষে পড়ি । পড়াশোনার চাপ একটু কম ছিল । তাই অনেক দিনের স্বপ্ন পূরণ করার জন্য ফেসবুকে গল্প লিখতে লাগলাম । অল্প দিনে জনপ্রিয় হয়ে যাই । তারপর একদিন একটা আইডি থেকে মেসেজ আসে “ আমি যেন তার ফ্রেন্ড রিকুয়েস্ট অ্যাকসেপট করি ” । আমার আইডি টা ভালো লাগে তাই অ্যাকসেপট করে নেই । কিন্তু মেয়ের আইডিটাতে উল্টাপাল্টা ইংলিশ লেখা স্টাটাস দেখি কিছুদিন পর । তাই রাগে অনেক বোকা দেই । তারপর মেয়েটাকে বিদ্রুপ করে গল্পি লিখে ফেসবুকে পোস্ট করি । মেযেটা আমার গল্প পড়ে অনেক বড় একটা মেসেজ করে যাতে ইমোশন ছিল সেই সাথে ছিল সরি লেখা । ফলে আমি আমি আমার ভুল বুঝতে পারি যে , একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি । তাই আমি আমার পারছোনাল আইডিটা বাদ দিতে অনন্ত নামে ফেসবুক আইডি খুলে মেয়েটাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাই কিন্তু অ্যাকসেপট করে না । তাই আমি প্রত্যেকদিন একটা করে লাভ মেসেজ দেই । তোমার অপারেশনের দিন পর্যন্ত মোট ২২৩০ টি । কিন্তু সে আমাকে একটি মেসেজও দেয় নি তবে দুইটা মেসেজে দিযেছিল । বলেছিল এইসব ফালতু প্রেমে সে বিশ্বাস করে না । আর যদি আমার প্রেম খাঁটি হয় তাহলে আমি তাকে পাব । কিন্তু হয়ত আমর প্রেম খাঁটি ছিল না তাই আমি তাকে পাই নি । কিন্তু তোমাকে আমি কোনো করুণা করছি না । বিশ্বাস রাখতে পারো । এখন থেকে আমি তোমাকে সত্যি ভালোবাসব ” . . “মীম অবাক চোখে তাকায় হাবিবের দিকে তারপরে বলে -মেয়েটির নাম কি লামিয়া ছিল ? -….(হাবিবও অবাক চোখে মীমের দিকে তাকায়)….আপনি কি তাকে চিনেন ? চিনলে বলে দিবেন যে , আমার প্রেম সত্যিকারের ছিল না । -না । আপনার প্রেম সত্যিকারের ছিল । আর মেযেটিকে আপনি পেয়েছেন । -মানে তুমিই সেই লামিয়া ? -হুম । “বলেই মীম দৌড়ে এসে হাবিবকে জড়িযে ধরে কান্না করতে থাকে । হাবিবও কান্না করে দেয় ” -তাইলে আমি কি এখন করুণা করছি না ? -না , আমার বুদ্ধ প্রেমিক । তোমার প্রেম কি করুণা হতে পারে ? -তাহলে আমার প্রেম কি ? . “সত্যিকারের প্রেম বুদ্ধ , বলেই মীম হাবিবকে আর শক্ত করে বাহু বন্ধনে আবদ্ধ করে নেয় যা কখনই ছিন্ন হওয়ার নয় ।” . -লেখক : ABDULLAH ALL MAMUN . ​"তাহলে আপনি আমাকে বিয়ে করবেনই?"… ​"তাহলে আপনি আমাকে বিয়ে করবেনই?" বলেই মেয়েটি আমার দিকে তাকালো। আমিও মেয়েটির দিকে তাকালাম। মেয়েটির চোখের মায়াটা এখন আর দেখতে পাচ্ছি না। মায়ার বদলে চোখে ক্রমশ রাগের চাপ ফুটে উঠেছে। আমি একটু হাঁসার চেষ্টা করলাম। হাঁসলাম ও....... এই হাঁসির ভাষা আছে, রং আছে, গন্ধ আছে। এই হাঁসিটা বিশাল অর্থ বহন… আমি পারবনা মেঘলা। একটা সুযোগ দাও আমায়। মেঘলা:আমিও চেয়েছিলাম সুযোগ। কই… #RM_MAMUN আমাকে আরও জানতেঃ https://www.facebook.com/MdSorkarMamun


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৮৯৭ জন


এ জাতীয় গল্প

→ " স্টুপিড ও মায়াবতির গল্প" A Romantic Musical Story of Love-(আর এভাবেই রচিত হয়েছে আরো একটি বিরহের প্রেমকাহিনী)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now
  • MD.ABDULLAH ALL MAMUN
    User ৫ বছর, ৪ মাস পুর্বে
    মাশকির ধন্যবাদ ভাই আপনাকে খুব শিগ্রয় " স্টুপিড ও মায়াবতির গল্প" A Romantic Musical Story of Love- ২য় পর্ব তথা শেষ লিখা টা পোস্ট করব

  • মাশকির
    Guest ৫ বছর, ৬ মাস পুর্বে
    পরবর্তী পর্ব কবে দিবেন? দ্রুত দেন,লেইট সহ্য হয় না।