বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

গল্প : #এবার_বিয়েটা_করেই_ফেলমু !!!

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Pantha Shahria (০ পয়েন্ট)

X গল্প : #এবার_বিয়েটা_করেই_ফেলমু !!! Writer : Pantha Shahria !!! - এই যে শোন.. এবার আর তোমার কোন অজুহাত আমি শুনছি না.. সোঁজা সোঁজি বলে দাও বিয়ে করবা কী না.. এতদিন তোমার অনেক বাহানাই শুনছি,, আব্বুকে আর আমি বুঝাতে পারবো না... এক্ষুণি বলতে হবে কী করবা... (তুবা)। - আচ্ছা বাবু আমি সব বুঝতেছি.. কিন্তুু এখন যদি আমি বাসায় গিয়া বলি যে আমি বিয়া করমু.. তাইলে আব্বাই আমারে, ঐ যে তিন মাথার মোরটা আছে না.. আর তাঁর পাশে যে তাল গাছটা আছে ওইটার লগে বাঁন্ধাই পিটাইবো। কুতুকুতু পাখি আমার, আর বেশি না টাইনা টুইনা আর পাঁচটা বছর তোমার আব্বুরে বোঝাও... তার পরে দেখ কেমন হিরোর মতো গিয়ে তোমারে আমি নিয়া আসি। - হইছে... অনেক দেখছি,আর পারবো না... আজকের মধ্যেই যদি কোন ডিসিশন এ না আসো... তাহলে কিন্তুু আমি ঐ ছেলেরেই বিয়ে করে ফেলবো.... ছেলে আমেরিকাই থাকে.. আমাকে ও নিয়ে যাবে বলছে... আর তোমার মতো এমন খ্যাত ও না। - ওহহহ আচ্ছা.. এই তাইলে আসল ঘটনা... আমি এখন খ্যাত না.. থাপড়াইয়া সব দাঁত ফ্যালাই ফকলু বানাই দিমু.. চেন আমারে হুমমমমমম... আমেরিকা নিয়া যাইবো... ওখানে নিয়ে না রাস্তা পরিষ্কার করাবে তোমারে দিয়া... এত দিনে তো মানুষ চেনলা না, আচ্ছা ওকে করো বিয়া আমার কী.. আর বিয়ার দিন দাওয়াত দিও মেলা দিন ভাল মন্দ খাই না। - ঠাসসসসসসসসসসসসসস....। - উহহহহু..... মারলা ক্যান। - ঐ মাইয়ার দিকে তাঁকাইলা ক্যান...। - এহহহহহহ দরদ দেখাইতে আসছে.... কী ভাবছো কী হুমমম তুমি বিয়ে করে আমেরিকা চলে যাবে... আর আমি এখানে বসে বসে... মুড়ি মাঁকা খামু..ঐ বোকা আমি না তোমার বিয়ের আগেই আবার মিংঙ্গেল হবে যামু। - ঠাসসসসসসসসসসসসসস...। - কী হ্যা কী... এইটা কী তোমার বাপের সরকারী গাল পাইছো.. যে যখন মন চাইবে হুট হাট থাপড়ানি দিবা... ওহহহহহহহ এমনি আগের টার ব্যাথায় এখন ও কমে নাই। - খবরদার যদি আর অন্য কোন মেয়ের দিকে তাঁকাও খুন করে ফেলবো। - হি হি... খুন যদি করো তোমার বাপের কী হবে হুমমমমম... একটা মাত্র মেয়ে তাও আবার খুনি..। আচ্ছা ছেলেরা খুন করলে তো খুনি বলে... আর মেয়েরা খুন করলে কী বলে। - সাহরিয়া আর যদি একটা ফালতু কথা বলছো... তোমার সত্যি সত্যি খবর আছে..। - সেটা তো আমার প্রতিদিন হয়... আজকে আবার নতুন কী? - ঐ তোমার কী বিন্দু মাত্র চিন্তা হচ্ছে না আমাকে নিয়ে...। - চিন্তার আবার কী আছে। - সাহরিয়া আর কয়েক দিন পরে আমার বিয়ে.... আমাদের এত দিনের ভালোবাসাটার কী কোন দাম নেই। - ভালো আবার বাসলা কবে সব সময় তো ক্যালানির উপরেই রাখছো...। এই দিকে তুমি ক্যালাও ওই দিকে আবার আব্বাই ঐ তিন মাথার ভয় দেখাই... কেমনে আমি বাঁচমু.. তাঁর থেকে আমি অন্য মেয়ের দিকেই তাঁকাই... তুমি আমি খুন কইরা জেলে যাও আর আমি ও একটু শান্তিতে থাকি... আর বিয়ে করলে তো এমনিতেই মরমু... আমি চাইনা যে তুমি বিয়ের প্রথম দিন বাসর ঘর না করেই বিধবা হও... আর বিয়ের পরে যদি বাসর ঘর নাই হয় তাইলে আমি মরে ও শান্তি পামু না হুমমমমমমমমমমমম। - হইছে তোমার ড্রামা বাজি....আমি গেলাম... আর খবর দার আমার সাথে কোন ধরণের কন্টাক্ট করার চেষ্টা ও যদি করছো... সাহরিয়া সত্যি তোরে আমি মেরে ফেলমু.. গেলাম বাই... আসলে আমারি ভুল হইছিলো তোরে প্রথম দেখাই ভালোবেসে ফেলছিলাম... আর আমার বাড়ির আশেপাশে ও ঘুরঘুর করবি না বলে দিলাম.... বাই। হনহন করে চলে গেলো......। - হে আল্লাহ্ এই মসিবতে আমারে না ফাঁসাইয়া... যদি উপরে তুইলা নিতা আর কয়েকটা দিন আগে... এখন যেন আবার নিও না কারণ এখন তুমি তুইলা নিলে ও সবাই ভাঁববে... প্রেমে ছ্যাঁকা খাইয়া মইরা গেছি...... তবে হ্যা এখানে কিন্তুু দুইটা মেসেজ দিয়ে গেছি.... মেয়েরা এমন ভাঁবে মেসেজ দিয়ে যায়... আমার মতো লেজেন্ড গুলা ছাঁড়া আর কেউ বুঝতেই পারবে না... প্রথম মেসেজটা হলো আমার সাথে কোন ধরণের কন্টাক্ট করবা না... এবার মানে হলো আরো বেশি কন্টাক্ট করো.... আর দ্বিতীয় মেসেজটা হলো খবরদার আমার বাসার আশে পাশে আর ঘুরঘুর করবা না..... সো বুঝতেই পারছেন আরো ঘুরঘুর করতে বলছে.... এখানে যাঁদের রাগ বেশি আর একটু লজ্জা ও বেশি.. তাঁদের এই গুলোতে সাঁড়া না দেওয়াই ভালো... আর আমার মতো হলে তো আর কথাই নাই... কারণ এই কাজে অনেক গালি, চর থাপ্পড় ও খাইতে হতে পারে.... বাসাই গেলাম টানা একটা ঘুম... তুবার পরে আমার সব থেকে আপন জানিস টা হলো ঘুম... এই দুইটা জিনিস ব্যাতিত লাইফটা কল্পনা ও করা যায় না। সন্ধার একটু আগে থেকে তুবার বাসার আগে পিছে একটু ঘুরঘুর করছি... ইতি মধ্যে দুইবার চোখাচোখি ও হয়েছে...। হঠাৎ ফোনটা বেঁজে উঠলো। - ঐ তোমার সমস্যা কীইইইই হুমমমম। - কে বলছেন আপু। - তোরে কাছে পাইলে না ঝাড়ু দিয়ে পিটাইতাম। - তুবা.... দোয়েল পাখি আমার একটু নিচে আসবা পিলিজ। - তোমারে না বলছি কোন ধরণেন কন্টাক্ট না করতে। - তোমার মুখ খানা না দেখলে যে আমার ঘুম হয় না... আসো না নিচে একটু। - আমার মুখ খানা নাকি দুপুরে গরুর মতো ঘুমাইছো। - ওহহহহহহহহ এত্ত বুদ্ধি ক্যান তোমার.. আসো না নিচে একটু। - যা বলার ফোনেই বলো... নিচে যেতে পারবো না....। - পিলিজ.... একবার আসো.... ঘুকু পাখি বলছি। - ঐ তোমার মুখে ঐ সব আজাইরা পাখির নাম ছাঁড়া আর অন্য কোন পাখির নাম আসে না। - আরে সব গুলাই তো পাখি.... সবাই তো ভালো ভালো পাখির নাম বলে.. ওরা কী দোষ করছে বলো। এবার আসো। - ঠিকআছে তবে জাস্ট ২ মিনিট..। - ওই হইলেই হবে। - হুমমমমম বলো কী বলবা...। - না মানে বলছিলাম কী? - দূরে যাও... মিনিমাম তিন হাত দূরে থেকে কথা বলবা। - ওকে.....। - এবার বলো। - আই লাভ হউ..। - এই সব ফালতু কথা বলার জন্য ডাকছো না... বিয়ে করার মোরদ নাই আই লাভ হউ... এবার আমিই তোমারে ঐ তিন মাথার মোরে টাঙ্গাই পিটামু... ফালতু পোলা...। - আচ্ছা থাক একটা পাপ্পি দেই। - এবার যবি নাকি.. ঐ লাঠি দিয়া পিটামু। - হুমমমমম হুমমমম যাইতাছি... কোন খানে একটু শান্তি নাই... পাপ্পি একটা দিলে কী গাল খয়ে যাইতো....। - তোরে তো আজকে আমি...। দৌড়ে চলে আসলাম.. ওখানে থাকলে জীবনটা যাইতো....। এর মধ্যে দুই দিন হয়ে গেছে.... তুবার কাছে ফোন দিলাম....। - হ্যালো... আজকে একটু দেখা করতে পারবা। - হুমমমমমমমমম কেন। - না এমনি। - ভয়েজটা এমন লাগছে কেনো... কী হইছে বলো। - কিছু না... আগে আসো। - ওকে....। দাঁড়াই আছি... একটু পরে দেখি তুবা আসলো। - বাবু তোমার কী হইছে... এমন চোখে নিছে কালো হয়ে গেছে কেনো.. চুল গুলো এমন কেনে হইছে... সাহরিয়া কী হইছে তোমার বলো। - সেদিন রাতের পর থেকেই খালি তোমাকে হাঁরানো একটা চিন্তাই আমাকে ঘুমাতে দেই না.... সব সময় ভাঁবি তুমি চলে গেলে কে আমার এলোমেলো চুল গুলো ঠিক করে দিবে... কে আমাকে এমন আদর করে থাপড়ানি দিবে বলো... যদি ও আজ পর্যন্ত কোন পাপ্পি দাও নাই.. তাঁর পরে ও কোন কষ্ট নাই আমার। তবে একটা কথা ভাঁবলে আমার কষ্টে বুক ফেঁটে যায়.. তুমি না থাকলে কার সাথে এমন দুষ্টুমি করবো বলো বলো বলো.....। তাই তো ভাবছি এবার বিয়ে করেই ফেলবো... হুমমমমম আমি আর কোন বাবার ভয় করি না.... তুমি কী রাজি বলো। - ঠিকআছে তবে তোমার বাবার অনুমতি নিতে হবে...। - সব বাদ দিয়ে আবার আমার বাবারই অনুমতি কেনো । - এমনি... চলো তোমার বাবার কাছে যাই। - হুমমমমম চলো... এবার হাতটা ধরি তাহলে। - ঠিকআছে...। ভয়ে ভয়ে দরোজাটা খুললাম....। খুলেই দেখি আজরাইল সামনে। - মেয়েটা কে? - না মানে বাবা। - এবার আরো জোরে, মেয়েটা কে? - এবার বুক ফুলিয়ে বললাম... বাবা এ হচ্ছে তুবা.. তোমার হবু বউমা আর আমার বউ... আজকেই আমরা বিয়ে করবো... ও বললো দেখে তোমার অনুমতি নিতে আসলাম.. তাহলে আর হউ বউমা থাকতো না তোমার। - ঠিকআছে যা ফ্রেশ হয়ে আয়.... অনেক ঘেঁমে গেছিস। - ফ্রেশ হয়ে এসে দেখি... বাবা আর তুবা হেঁসে হেঁসে গল্প করছে... মনে হচ্ছে অনেক দিনের চেনা.. কাহানী টা তো জানতেই হবে। আয়নার সামনে যেতেই তো চমকে উঠলাম... হায় হায় চোখের নিচের সব কালো দাগ তো উঠে গেছে... - সাহরিয়া তোমার ফ্রেশ হওয়া হলো.. একি মুখের উপরে এমন তোয়ালে দিয়ে রাখছো কেনো। - এবার সিওর ধরে খেয়ে যাবো। - ঐ তোমার না চোখের নিচে কালো দাগ ছিলো ওই সব কই গেলো। - তোমাকে পাইছি তো তাই সব কালো দাগ মিশে গেছে..হি হি। - ফাইজলেমি তাই না...সত্যি করে বলো কী করছো। - আসলে মানে তোমার মনটা একটু নরম করার জন্য চোখের নিছে সুরমা লাগাই গেছিলাম। - কীইইইই..... আমার সাথে দুই নম্বরি...বিয়ে বাদ যাও। - ঐ পোলাকেই করবে তো জানি আমি। - আর আমি ও জানি তুমি কতটা চিটার... এতদিন ঘুমাতে পারো নাই তাই না.. চিটার। সারাদিনে পরে পরে ঘুমাইছো। - তুমি কেমনে জালনা...। - আংকেল এর কাছে থেকে সব সময় আমি তোমার খোঁজ নেই। - হি হি হি হি.... যাই হোক বিয়ে করার সাহসটা আছে তো বলো। কেনো বিয়ে করবা না.. যদি ঐ পোলা তোমাকে বিয়ে করে নিয়ে যায়। - আরে পাগল আমার কোন বিয়ে না... তোমার সাহস দেখছিলাম... যদি এমন সমস্যই পড়তাম তাহলে তুমি কী করতে তাই। - কীইইইই..... খালি খালি এতদিন আমাকে চাপের উপরে রাখা তাই নাই....। আর বাবা তুমি এখানে বসে বসে কী আরো সিনেমা দেখবা নাকি... বাড়িতে নতুন একটা মেহমান আসছে খাবার নিয়ে আসো। এবার কই যাবা টুনটুনি.... - সাহরিয়া দেখ ভালো হবে না কিন্তুু। - হুমমমম... আমি ও খারাপ পোলা না যে জোর করে পাপ্পি দিমু... যাও আর কথা নাই। - হি হি ওলে বাবা.. আমার বাবুতা লাগ করছে। - কথা আর কমু না হুমমমমম। হঠাৎ উমমমমমমমমমমমমমম্মা...। আহা কী মিষ্টি..... হি হি হি হি.... টাটা। >>সমাপThe End


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ১৯৮৭ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now
  • রাজকন্যা
    User ৪ বছর, ১০ মাস পুর্বে
    Wonderful

  • সাইমন জাফরি
    Admin ৫ বছর, ৯ মাস পুর্বে
    ক্যারি অন শাহরিয়া.. তোমার ইউজার লেভেল আপগ্রেড করা হবে এজ এ রাইটার...gj