বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আসমানী আর তেলাপোকার গল্প

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান সাদ আহমেদ (০ পয়েন্ট)

X আসমানী আর তেলাপোকার গল্প ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ লেখাঃ সাদ আহমেদ আজ যে গল্পটা বলব সেটা আসমানী ও তেলাপোকার গল্প । প্রথমে পরিচয় করিয়ে দেই গল্পের চরিত্র গুলোর সাথে আসমানী হচ্ছে আসমানী সে হচ্ছে নীল মেঘ একটা মায়া । হ্যা আর তেলাপোকা?? গল্পের ঝুড়ির পাগলা গ্রুপের সবাই জানে তেলাপোকা কে !! gj ...  ras   yucky   অনেক দিন আগের কথা এক দেশে ছিলো একটা তেলাপোকা আর রুপকথার দেশে ছিলো একটা মেয়ে যার নাম আসমানী ... সেই আসমানীকে অনেক বিরক্ত করত সেই তেলাপোকাটা ...  gj  আসমানীঃ আচ্ছা সাদ সবাই তোমাকে তেলাপোকা কেন বলে ?? gj সাদঃ জানিনা গো!! জিজের কিছু পচা পচা লোক আছে তারা আমাকে এই উদ্ভট নাম টা দিয়েছে। জিজেতে যেয়ে দেখো কত্ত পচা ওরা!!yucky আসমানীঃ আচ্ছা!! তুমি কত পচা সেটা আমি জানিনা?? হুহ!!  gj  সাদঃ এমা!! তুমি আমাকে পচা বলছ?? এই দুঃক্ষু আমি কোথায় রাখি!! আসমানীঃ হি হি হি !! বলেছি বেশ করেছি !! gj gj  সাদঃ হুম বেশ করেছ !! তবে জানো ?? সাদ কে অনুভব করা অনেক কঠিন! সাদকে তাই অনেকেই বুঝতে পারেনা । gj  আসমানীঃ কিভাবে?? তোমাকে বোঝা অনেক কঠিন?? সাদঃ কঠিন কিনা জানিনা !! তবে অনেকে ভুল বোঝে আমাকে এটাই আরকি আর যে সাদ কে বুঝতে পেরেছে সে কখনোই সাদের উপর রাগ করতে পারেনা!! আসমানীঃ ইয়াল্লাহ!! কাকে ইংগিত করছ হু?? আমাকে?? আচ্ছা তোমার কি মনে হয় আমি তোমাকে বুঝতে পেরেছি?? সাদঃ উহু!! এখনো পারোনি ...gj  আসমানীঃ এ্যাআআ সত্যাইইই পারিনাই??? সাদঃ ধুরর বাদ দাও ... সাথে তোমার হাত দাও gj হাত ধরে হাটব!! অইযে সবুজ মাঠের দিগন্ত দেখতে পাচ্ছ না?? ততদুর যাব !! নীল মেঘে আজ ডুব দিব! gj আর গান গাইব - ওগো মোর রুপন্তি , ভাত দাও এখনি রাখো এবার খুন্তি ... হি হি হি আসমানীঃ আবার বদমাইশী!! এত পচা গান লিখো তুমি!! একদিন ছেড়ে চলে যাব তখন বুঝবা!! সাদঃ তাই ?? চলে যাবে?? আমাকে ছেড়ে ?? আচ্ছা কবিতাটা শুনবা না ?? আসমানীঃ বলো !! তবে কবিতায় বদমাইশি থাকলে মাইর!! সাদঃ আচ্ছা শোনো - একটা মেয়ের গল্প বলি শোন গাছের পাখি, নামটি তাহার লক্ষী মনি যত্নে তাকে রাখি, শান্ত শিষ্ট ভদ্র অতি, মনটা তাহার নরম, জানিনা কেন হঠ্যাত করে দেখায় আমায় গরম, জানিনা সে কষ্ট দিয়ে কিজে মজা পায়, আমিও কেন কস্ট পাই সেটাই বলা দায়, সে যাই হোক গরুরগাড়ি চলছিল সব ভাল, ভয় সে দেখায় ছেড়ে যাবে পারবে কি? তাই বলো?? ময়না পাখি হার মেনে যায় কারনে সেযে টুকটুকি, অদেখা সে জাদুর পরশ সপ্নেতে সে ঝকমকি, একটা পোকা তার পিছনে জালায় সে খুব তাকে, পোকাটা খুব পচা জানো অকারনেই বকে, হঠাৎ যদি মলিন হয় টুকটুকিটার কায়া, দুনিয়াটা থমকে যাবে কালো মেঘের ছায়া, তাইতো বলি সুইট কিউট লাভলি বড্ড বেশি, পোকার কথায় কান দিওনা সে চায় তোমার হাসি, জানিনা কোন ঘুর্নিবতে জাদুর মায়াজালে, আটকে যাচ্ছি ইক্টু করে ডুবছি সাগর তলে, ছোট্ট পোকা খুদ্র অতি সহজ সরল সেতো, বোঝেনা না সে অতকিছু ভাবছে কথা কত, তাকাও তুমি আসমানে তে জলছে মিটিমিটি, হাসছে দেখ ফুলপরিরা করছে লুটোপুটি, নয়ত সে চাঁদ নয়তো তারা নয়তো চাঁদের আলো, আমার লক্ষী টুকটুকি সে চাঁদের থেকেও ভালো, কয়লাইনের কবিতাটা পারত হতে বড়, সামনে হয়তো লিখবো আবার হৃদয় দিয়ে পড়, কবিতাটার সব লাইনের ঘ্রান যদি নাও, পরতে পরতে আবেগ পাবে দেখতে যদি পাও আসমানীঃ এই প্রথম একটা ভালো কবিতা লিখলে!! চলো এবার নীলমেঘের দিগন্ত ছুই !  gj  (বিঃদ্রঃ গল্পটি কাল্পনিক , বাস্তবের সাথে এর কোন মিল নাই আসমানী নামে কারোর সাথে আমার ইয়েও নেই, টেক ইট এজ এ গল্প gj gj )


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৩৮১৫ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now