আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
সিঙ্গেল মেয়ে-১
"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান mim (০ পয়েন্ট)
★লেখকঃ মিম★
মেয়েটার নাম রুমি।আমাদের মিনার খালাত বোন। চেহারাটা তো মা শাল্লাহ। কিন্তু সে খুব জেদি, রগচটা, একগুয়ে মেয়ে। যখন যা বলবে তাই। আর সবথেকে বড় কথা হল ওর একটা বিষয় আমার খুব ভালো লাগে। আর তা হচ্ছে ওর কোনো বয়ফ্রেন্ড নেই।
এই যুগের মেয়ে হয়েও ও যে সিঙ্গেল সেটা অনেক বড়। সৌভাগ্যের বিষয়। তবে যে ওর পেছনে কেউ লাগে না তা নয়। দূরে দাড়িয়ে গান করা, অন্য কারো সাথে কধা বলার ভঙ্গিমায় ওর সাথে কথা বলার চেষ্টা করা, অন্য কাউকে দিয়ে লেটার ও ফুল পাঠানো ইত্যাদি ইত্যাদি।
তবে পেছনে যে যাই বলুক ওর সামনেএসে কথা বলার সাহস কারো নেই। একে তো ওর বাবার ভয় আর দুই ওর ভয়। মানে ওর ওই বড় বড় চোখ দুটোর ভয়। ও যদি চোখদুটো বড় করে কারো দিকে তাকায় তবে যে কারো ভয় পাওয়ারই কথা।
আমরা ৬ জন বেড়াতে গেছিলাম রুমিদের বাড়ি। ও আমাদেরকে ওর কলেজে বেড়াতে নিয়ে গেছিলো। সেখানে তো নানা কান্ড ঘটল। একে তো হাশি চেপে রাখতে পারছিলাম না। আবার ওর আদেশ ছিল ওখানে গিয়ে সবসময় কড়া মেজাজে থাকতে। ওর আদেশতো আর অমান্য করা যায় না।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ...