বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
_মিষ্টি মিষ্টি প্রেমের গল্প _____
************♥***************
-জানো আজকে আমাকে আম্মু আর আপু খুব বকছে!
পরি ছোট বাচ্চার মত কথাটা বললো!
-কেন বউ?
-ওই আমাকে বউ বললে কেন?
আমি তোমার মত ভুতের বউ হবো না!
-আমি ভুত হলে তুমি কি?
-প্রেত্নি!
-কার প্রেত্নি?
-কার আবার ভুতের! পরির সাথে তো ভুতের বিয়ে হয় না তাই প্রেত্নি হতে হলো!
-ও তাই? আচ্চা আামার শাশুরি বকছে কেন?
-রং তুলি ভাঙ্গছি তাই!
-হি হি হি হি হি পরি তুমি কি এখনো ছোট বাচ্চা?
-হুমমমমম বাচ্চাই তো!
আর তুমি হাসছো কেন?
- তো কি করবো?
-আমাকে একটু আদর করবে আর বলবে পরি তুমি আর কেদে না আমি তো আছি বলে একটু আদর করে দিবে তা না ওনি দাত বের করে হাসছে!
-আদর চেয়ে নিতে হয়?
-কি আর করবো তোমার মত বাদরের কাছ থেকে আদর না চাইলে তো আর পাবো না তাই চেয়েই নিলাম!
-আচ্ছা বাবা আদর করবো এখন বলো রং তুলি ভাঙ্গছো কেন?
-রাগ করে!
-রাগ করে আর কি করো!
-কিছু না শুধু কাদি আজকে একটু বেশি করে ফেলছি!
-রাগ করলে আমার বুকে মাথা রেখে কাদবে?
-না
-কেন?
-তুমি তো ভিজে যাবে আর ভিজে গেলে তোমার ঠান্ডা লাগবে! আর ঠান্ডা লাগলে তোমার অসুখ হবে আর তোমাকে তো আমারই সেবা করতে হবে!!!!
-হুমমমম একটু সেবা করলে কি হয়?
-ইশ রে শখ কত আমি তোমাকে সেবা করতে কাছে যাই আর তুমি সেই সুযোগে দুষ্টুমি শুরু করে দেও সেইটা হবে না!মেরে হাত পা ভেঙ্গে দিবো ফাজিল ভুত একটা!!
-কি বলে তাহলে আমি খাবো কেমনে আর হাটবো কেমনে?
-দরকার হলে আমি কোলে করে নিয়ে বেড়াবো আর খাইয়ে দিবো!
-ও পরি তাহলে এখনি ভেঙ্গে দেও!!!!
-খুব দুষ্টু হইছো তাই না?তোমার লজ্জা করে না?
-কেন লজ্জা কিসের বউ কোলে নিবে!
-না না লজ্জা হবে কেন যতসব বাদর!
কোথাই বউকে কোলে করে নিয়ে ঘুরবে তা না ওনি বউয়ের কোলে উঠবে কি আমার স্বামী রে বউয়ের কোলে উঠে মহাভারত উদ্ধার করবে!
ফাজিল
-কার ফাজিল?
-কার আবার আমার!
-প্রেত্নি
-সেটা জানি ভুতের সাথে তো আর পরির বিয়ে হবে না তাই সারাজীবন প্রেত্নি হয়েই থাকতে হবে!!!
-আমি তো প্রেত্নিকে ভয় পাই!
-হইছে আর ডং করতে হবে না!
ওই শোন!!!
-কি?
-একটু নিচে আসবে?
-এতো রাতে? কিন্তু কেন?
-আসো না একটা প্রেত্নি দাড়াই আছে ভুতের সাথে দেখা করবে তাই!
-মানে কি তুমি এতো রাতে এখানে কেন আসছে আমাকে বললেই তো পারতে আমি যেতাম!
সব সময় তো তুমিই আসো তাই আজকে আমিই চলে আসলাম!
আসো না তারাতারি আমার খুব ভয় করছে!
এর কথা শুনেই ফোনটা কেটে দিলাম এক দৌড়ে নিচে গেলাম! দেখি প্রেত্নিটা দাড়িয়ে আছে!!!!
-ওই এতো রাতে কে আসতে বলছে হুমমমম! (আমি)
-তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিলো তাই চলে আসলাম!বকা দিচ্ছো কেন?
-বকা খাওয়ার মত কাজ করো কেন?যদি কোন বিপদ হতো!
-খুব দেখতে ইচ্ছে করছিলো তো তাই!তুমিই তো রাতে যাও তখন তো,,,,,,
-আরে বাবা আমি ছেলে তাই সমস্যা হয় না!
-কেন যাও?
-খুব ভালোবাসি তাই দেখতে ইচ্চা হলে চলে যাই!
-আমি কি তোমাকো কম ভালোবাসি?
-আমি কি তোমাকে কখনো এই কথা বলছি?
-ওই (পরি)
-কি
-আইসক্রিম খাবো!
-এখন?
-হুমমমম খাবো খাবো খাবো
বলেই ছোট বাচ্ছা দের মত লাফাতে লাগলো!!!
একটু পর আবার বললো
-এই আইসক্রিম খাবো না
-তো কি খাবো?
উম্মমমমমমমমা দিয়ে দিলো একটা দৌড়!
আমিও পাগলিটার পিছু পিছু ছুটছি!!!
পাগলিটা হাফায় গেছে!
-কি হলো দৌড় দিলে কেন? (আমি)
-তুমিও যদি দেও তাই! হি হি হি হি ওই চলো উড়বো!
-কেমনে?
-কেন আমি তো পরি তোমাকে নিয়ে উড়বো!
হি হি হি
>>>জানি না এই ভালোবাসার শেষ কোথায়!
তবে কারও কাছেই বিন্দু মাএ ভালোবাসার কমতি নেই!
তবুও মাঝে মাঝে অজানা কোন কারনে থেমে যায় দুইজনের পথ চলা!
তখন দুইজনের কেউ খুজে পায় না কেন তাদের থেমে গেলো পথ চলা!!!
উওরটা থাকে অদৃশ্য লেখকের কলমের আচড়ে!!!
সে কখনো মুখ লুকিয়ে হাসে আবার কখনো কাদে!!!
কখনো লেখকের অদৃশ্য আচড়ে একটা ভালোবাসা প্রান তার প্রান আবার কখনো নিমিষেই সব শেষ হয়ে যায়!!!
আড়লে থেকে যায় গল্পের অদৃশ্য লেখক!!!!!!!!!
পৃথিবী বড়ই অদ্ভুদ
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ...