বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
জান্নাতে সর্ব প্রথম গান শুনাবেন,,, গাইবে জান্নাতের হুরেরা তাতে কেটে যাবে ৭০ বছর,জান্নাতি বাতাসে গাছের পাতার সাথা মিলিয়ে অপূর্ব এক বাজনার সৃষ্টি করবে ,আর জান্নাতের হুরদের সাথে সুর মিলাবে।সুরের মুর্ছনায় গোটা জান্নাত মুখরিত হয়ে যাবে।আল্লাহ্ এখন জান্নাত বাসীদের কাছে জানতে চাইবেন,"কেমন লাগলো? "সকলেই জবাব দিবে,খুব ভালো।"আল্লাহ্ বলবেন,"এর চেয়ে ভালো শোন?" জান্নাত বাসী বলবে"হে আল্লাহ্ এর চেয়ে ভালো কি?তখন আল্লাহ্ হযরত দাউদ (আঃ) কে ডাক দিয়ে বলবেন,"হে দাউদ, এবার তুমি শোনাও।""দাউদ (আঃ) বলবেন,"হে আল্লাহ্ আমার কন্ঠ তো দুনীয়াতে ছিল যবুর শরীফে,আল্লাহ্ বলবেন, তোমার কন্ঠ ফিরিয়ে দিলাম কোরান শরীফ শোনাও ।হযরত দাউদ (আঃ) কোরানের সুরা আর ররহমান শোনাবেন।জান্নাতবাসী মুগ্ধ হয়ে যাবে।আল্লাহ্ আবার বলবেন, "কেমন লাগল?"জান্নাতীরা বলবে, "মারহাবা খুব ভালো লাগলো।আল্লাহ্ বলবেন, "এর চেয়ে ভালো শোনজান্নাতবাসীরা বলবে,"হে আল্লাহ্ এর চেয়ে ভালো কি হতে পারে?আল্লাহ্ পাক রসুলুল্লাহ (সঃ) কে ডেকে বলবেন,"হে আমার প্রিয় হাবীব এবার আপনি ওদের শোনান। "রাসুলুল্লাহ (সঃ) কোরআনের হৃদয় সুরা ইয়াসীন তিলাওয়াত করবেন।পুরা জান্নাত আনন্দে মুখরিত হয়ে যাবে আর ধ্বনি তুলবে,,"আল্লাহুআকবার "আল্লাহ্ আবারো জানতে চাইবেন,কেমন লাগলো?"জান্নাতবাসীরা বলবে,"আল্লাহ্ সব কিছ থেকে এটাই বেশি ভালো লাগলো।"আল্লাহ্ বলবেন, "এর চেয়েও ভালো আছে"জান্নাতবাসীঅবাক হয়ে বলবে,আল্লাহ্ এর চেয়ে ভালো কিছু আছে?" আল্লাহ্ জবাব দিবেন, "এর চেয়ে ভালো যা তা হলো তোমাদের রব ।"আল্লাহ্ বলবেন,"রিজওয়ান(একজন ফেরেশতা)পর্দা সরিয়ে দাও,আজ আমার বান্দা আমার দীদার করবে,আমাকে দেখবে।"আল্লাহু আকবার।পর্দা সরে যাবে ও সকলেই আল্লাহর দীদার লাভ করবে।আল্লাহকে দেখার পরে বান্দা অস্হীর হয়ে যাবে।তখন জান্নাতের হুর কি?শরাব কি? নহর কি? ফল কি? সব কিছুকে মূল্যহীন মনে হবে।বান্দা বলবে,"আল্লাহ কিছুই চাইনাশুধু তোমার দীদার চাই।তোমাকেই দেখতে চাই।"(আল্লাহ আমাদের কবুল করুন) আমীন ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ...