বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
কিন্তু হায় তাকেও আর জীবিত পেলাম না --------------------------------------------
X
আবু জহাম রহ বলেন, ইয়ারমুকের যুদ্ধে একটি পাত্রে করে কিছু
পানি নিয়ে আমি আমার চাচাতো ভাইকে খুজছিলাম। উদ্দেশ্য যদি
তাকে পাওয়া যায় এবং প্রাণ কিছুটা অবশিষ্ট থাকে, তাহলে পানি পান
করাবো এবং হাত মুখ ধুইয়ে দেব। খুঁজতে খুঁজতে তাকে এক
স্হানে গিয়ে পাওয়া গেল। মুমুর্ষু অবস্হায় মাটিতে পড়ে আছেন
তিনি। প্রাণ যায় যায় অবস্হা। আমাকে দেখেই তিনি পানির জন্য ইশারা
করলেন। আমি তাকে পানি দিতে যাব, ইত্যবসরে অপর এক আহত
ব্যক্তি পানির জন্য আহ আহ করে চিৎকার দিয়ে ওঠে। শুনে আমার
ভাই নিজে পান না করে ওনাকে দেয়ার জন্যও আমাকে ইশারা
করলেন। আমি তার কাছে গেলাম। পানির পাত্রটি তার হাতে দিলাম। তিনি
পানি পান করতে যাবেন, ঠিক এমন সময় পাশ থেকে অপর এক
ব্যক্তি পানি পানি বলে চিৎকার দিয়ে ওঠে। তিনিও পানির পাত্রটি নামিয়ে
ঐ ব্যক্তিকে পানি দেয়ার জন্য আমাকে ইশারা করলেন। আমি পানির
পাত্রটি নিয়ে তার কাছে গেলাম। কিন্তু দুর্ভাগ্য গিয়ে দেখি, তিনি
আর ইহজগতে নেই, উঠে গেছে তার প্রাণ পাখি। এরপর আমি
দ্রুত দ্বিতীয় ব্যক্তির নিকট ফিরে গেলাম। কিন্তু হায় সেও
ততক্ষণে চলে গেছে ইহজগৎ ত্যাগ করে। দৌড়ে গেলাম
আবার প্রথম ব্যক্তি, আমার চাচাতো ভাইয়ের নিকট। কিন্তু তাকে
আর জীবিত পেলাম না।
এ হলো, আমাদের পূর্বসূরিদের আত্নত্যাগ ও অন্যকে নিজের
চেয়ে বেশী প্রাধান্য দেয়ার একটি নমুনা। মুখের কাছে পানি
পাওয়া সত্ত্বেও অপর ভাইকে প্রাধান্য দিতে গিয়ে নিজে পিপাসায়
প্রাণ দিলেন।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ...