বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
প্রশ্নকর্তাঃ কেমন আছেন ?
আমিঃ আপনার মত আছি
প্রশ্নকর্তাঃ মানে কি ?আমিঃ মানে,আপনিও বসে আছেন আমিও বসে আছিপ্রশ্নকর্তাঃ ও আচ্ছা তা আপনার জীবনের লক্ষ্য কি ?আমিঃ আপনার যা লক্ষ্য আমারও তাই লক্ষ্যপ্রশ্নকর্তাঃ মানে কি ? বুঝলাম না তোআমিঃ আপনার জীবনের লক্ষ্য যেমন মৃত্যুর আগ পর্যন্ত বেঁচে থাকা,আমারও তাইপ্রশ্নকর্তাঃ স্যালারি কত চান ?আমিঃ আপনার মতপ্রশ্নকর্তাঃ আরে কি বলেন এসব ?আমিঃ আরে ঠিকই বলি আপনি চাকরি যেমন নায্য স্যালারি চান,আমিও তাই চাইপ্রশ্নকর্তাঃ আচ্ছা,ঠিক আছে এখন গরু সম্পর্কে কিছু বলুনআমিঃ গরু দেখতে আপনার মতপ্রশ্নকর্তাঃ ফাজলামি করেন ?আমিঃ গরুর দুটি চোখ,আপনারও তাই গরুও নাক দিয়ে শ্বাস নেয়,আপনিও তাইগরুর দুটি কান,আপনারও তাইপ্রশ্নকর্তাঃআর গরুর লেজ ?আমিঃ ওটা আপনার না থাকলেও এক্সট্রা কিনে লাগিয়ে দিতে পারেন পিছনে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ...