বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ছোটবেলার প্রেম (৫)

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান নাসরুল্লাহ (০ পয়েন্ট)

X ভাবলেই কেমন যেনো লাগে। কত বছর পর আমাদের স্বপ্ন স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। আর মাত্র ৪/৫ দিন। তারপর বন্যাকে আমার কাছ থেকে পৃথিবীর কোনো শক্তি কেড়ে নিতে পারবে না। আচ্ছা, আমি এসব ভাবছি কেনো! ও তো আমারই ছিল। আছে এবং থাকবে। ধ্যাত ছাই! বলেই সিগারেট হাত থেকে ছুড়ে ফেলে দিলো। আরেকটি সিগারেট জ্বালালো। আর গুন গুন করে গান গাইছে। ” ওই সুদূর নীলিমায় মন হারিয়ে যেতে চায়, যেথায় সময় থেমে রয় তোমারই আশায়। হ্যালো, জনাব। ঘুম ভেঙেছে? শুভ্রঃ হুম। বন্যাঃ সারারাত ঘুমোননি বুঝি? শুভ্রঃ কি জানি। বন্যাঃ আচ্ছা, বিছানা ছেড়ে ওঠেন। ফ্রেশ হোন। ভুলে গেছেন? আজ কি কথা ছিল? শুভ্রঃ হ্যাঁ, আমি আসছি। জাষ্ট ১ ঘন্টা। বন্যাঃ আচ্ছা, ঠিক আছে। শোন শুভ্র… শুভ্রঃ বলে ফেল। বন্যাঃ নাহ। কিছু না। শুভ্রঃ আদিখ্যেতা না করে বলে ফেল তো। বন্যাঃ না। আজ না। অন্য আরেকদিন বলি? শুভ্রঃ জ্বি জাঁহাপনা, আপনার মর্জি। হ্যাপি বার্থডে টু ইউ.. হ্যাপি বার্থডে টু ইউ.. হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার বাঁদরনি। বন্যাঃ যাক, মনে আছে তাহলে! আমিতো ভেবেছি ভুলে খেয়ে বসে আছিস। শুভ্রঃ নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। হাঃ হাঃ হাঃ বন্যাঃ ঢং দেখলে মাথা খারাপ হয়ে যায়। আসছে আমার বিশিষ্ট কন্ঠশিল্প শুভ্র.. হাস্যকর। শুভ্রঃ চোখ বন্ধ কর তো। বন্যাঃ আবার কি হলো? শুভ্রঃ আরে একটু বন্ধ কর না প্লিজ.. বন্যাঃ আচ্ছা করলাম। শুভ্র পকেট থেকে কালো টিপের পাতাটা বের করে বন্যার কপালের মাঝখানটায় টিপটি পরিয়ে দিচ্ছে। বন্যাঃ এবার চোখ খোলা যাবে? শুভ্রঃ হ্যাঁ। বন্যাঃ কি হলো? শুভ্রঃ ব্যাগ থেকে আয়নাটা বের করে দেখুন আমার রাজকন্যা। বন্যাঃ ওয়াও!! থ্যাংক ইউ মাই গুলটু। হিঃ হিঃ হিঃ শুভ্রঃ আইসক্রিম খাবি? বন্যাঃ হুঁ। খাবো। দুজন মুখোমুখি বসা। শুভ্র গান গাইছে। নচিকেতার গাওয়া নীলাঞ্জনা। ” হাজার কবিতা, বেকার সবই তা। তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা “। বন্যা মুগ্ধ হয়ে শুনছে। তার খুব খুব প্রিয় একটি গান। আর অদ্ভুত ব্যাপার হচ্ছে গানটি শুভ্র খুব চমৎকার করে গাইতে পারে। ৪ দিন পর……. . . . আজ শুভ্রর বিয়ে….. সকাল থেকেই বাসায় আত্বীয়স্বজন, বন্ধুবান্ধব, আসা শুরু করেছেন। গেটের সামনে ব্যান্ড পার্টি দাঁড়িয়ে। রংবেরং এর কাগজ, বাতি, আর বেলুনে পুরো বাড়ি সাঁজানো। মাঝে মাঝে ব্যান্ড পার্টি বাজনা বাজিয়ে মহড়াও দিচ্ছে। চারিদিকে সাঁজ সাঁজ রব। মানুষে গমগম করছে। একেবারে বিয়ে বাড়িতে সরগরম বলতে যা বোঝায় আর কি


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৬৫২ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now