বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মনের মিলন

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান এম.এ আব্দুল্লাহ শেখ (০ পয়েন্ট)

X "মনের মিলন" মেয়েটা নীরবে এসে আমার স্ট্যাসে লাইক দিয়ে চলে যেত! এমনকি আমার কমেন্ট গুলোতে ও লাইক দিত! নাম ছিল নীলাবতী! একদিন ঢুঁ মারি তার প্রোফাইলে! তার প্রোফাইল জুঁড়ে নীলের বসবাস! হুম মেয়েটার নীল রং ছিল প্রিয়…ইনবক্সে নক করি,, নীল রং নাকি বেদনার? নীল এত প্রিয় কেন? আমি অনুভব করতে পারি! কিন্তু তা প্রকাশ করতে পারি না…!! আমার কমেন্ট ও লাইক দেন? কারন কি? আমার অনুভব গুলো আপনি লেখার মধ্যেমে প্রকাশ করে দেন…তাই.!!! কাউকে ভালোবাসতেন? বাসি,বাসব…সে আমার কল্পনাতে বসবাস করে নীল অদ্রী! ও আচ্ছা….!! দুই দিন আর তার সাথে আমার কথা হয় নাই! ঠিক আগের মতই কমেন্ট লাইক দিত! যেখানেই কমেন্ট করি না কেন তার লাইক থাকবেই!! ইনবক্সে আবার নক দিলাম,, এই কাজটা খুব বিরক্তিকর! কেন করেন? কোন কাজটা? আচ্ছা আপনি জানেন না? স্যারি আর করব না……. কয়েক দিন হয়ে যায়! নোটিফিকেশন আর তার নাম আসে না! আজব এই জন্য আমার খারাপ লাগে কেন? নিজেই নিজেকে প্রশ্ন রেখে,, আবার ইনবক্সে,, ভালো আছেন? আপনি আবার আগের মত হয়ে যান.. খুব মিস করি আপনার নোটিফিকেশন….. ….!!! আপনে থেকে তুমি..হুঠ করে পরিচয়! কথা বলা শুরু হলে যেন শেষ ই হত না! মাস খানেক চ্যাটিং! একধরনের অধিকার জন্মে যায়! নীলাবতী যা কিছুই করত আমাকে বলে করত! আমি ও কিছু করলে তাকে না বলে করতাম না….!! একদিন মেসেজ সিন করে আর মেসেজ দেয় না…রাগারাগি করলে ও পাসওয়ার্ড দেয়! আমি পুরাই অবাক হয়ে যায়…ওর ফ্রেন্ড লিস্টে শুধুই আমি..কয়েক জন পরিচিত বাদে! আমি ও আমার পাসওয়ার্ড ওকে দেই… দুজন দুজনার প্রতি বিশ্বাস ছিল! তারপর তা মজবুত করি! ওর কাছে একদিন একটা পিক চাই! দিতে রাজি হয় নাই,, আর সাথে এমন একটা মেসেজ দেয়,তা ছিল অদ্ভুত…!!,, আমাকে দেখলে তুমি প্রেমে পরে যাবে! আর আমি চাই না তোমাকে আমি ঠকাই! আমি শ্যামবর্নের, মায়াবি চাওনি, গোলাপি ঠোঁট টানাটানা চোখ………!! হয়ছে হয়ছে..নিজের ঢোল নিজেকে বাজাতে হবে না! আমি বলছি এই রকম মেয়ে আমার ড্রিম গার্ল তাই তা বলতেছো……!! ফেবু থেকে লগ আউট হয়ে যাই,,কয়েক ঘন্টা পর আইডিতে আসি! নীলাবতী আমাকে মেসেজ দিয়ে বলে তোমার প্রোফাইলে দেখ তোমার ড্রিম গার্ল আছে!,, প্রাইভেসি ওনলি মি করে তার ডজন খানেক পিক আমার প্রোফাইলে এলবার্ম করে রেখে দেয়…..!!! তুমি আমার ড্রিম গার্ল,,, আমি কি তোমার নীল অদ্রী?? সে অনেক আগেই… তোমার মাঝে আমি আমার নীল অদ্রী কে সে কবেই পেয়েছি!! কিন্তু আমি তোমাকে ঠকাতে পারব না..!! কারন আমি আমার মনের কথা গূলো কখনো মুখে প্রকাশ করতে পারব না….!! (প্রকাশ=গল্পের শেষে এখানে নীলাবতী কি বুঝাতে চেয়েছে তা বুঝতে পারবেন) তুমি আমার ড্রিম গার্ল,তোমাকে দেখলেই আমি প্রেমে পরে যাব…আমি তো তোমাকে ভালোইবাসি না, আমাকে ঠকাবে মানি? আর তোমার এত কনফিডেন্স কেন যে আমি তোমাকে ভালোবাসি…..?? ? কারন তুমি আমার নীল অদ্রী…!! নীলাবতী তার নীল অদ্রী কে চিনতে ভুল করেনি…..!!! তোমার মোবাইল নাম্বার দাও! মোবাইলে কথা বলব! আর হ্যা আমি তোমাকে ভালোবাসি……! ! মেসেজ সিন…কিন্তু কোন রিপ্লাই নাই…..!! রাতে রিকশায় করে বাসায় ফিরতেছিলাম.. ফেবুতে নীলাবতী কে পেয়ে কথা বলতেছি,, তুমি তখন মোবাইল নাম্বার না দিয়ে চলে গেলে কেন? তোমার নীল অদ্রী কে সব কিছু তে বিশ্বাস করতে পার.. শুধু তোমার কাছে মোবাইল নাম্বার চাইলেই কেন এভইড কর? তোমাকে কতবার বলব যে আমি কথা প্রকাশ,মানে কথা বলতে পারি না..কিন্তু বিশ্বাস কর তুমি আমার নীল অদ্রী হয়ত আমি তোমার নীলাবতী না তুমি যখন জেনে ও আমার সাথে কথা বলতে যে আমি কথা বলতে পারি না, তখন মনে হত তুমি হয়ত আমার নীল অদ্রী যে আমার মনের কথা গুলো বুঝে..বুঝবে..!! আমি বাক প্রতীবন্ধী.. …!! মানে….? আমার বিশ্বাস হয় না…প্লিজ এমন করে বল না..থাক আমার মোবাইল নাম্বার লাগব না..তাও মিথ্যা বল না……..!! নীলাবতীর নাম টা নীল থেকে কালো হয়ে যায়, মোবাইল টা হাত থেকে রিকশায় বসে ঢিলা দিতে গেলেই পিছন থেকে একটা বাস এসে আমার রিকশা কে ধাক্কা দেয়…….!! প্রায়বিশ দিন পর আমার জ্ঞান ফিরে! দেখি পাশে মা বসে বসে কাঁদতেছে! আমার জ্ঞান ফিরার পর মায়ের চোখে মুখে হাসি। মায়ের সেবা পেয়ে সুস্থ হয়ে বাসায় ফিরে আসি!! বাসায় মা কান ধরে,, কিরে তরে হাসপাতালে একটা মেয়ে দেখতে আসত! দেখতে তর ড্রিম গার্ল এর মত! আমাকে এখনো বলস নাই….. (আমাকে ফেবুতে না পেয়ে আমার নাম্বারে ওর মাকে দিয়ে ফোন করলে জানতে পারে আমার এক্সিডেন্ট কথা) কিন্তু কি আজব মেয়েটা আমার সাথে একদিন ও কথা বলে নাই……!!এই নে তার দেওয়া চিঠি..!! নীলাবতী দেওয়া চিঠি গুলো পড়ছি আর ফেবুতে লগ ইন হয়ে দেখি ১ হাজার উপরে তার দেওয়া মেসেজ…! আসলে তার আইডি টা ফটোভেরি… পড়েছিল……!! যাহোক, আবার তার সাথে কথা বলা শুরু! আমাকে সে প্রচন্ড পরিমান ভালোবাসে….!!! আমি ও যে তাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি! যে আমার প্রতিটা মুহূর্ত বুঝে যার প্রতিটা মূহুর্ত আমি বুঝি! তাকে না ভালোবেসে উপায় নেই…..!! আচ্ছা তোমার নীল অদ্রী যদি বাকপ্রতীবন্ধী হত? তুমি কি তার মনের কথা গুলো বুঝতে না??? আমার জন্মই আমার নীল অদ্রীর জন্য..!! তার মনের কথা গুলো বুঝার জন্য…,, কিন্তু আমি তার করুনা না চাই ভালোবাসা! আমি আমার নীলাবতী কে ভালোবাসি… আমি চাই না সে এটা কে করুনা মনে করে.!! …………… ………….. অনেক কষ্ট হয়েছে নীলাবতী কে জীবনসজ্ঞী হিসাবে পেতে! তবে আমার মা যদি রাজি না হত তাহলে হয়ত নীলাবতীর মনের সাথে নীল অদ্রীর মনের মিলন হত না…….!! ————— —- চার দেয়াল নীল রংয়ের, কৃত্রিম নীল আলো নীল বেডে…নীল শাড়ি পড়ে নীলাবতী বাসর ঘরে বসে আছে নীল অদ্রীর জন্য!! ঠিক সময় মতই চলে আসবে নীল অদ্রী,নীলাবতীর মনের টানে…….!! ভাল লাগলে লাইক প্লিজ,,


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৮৩৮ জন


এ জাতীয় গল্প

→ মনের মিলন

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now